![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মির্জা ফখরুল ও বিএনপির রাখালেরা সব সময় চীৎকার দিয়ে আসছে, "বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও"; শেখ হাসিনা মনে হয়, এজন্য চুপ করে বসে আছেন।
১৩ নভেম্বর থেকে বেগম জিয়া ( বয়স: ৭৬ বছর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে আছেন; তাঁর ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না; শরীর দুর্বল হয়ে পড়ছে৷তিনি যখন সরকারী হাসপাতালে ছিলেন, যেই মেডিক্যাল বোর্ড দায়িত্বে ছিলো, তারা উনার স্বাস্হ্যের উপর নজর রাখছে; এ'ছাড়া বিএনপিপন্হী ডাাক্তারদের একটি মেডিক্যাল বোর্ডও উনার চিকিৎসা নিয়ে জড়িত; আরো কিছু দরকার আছে?
৭৬ বছর বয়স্ক রোগীর মুল সমস্যা ডায়বেটিস, বাকীগুলো উহার কারণে ঘটছে; বিদেশে এই ধরণের চিকিৎসা এর থেকে উন্নত মানের আছে? বলা মুশকিল! উনাকে বিদেশে যাওয়ার পারমিশন দিতে হলে, প্রাইম মিনিষ্টার কিংবা প্রেসিডেন্টের এক্সেকিউটিভ অর্ডারের মাধ্যমে তা করতে হবে; উনারা নিশ্চয় উনার শারীরিক অবস্হা সম্পর্কে ব্রিফিং পাচ্ছেন।
জনতা যা জানছেন, তা মিডিয়া থেকে আসছে; কোন মিডিয়া কোন ভাষ্য বাজারে ছাড়ছে? বাংলাদেশে যার মা করোনার টিকা না'পেয়ে মারা গেছেন, সেও কিন্তু বেগম জিয়া সুচিকিৎসা চাইবে, ইহা বাংগালী জাতির মহত্ব; শেখ হাসিনাও বাংগালী।
আমার ধারণা, শেখ হাসিনা যা জানেন, জনতা সেটা জানেন না; মিডিয়া, মির্জা ফখরুল সাহেব, বিএনপি'র ডাক্তারেরা সঠিক কথা না বলার সম্ভাবনা ১০০ ভাগ; কিন্তু শেখ হাসিনাকে যারা বেগম জিয়ার উপর ব্রিফিং করছে, তারা শেখ হাসিনার সাথে ভুয়াগিরি করবে না ভয়ে।
বেগম জিয়া যে অসুস্হ এতে সন্দেহ নেই; কিন্তু উনার বর্তমান অসুস্হতার জন্য উনাকে বিদেশে পাঠানো কি সঠিক হবে? ৭৬ বছর বয়স্ক মানুষের ডায়বেটিসের জন্য বিদেশে কি আরো উন্নত চিকিৎসা আছে? সর্বোপরি, মিডিয়াতে উনার অবস্হার কথা যা আসছে, উহা কি সঠিক, না শেখ হাসিনা যেই ব্রিফিং পাচ্ছে উহা সঠিক? আসলে, বাংলাদেশের মানুষ ইহাও সঠিকভাবে কখনো জানতে পারবে না কোনদিন; বাংলাদেশের অবস্হা এমন হয়েছে যে, মানুষ নিজের ঘনিষ্ট পরিবারের (স্বামী-স্ত্রী ও সন্তানেরা ) বাহিরে কাউকে বিশ্বাস করে বলে মনে হয় না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
১৯ কোটির চিকিৎসা যেখানে হচ্ছে, উনার চিকিৎসাও সেখানেই হোক।
২| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১২
ঈশান মাহমুদ বলেছেন: এই 'বিশ্বাস হীনতা'র সংস্কৃতি তৈরী করলো কারা? এক কথায় মিডিয়া। অনবরত মিথ্যার বেসাতি করে করে...।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৪
চাঁদগাজী বলেছেন:
মিডিয়ায় যারা কাজ করে, তারা আমাদের জাতির বুদ্ধিমান অংশ।
৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজনীতিতে ওনার অবদান মাইনাস।রাজনীতির জন্য ওনার বাঁচা মরার কোন গুরত্ব নাই।ব্যক্তি হিসাবে বিদেশে চিকিৎসা নিতে চাইলে, রাজনীতি ছেড়ে দিলে কালকেই বিদেশে যেতে পারে।এই পরিবার শেখ পরিবারকে অনেক কাঁদিয়েছে।তার এক আনা প্রতিষোধ শেখ পরিবার নেয় নাই।শেখ হাসিনা আইন থেকে সরে আসছে না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
