নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

COP26 মিটিং শুরু হয়েছে গ্লাসগো শহরে, বাংগালীরা ইহাকে বুঝার দরকার আছে

০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭



রোমে অনুষ্ঠিত G-20 মিটিং'এর বর্ধিত অংশ হিসেবে, গতকাল থেকে গ্লাসগো শহরে শুরু হয়েছে 'জলবায়ু পরিবর্তন' নিয়ে ১২ দিনের কনভেনশন, COP26 (অক্টো ৩১-নভে ১২); এটি COP ( Conference of the Parties )'এর ২৬'তম কনভেনশন। এখানে আলোচনার বিষয়: গ্লোবেল ওটার্মিং'এর সুদুর-প্রসারী ধ্বংশ থেকে মানব জাতিকে ও পৃথিবীকে রক্ষা করা।

খুবই কষ্টের ব্যাপার হলো যে, গ্লোবেল ওয়ারমিং'এর ফলে, পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত হলেও, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবো আমরা, বাংগালী জাতি! তার থেকেও বড় কথা হলো, ইহা নিয়ে বাংগালী জাতির মাথা ব্যথা নেই, কিন্তু অন্যেরা এই জাতির ভবিষ্যত নিয়ে শংকিত! আমাদের পরে, ২য় স্হানে আছে মালদ্বীপ; ওখানে সাড়ে ৫ লাখ মানুষ বাস করে; ব্লগার গিয়াসুদ্দীন লিটনের শহর, ফেনী শহরের লোক সংখ্যা ইহার চেয়ে বেশী। এক ব্লগার(বিচার মানি, তবে তালগাছ আমার ) বললেন, মালদ্বীপ নাকি কোন দেশে যায়গা কিনে রেখেছে! ওরা চাইলে, আমি সন্দ্বীপে যায়গা দিতে পারতাম; সন্দ্বীপের লোকজন এখন থাকে নিউইয়র্ক ও চট্টগ্রাম শহরে, সন্দ্বীপ খালি পড়ে আছে।

গ্লাসগো শহরে জাতিসংঘের প্রায় সব সদস্য দেশই অংশ নেবে; আমাদের প্রাইম মিনিষ্টারও যাবেন নিশ্চয়। দেশ ব্যতিত, বড় বড় সংস্হা, ব্যক্তিত্বরাও বক্তব্য রাখবেন। আমাদর সামুকে নিমন্ত্রণ করলে ভালো হতো, আমরা কিছু কবিতা ও ছবি পাঠানোর সুযোগ পেতাম, যেখানে বাতাসে কার্বন কমানোর কথা থাকতো।

ব্লগে কবিতার যুগ শেষ হওয়ার আগেই যদি পটুয়াখালি পানির নীচে চলে যায় সমস্যা হবে না; কবিরা পটুয়াখালি, ভোলা ও সুন্দরবনের পাশের লোকদের ঢাকায় নিয়ে আসবেন কবিতার লাইনে লাইনে।

আমার মনে আছে, ২০০৯ সালে, COP'এর এক মিটিং'এ বারাক ওবামা 'জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের বড় অংকের ডলার দেয়ার কথা ঘোষণা' করেছিলেন; ইহা শুনে, আমাদের ব্যুরোক্রেটরা শেখ হাসিনাকে বিমানে তুলে দিয়েছিলেন, বিদেশ থেকে ডলারের বস্তা নিয়ে আসার জন্য; বেচারী প্রায় বছর'খানেক বিমানেই বসবাস করেছিলেন। কিন্তু শেখ হাসিনার কোনদিন ভোলা, কিংবা পটুয়াখালী যাননি সেই সময়। এখন তো উনার বয়স হয়েছে, কে জানে আবার উনাকে বিমানে তুলে দেয় কিনা!



মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ ভালো নেই। তাঁরা চিন্তা ভাবনা আত্মকেন্দ্রিক। পরিবারের বাইরে মানুষ কিছু ভাবতে চায় না।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:




এগুলো আমি বুঝি; আমি দেখছি, তথাকথিত শিক্ষিতদের কি অবস্হা! কবিতা লিখে, বই বের করে দেশ ভরায়ে ফেলছে, দেশ কোথায় যাচ্ছে সেটার খবর নেই।

২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২১

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের লোকজন কি ভাবে জলবায়ু পরিবর্তন নিয়ে? কতসাল নাগাদ বাংলাদেশে হিট করবে,যা সবার চোখে পড়বে?

০২ রা নভেম্বর, ২০২১ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:



এখনই চোখে পড়ছে, ব্লগারদের চোখে পড়ার কথা। ২১৫০ সালে উপকুলের অনেক জমিতে হাঁটু পরিমাণ পানি এসে যাবে, এগুলো সমুদ্রের অংশ হয়ে যাবে।

৩| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের সাধারণ মানুষ ভাষ্যমতে : শহরে শীত নেই,শীতকাল কই গায়েব হয়ে গেলে,আগে কত শীত পড়তো ; আমার জন্মে আমি এত গরম দেখিনি, আষাঢ় মাসে এমন গরম পড়ে নাকি!

০২ রা নভেম্বর, ২০২১ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:



অষ্ট্রেলিয়ার অর্ধিক অংশ পুড়ে গেছে।

৪| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল-
দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:



সে'তো আমাদের ব্যুরোক্রেটদের চেয়ে বেশী পড়ালেখা করে।

৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

পুতিন,জিনপিং কেন অনুপস্থিত?

০২ রা নভেম্বর, ২০২১ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:



ঐ ২ জন এই পৃথিবীকে ধ্বংস করবে, ওরা ক্রিমিনাল।

৬| ০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে অনেকদিন অনুপস্থিত দেখলাম সামুতে, পরে শুনলাম আপনার পদোন্নতি হয়েছে।
আপনার শরীর কেমন আছে ?
আপনার সুস্থতা কামনা করি।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি অনেকেই বিশ্বাস করেন না বা গুরুত্ব দেন না - যেমনটি গুরুত্ব অনেকে দেন না করোনা সংক্রমণকে।

০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আগামী ২০ বছরে,উপকুলের অনেক মানুষের চাষের জমি, ঘরবাড়ীতে লবনের স্তর পড়বে। লবনাক্ত পানি পানের কারণে নবজাত সন্তান অসুস্হ হবে, গর্ভপাত হবে, ানুষ্বের রক্তচাপ বাড়বে, গাবদি পশু কমে যাবে।

যে ষেশে বেকুবের সংখ্যা বেশী, সেই দেশে কোন সমস্যা থাকে না, থাকে অশান্তি।

০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, শরীর ভালো! আপনি কি রিটায়ার করেছেন?

৭| ০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৬:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে ৬৯ বছরে রিটায়ার করা যায়, কিন্তু তারপর করার কিছু থাকে না। আমার বাংলাদেশের কলিগরা ৪/৫ বৎসরের মধ্যে রিটায়ার করে ফেলবে। কারো কারো আখের গুছানো শেষ - এখন বিত্তবৈভবের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমানোর সময়। আর উত্তর আমেরিকায় আমরা ৬৫তে রিটায়ার না করলে যে বেনিফিট পাওয়া যায় সেটা দিয়ে বেঁচে থাকা অসম্ভব - সুতরাং নাককান বুজে কামলা দেয়া ছাড়া উপায় নেই। :(

সামু থেকে পাঠক হিসাবে রিটায়ার করার আপাতত: কোনো ইচ্ছে নেই। =p~

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় জীবন ও কাজের মুল্য আছে।

আমি ব্লগ পড়ে যাচ্ছি নিয়মিত, অনেকেই অনেক গার্বেজ শেয়ার করছেন।

৮| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৮:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি নেই বলে আন্তর্জাতিক বিষয়ে কোন পোষ্টই ছিল না।অনেক দিন পর এসেই একটা গুরত্বপূর্ণ বিষয়ের উপর পোষ্ট দিয়েছেন।মুক্ত হয়ে আসার জন্য অভিনন্দন।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আমি ভালো লিখি, স্বীকৃতি পেয়েছি, 'জেনারেল' ব্লগার।

৯| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০

বিটপি বলেছেন: আমার চিন্তাভাবনা অনেকটা থ্যানোসের মত। অধিক জনসংখ্যার ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে আছে। পৃথিবীর জনসংখ্যা কমপক্ষে অর্ধেক করা এখন সময়ের দাবি। মারাত্মক কোন জম্বি ভাইরাস না ছড়ানো পর্যন্ত তেমনটা হবে আশা করা যায়না।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



জনসংখ্যা অর্ধেক করার পদক্ষেপে আপনি আত্মদানে ভলটিয়ার হোন, বাংলাদেশ আপনার স্মৃতিশৌধ নির্মাণ করবে, হয়তো!

১০| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমার ধারনা এইসব কনভেনশন মূলত লোক দেখানো, কাজের কাজ তেমন কিছু হয় না।

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


এটা এমন একটা কাজ, যার বিপক্ষে কাজ করছে চীন, ভারত ও রাশিয়া। ইউরোপ ও অষ্ট্রেলিয়া ইহার গুরুত্ব বুঝে; ইহার গুরুত্ব বুঝে না বাংলাদেশ ও আফ্রিকা।

১১| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:০১

হাবিব বলেছেন: এমন হাজারো বৈঠক করেও জলবায়ুর ১২টা বাজা ঠেকানো সম্ভব হবে না

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


চীন, ভারত ও রাশিয়া আগের দিনের মতো সস্তায় উৎপাদন করতে চায়, কিন্তু প্রতি পরিবারে ৪/৫ খানা গাড়ী রাখার ইচ্ছা রাখে।

১২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৫৩

জ্যাকেল বলেছেন: আমাদের সরকারের কেউ কি গেছে? আমি তো নিউজে পেলাম না।
মিঃ মুডি ওইখানে গিয়ে ডলার ভিক্কা চাইছে অথচ দিল্লী দুষণে নাম্বার ওয়ান।

০২ রা নভেম্বর, ২০২১ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:




প্রাইম মিনিষ্টার গেছেন; ডলার আনার জন্য খালি বস্তাও নিয়ে গেছেন হয়তো!

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

দেশী পোলা বলেছেন: দেশের সকল মেয়েদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশুনা করা বাধ্যতামূলক করে দেন,
সমুদ্র ভাসাইয়া গলা পর্যন্ত পানি আসলেও দেশের কিছুই হবে না
শিক্ষিত মেয়েরা দেশকে ভাসায় রাখবে

০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



সরকার দর্জি পাবেন কোথায় ?

বেগম জিয়ার ছেলেরাও মাষ্টার্স করতে পারেনি।

শেখ হাসিনার ছেলেমেয়ে পড়ালেখা করেছেন, সেক্রেটারীদের ছেলেেমেয়েরা পড়ালেখা করছেন; আরও কারো পড়ালেখার দরকার আছে?

১৪| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: COP26 মিটিং এর ফলাফল নিয়ে একটা পোস্ট দিন।

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



দেবো, আমি অনুসরণ করছি। শেখ হাসিনা কনভেনশনে গেছেন, দেখা যাক, কিছু বুঝতে পারেন কিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.