কোন বয়সে কতটুকু কেক খেতে হয়, উহা না জানলে বিপদ।
৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনিতো অন্তরজামী।গতকাল আমার ছোট মেয়ের জন্মদিন ছিল।ও সুন্দর কেক বানায়,তাই একটু বেশিই খেয়ে ছিলাম।
মন্তব্য কেক খাওয়ার প্রতিক্রিয়া না।রোজা রেখে মন্তব্য করলেও এটাই লিখতাম।আমি লিবারেল গনত্ন্ত্রী না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া লোভী ও হিংসুক, সেই তুলনায় শেখ হাসিনা হাসিখুশী।
৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজনৈতিক চুলাচুলি কখনো শেষ হবে না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াকে উনার দল জিম্মি হিসেবে ব্যবহার করছে। বেগম জিয়া সব সময় নেকড়ের দল পালন করেছেন।
৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:৩৩
জগতারন বলেছেন:
মূর্খ মহিলা (খালেদা জিয়া)-কে কোন প্রকারেই বিদেশে যাবার অনুমতি দেওয়া
উচিৎ হবে না। যতক্ষন না সে লিখিত দেয় যে, সে রাজনিতি থেকে অবসর নিয়েছে। কারন; এই মূর্খ মহিলা আবার ষঢ়যন্ত্র করে দেশ ও দেশের
মানুষদের বিপদে ফেলাবে। যাহা সে পূর্বে করেছিল।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, শেখ হাসিনার মথায় সেটা আছে। বহু আগে ঘোষণা দিয়ে সরে যাবার দরকার ছিলো বেগম জিয়ার।
৭| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৪২
বঙ্গদুলাল বলেছেন:
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
এসব ব্যাপার নিয়ে কাজ করার জন্য সরকারের সঠিক কোন লোকজন আছে কিনা কে জানে!
৮| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯
গফুর মিয়া১৯১ বলেছেন: আমার মতে শেখ হাসিনা বেগম জিয়া কে মাছের খাবার এর টোপ হিসাবে তারেক জিয়া কে ধরবার আশায় ওৎ পেতে বসে আছে। এমন কি সে যদি কিছু মাসের পর মারা তখন তো তারেক আসবে লাশ দাফনের জন্য আর অমনি তাকে ধরে ফাসি দিবার রাস্তায় নিয়া যাবে তাই অই সময় পর্জন্ত হাসিনা বেচে থাকা পর্যন্ত চেষ্টা করবে। খালেদা জিয়া যদি মারা যায় তারেক দেশে না এসে পারেবে নাহ। তাই খালেদা জিয়া কে বিদেশ যেতে দিচ্ছে নাহ হাসিনা সরকার। যদি খালেদা জিয়া বিদেশ যায় উনি মারা যাবার পরেও লাশ দাফনের জন্য আনা হবে নাহ। অইখানে তারেক জিয়া দাফন করবে আরে শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের বীজ বুনবে। এটাই সত্য সমিকরন। বেগম জিয়ার বাম হাতের আঙ্গুল বাকা হয়ে যাচ্ছে , স্নায়ু কাজ করে নাহ সময় শেষের দিকে।
২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা চাচ্ছে যে, বেগ জিয়া দেশে থাকুক, বিএনপি যেভাবে আছে এভাবে থাকুক; যতদিন বেগম জিয়া থাকবে, বিএনপি'র লোকজন জন লতার মতো উনার গায়ে ঝুলে থাকবে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: জনগন সব কিছু জানে এবং বুঝে। কিন্তু তাদের জানার বুঝার দাম নাই।
শেখ হাসিনা যা চাইবেন তাই হবে। জনগন চাইলে হবে না। এই মুহুর্তে পুরো বাংলাদেশে শেখ হাসিনার কথা মতো চলছে।
এখন যদি ৫ কোটি মানুষও বলে খালেদা জিয়াকে বিদেশ নেন। ফলাফল শূণ্য। শেখ হাসিনার কথার বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই।