নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমি চাইলাম কি, তুমি দিলা কি?

০১ লা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯



গত মাসের মাঝামাঝি ১গ্রুপের সাথে ফুটবল খেলার সুযোগ ছিল; প্রেকটিস করার দরকার; কিন্তু স্কুলের ২টি মেয়ে আমার প্রেকটিসের মাঠ দখল করে রাখে প্রতিদিন সকালে, তারা সেখানে টেনিস প্রেকটিস করে, আমি মাত্র ১০/১৫ মিনিট সময় পাচ্ছিলাম মাত্র দৈনিক। অক্টোবরের মাঝামাজি এক সকালে সকাল ৬টা'য় ঘুম থেকে উঠে দেখি ভালোই শীত পড়ে গেছে, বেশ বেগে বাতাস বইছে, আমি তাড়াতাড়ি কাপড় পরে, বলটাকে একটা শপিং ব্যাগে ঢুকায়ে মাঠে গেলাম; যা ভেবেছিলাম সেটাই ঘটেছে, মাঠ খালি, আমি ৪০ মিনিটের মতো প্রেকটিস করলাম। উপরের দিকে তাকিয়ে বললাম, এই রকমই রাখ!

তারপর কয়েকদিন শীতে আরো বেড়েছে, প্রতিদিন আমার দরকারী সময়টুকু পেলাম, উহাদের দেখা নেই। ২ সপ্তাহ পর থেকে আমার পায়ের গোড়ালী 'ফাটার' শুরু করলো, অয়েনমেন্ট দিলাম, কিছুটা কাজ হলো; কিন্তু খেলার সময় চাপ লেগে অবস্হা আগের মতো হয়ে যায়; একদিন খেললে ৩ দিনও হাঁটতে পারি না। গত সপ্তাহে ১ দিন খেলার পর, এই সপ্তাহে খেলা তো দুরের কথা হাঁটতেও বের হতে পারিনি; কি চাইলাম, কি হলো!

আরেকটা ঘটনা, এখানে আমার এক ছাত্রী আছে, সে বলেছে ঘটনাটা; তার গ্রামীন সম্পর্কীয় এক মামা জাহাজে 'সেইলর' ছিলো; অনেকবার আমেরিকা এসেছে, জাহাজ থেকে নেমে বাজার টাজার করে আবার চলে গেছে সব সময়। সন্দ্বীপের অনেক অনেক সেইলর জাহাজ থেকে নেমে এই দেশে থেকে গেছে। একবার এই লোকটা ভাগনেয়ীর বাসায় বেড়াতে এসে জানালো যে, সে আগামী ট্রিপে এলে, কুলে বাজার করতে এলে নিউইয়র্কে থেকে যাবে, জাহাজে ফিরে যাবে না। দেশে গেছে, প্রস্তুতি নিয়েছে আগামী ট্রিপে নিউইয়র্কে নেমে যাবে আর দেশে ফিরবে না। ঠিক ট্রিপে উঠার আগে ফিজিক্যাল টেষ্টে তার লিভারের সমস্যা ধরা পড়লো, তাকে ট্রিপে যেতে দেয়া হলো না, এবং চাকুরীও চলে গেলো। ২ বছর চিকিৎসা করানোর পর, লিভারের সমস্যা দুর হলো, কিন্তু কিছুতেই আমেরিকামুখী জাহাজে চাকুরী পাচ্ছিলো না। বছর দু'য়েক পরে ঠিক মতো চাকুরী পেলো।

স্ত্রীকে সংসার বুঝয়ে দিয়ে, জাহাজে উঠার আগেরদিন আমানত শাহের মাজার ঘুরে দোয়া চেয়ে, কাজে যোগ দিলো। ইউরোপ আসার পর জানলো যে, জাহাজ নিউইয়র্ক যাবে না, যাবে মায়ামী। নিউইয়র্কে বসবাসরত উনার এক বন্ধুকে জানালেন, বন্ধু মায়ামী বীচের সাথে লাগানো এক হোটেলের ঠিকানা দিলেন, জাহাজ থেকে কুলে এসে, সেই হোটেলে উঠার জন্য, উনার বন্ধু গিয়ে নিয়ে আসবেন নিউইয়র্ক। সব ঠিকঠাক, জাহাজ মায়ামী এসেছে; কিন্তু জাহাজের দরকারী কি ডকুমেন্টের অভাবে জাহাজকে ডকে যেতে দেবে না, আউটার থেকে মাল খালাস করতে হবে; জাহাজ নোংগরে আছে, মামা শেষ রাতে জাহাজ থেকে নেমে সাতার দিয়ে বেশ হয়রাণ হয়ে, সাগরের তটে (বীচে ) পৌঁছলেন, তখনো সুর্য উঠেনি, খুশীতে ভেজা কাপড়েই ফজরের নামাজ পড়ার শুরু করলেন; আলাদা আরো ২ রাকাত বেশী নফল নামাজ পড়লেন; সালাম ফেরানোর জন্য ডান দিনে মুখ ফিরাতে দেখেন, ডানপাশে, একটু পেছনে এক পুলিশ দাঁড়ায়ে আছে, বামদিকে সালাম ফেরাতে গিয়ে দেখেন, সেই পাশেও একজন পুলিশ। তিনি মোনাজাত ধরলেন, আল্লাহ, আমি কি চাইলাম, তুমি কি দিলা!



মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


একজন ঘরের মাঠে বলে " কি চাইলাম? কি হলো? অন্যজন বাংলাদেশ থেকে মায়ামীতে গিয়ে বলে "কি চাইলাম, কি হলো?

*** পোস্টের ৪ ঘন্টা পরেও কমেন্ট নেই,এইটা প্রথমবার নাকি?

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:




আমার পাঠক ক্রমেই আরো কমবে।

২| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: প্যাকটিস কি আপনি একা করেন? এত ভোরবেলা? তাও আবার শীতকালে?

বেচারার নামাজ কাজে লাগলো না। পুলিশ এসে ধরে ফেললো।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



ফানি কাহিনী, নফল নামাজ পড়েও খবর নেই।
ওখানে একা প্রেকটিস করাার জন্য স্পেশাল দেয়াল আছে, দেয়ালে মেরে নিজের দরকারী টেকনিকগুলো প্রেকটিস করতে হয়।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

নূর আলম হিরণ বলেছেন: ভাগ্য খারাপ হলে যা হয় আরকি। আমেরিকা যাওয়ার সহজ উপায় কি?

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৬

চাঁদগাজী বলেছেন:




এখন সহজ উপায় হলো ছাত্র হয়ে আসা। না'হয় বিয়ে করে আসা।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হা কপাল !!!

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



চাইলে কাজ হয় না, বড়মিয়ার খবর নেই।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:২৭

স্প্যানকড বলেছেন: আমেরিকা অনেকের স্বপ্নের দেশ আবার অনেকের তীব্র ঘৃণায় ভরা একটা দেশ !

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা হচ্ছে আমেরিকা; বাংলাদেশের শতকরা ৯৫ জনের নিজ দেশ সম্পর্কে সঠিকভাবে কিছুই জানে না, ওরা আমেরিকা সম্পর্কে কি বুঝবে?

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৪

কবিতা ক্থ্য বলেছেন: আমি ও আমেরিকা যেতে চাই।

০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



করোনার সময় আসা টিক হবে না; আেরিকার সংক্রমণ ও মৃত্যুর হার ভয়ানক। আপনি চাইলে তো যেকোনদিন আসতে পারেন।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১৬

কবিতা ক্থ্য বলেছেন: ঠিক আছে, দেখি আরো কয়েকটা মাস।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


ম্যানহাটন এখনো মৃত, সন্ধ্যার পর মানুষ নেই।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভুল যায়গায় চাইলে ভুল কিছুই পাবেন।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের লিলিপুটিয়ানগিরি কখনো থামবে না।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৮:২৭

জ্যাকেল বলেছেন: ইসলামে চাওয়ার সুনির্দিষ্ট উপায় আছে এই গল্পে সেই উপায়ের কোন তোয়াক্কা নেই। সৃষ্টি জগত কিভাবে কাজ করে সেইটা মানুষ বের করছেন। উনি গোজামিল দিয়ে নিজের লক্ষ্যে পৌছতে চাইছেন যা কার্মা অনুমোদন করে না।

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি ইসলামের গুরু, নাকি খলিফা ওমর, ওসমান ও আলী গুরু ছিলেন? উনাদের প্রাণ গেছে আততায়ীর হাতে, উনারা কি তা চেয়েছিলেন? নিজকে বিশাল করে দেখাতে চাচ্ছেন; কিন্তু খলিফাদের চেয়ে বেশী জানেন, ইহা কি বিশ্বাসযোগ্য?

১০| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উপরের দিকে তাকিয়ে কাকে বললেন? এ রকমই রাখ!!!

০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


বড়মিয়াকে, যিনি শীত আনেন ও বাতাসের বেগ বাড়িয়ে দেন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭

জুল ভার্ন বলেছেন: কার কাছে চেয়েছিলেন? কে দিলো?

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:




আমি আসলে কারো কাছে চাইনী, আমি জানি শীত এসে গেছে, আমি আশা করেছি যে, উহা চলতে থাকবে। আপনি যদি মনে করেন যে, আল্লাহের কাছে চেয়েছি, উহা সঠিক নহে, ধর্ম সম্পর্কে আমার অবস্হান হলো, আল্লাহ কম-জ্ঞানী মানুষদের তৈরি একটি শিল্পকর্ম।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৮

রানার ব্লগ বলেছেন: আপনি আজকাল গল্প লেখায় মনযোগী হয়েছেন বিষয় টা বেশ চমকপ্রদ !!!!

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমি আমেরিকায় বাংগালীদের জীবনের উপর সামান্য ধারণা দেয়ার চেষ্টা করছি।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ফাঁকা মাঠে গোল দিয়ে কী মজা হয়? সঙ্গী জুটানো যায় না?

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের ফুটবল খেলার ক্লাব আছে, ওদের সাথে সময় মিলে না, এবং ওরা বেশ দুরে।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৩

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:


আপনি ইসলামের গুরু, নাকি খলিফা ওমর, ওসমান ও আলী গুরু ছিলেন? উনাদের প্রাণ গেছে আততায়ীর হাতে, উনারা কি তা চেয়েছিলেন? নিজকে বিশাল করে দেখাতে চাচ্ছেন; কিন্তু খলিফাদের চেয়ে বেশী জানেন, ইহা কি বিশ্বাসযোগ্য?

আপনার জন্য কতিপয় প্রশ্ন। ইচ্ছে না করলে উত্তর দেবার দরকার নাই।

১। খলিফাদের কথা আসছে কেন?
২। তিন খলিফার মৃত্যুর কথা কেন আসল?
৩। আমি কিভাবে নিজেকে বিশাল করে দেখালাম?
৪। খলিফাদের চেয়ে বেশি/কম জানার প্রশ্ন কেন আসল?

নাকি, ইভাবে মনিটরের সামনে বসে বসে নিজের মানসিক বৈকল্য হারিয়ে ফেলছেন?

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


(১) আপনি বলেছিলেন যে, ইসলামে চাওয়ার সুনিদ্দিষ্ট নিয়ম আছে; সেই নিয়ম কি ৩ খলীফা জানতেন না? উনারা কি আততায়ীদের হাতে প্রাণ হারাতে চেয়েছিলেন?

(২) ৩ খলিফা নিশ্চয় প্রাকৃতিকভাবে মৃত্যু চেয়েছিলেন, উনাদের আশা পুরণ হয়নি; উনারা কি আপনার থেকে কম জানতেন?
(৩) আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে চাচ্ছেন!
(৪) ইহাতে বলটে চেয়েছি যে, ইসলাম সম্পর্কে খলীফারা যেসব উদাহরণের অবতারণা করেছেন, আপনার কথাগুলো তাদের কথা চেয়েও গুরুত্বপুর্ণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন

ব্লগে এসব নিয়ে হাউকাউ করা কমিয়ে দেন।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

বঙ্গদুলাল বলেছেন: যে লোক আমানত শাহর দরবারে দোয়া চাইতে যায়(মাজার কি কিছু চাওয়ার উৎস?), সে উপরওয়ালার কাছে কী ই বা চাইতে জানবে!হা হা হা।
তার চাওয়ায় গন্ডগোল আছে।আর স্রষ্টা মানুষের বৈধ,অবৈধ সব চাওয়া মানুষের ইচ্ছামাফিক পূরণ করার কথা নয়।

বাই দ্য ওয়ে,আপনার লেখায় শৈশবের (৭/৮ থেকে ১৭/১৮) এবং মিডল এইজের (৫০-৬০)ঘটনাবলী প্রায়শই উঠে আসে(মুক্তিযুদ্ধের মাসগুলো বাদ দিলে)।কিন্তু ২৫-৪৫ বছর এই সময়গুলোর বর্ণনা চোখে পড়েনি। আপনার এই সময়গুলো কীভাবে কেটেছে যোগ করুন পরবর্তী লেখাগুলোতে।

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



২৫-৪৫ বছর বয়সের সময়টা চাকুরী জীবন, আমি বেশীরভাগ চাকুরী করেছি দেশের বাইরে; এগুলো নিয়ে লেখার দরকার; লিখবো।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: এই শীতে ভোরবেলা পেকটিস করবেন না। এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবার সম্ভবনা।

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:




পরে ঐ যায়গাটা ফুটবল খেলার জন্য ফ্রি পাওয়া যায় না। গত কয়দিন ভয়ংকর শীত ও বাতাস ছিলো।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: একটুর জন্য হইলো না। :(

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



যা চাই, তা পাই না।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

জ্যাকেল বলেছেন: (১) আপনি বলেছিলেন যে, ইসলামে চাওয়ার সুনিদ্দিষ্ট নিয়ম আছে; সেই নিয়ম কি ৩ খলীফা জানতেন না? উনারা কি আততায়ীদের হাতে প্রাণ হারাতে চেয়েছিলেন?

উনারা কি চেয়েছিলেন সেইটা আপনি কিভাবে জানলেন? ভন্ড/গণক/মানসিক বিকার গ্রস্থ লোকই অন্যের মনের কথা বলিতে পারে (যাহা মিথ্যা)।
আপনার ভাষ্যমতে উনারা দোয়া করেছিলেন এইরকম ভাবে প্রাণ না হারাতে। তাই আপনি জেনেছেন বলে পয়েন্ট আসা।


(২) ৩ খলিফা নিশ্চয় প্রাকৃতিকভাবে মৃত্যু চেয়েছিলেন, উনাদের আশা পুরণ হয়নি; উনারা কি আপনার থেকে কম জানতেন?

আবারও আপনি জেনে ফেলেছেন উনারা স্বাভাবিক মৃত্যু চেয়েছেন। আমি জানি না, তবে ইসলাম/কোরআন পড়ে যা বুঝেছি উনারা শহীদ হইতে চাহিতেন।


(৩) আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে চাচ্ছেন!

ঠিক। আমি আমার বুঝ/জ্ঞান অন্যের সাথে আলোচনা করিতে চাহি। আর ইহা কোন দোষের কিছু না।


(৪) ইহাতে বলটে চেয়েছি যে, ইসলাম সম্পর্কে খলীফারা যেসব উদাহরণের অবতারণা করেছেন, আপনার কথাগুলো তাদের কথা চেয়েও গুরুত্বপুর্ণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন

এই কথা আপনার দ্বারা আরেক মিথ্যাচার। তাদের কোন কোন কথার চাইতে আমার কথা গুরুত্বপূর্ণ হইল?

ব্লগে এসব নিয়ে হাউকাউ করা কমিয়ে দেন।

বাকস্বাধীনতা বলে একটা টার্ম আছে। ইহা শ্রদ্ধা করা শিক্ষিত মানুষের পরিচায়ক।

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:




আপনার চিন্তাভাবনা খুবই সীমিত; আমি জানি সক্রেটিস কি চেয়েছিলেন, আমি উনাকে দেখিনি; আমি জানি খলীফা ওমর আততায়ীর হাতে প্রাণ হারাতে চায়নি, উনার সাথে আমার দেখা হয়নি; আমি জানি আপনি ব্লগে কি লিখতে চাচ্ছেন, আমি আপনাকে দেখিনি। আপনার ভাবনাশক্তি সীমিত, তাই আপনি কোন কিছু দেখতে পাচ্ছেন না।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:
আপনার চিন্তাভাবনা খুবই সীমিত; আমি জানি সক্রেটিস কি চেয়েছিলেন, আমি উনাকে দেখিনি; আমি জানি খলীফা ওমর আততায়ীর হাতে প্রাণ হারাতে চায়নি, উনার সাথে আমার দেখা হয়নি; আমি জানি আপনি ব্লগে কি লিখতে চাচ্ছেন, আমি আপনাকে দেখিনি। আপনার ভাবনাশক্তি সীমিত, তাই আপনি কোন কিছু দেখতে পাচ্ছেন না।

আপনি নিজের সীমিত চিন্তাভাবনাকে বুঝতে পারছেন না। সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো। কতটুকু জানতে পেরেছেন?

আপনি নিজেই আবার বলতেছেন যে অহেতুক সব প্রশ্ন করেছেন আমাকে আটকানোর জন্য। বুদ্ধিবৃত্তির চর্চা হিসাবে এইগুলা ঠিক হইতে পারে তবে জ্ঞান অর্জন যদি লক্ষ্য হয় তাহা হইলে এইসব-ই হইতেছে হাউকাউ।


আপনি যেখানে নিজেই আল্লাহকে অবিশ্বাস করেন সেইখানে আমি আর কি বলব। আপনার ভাবনার পরিধি আরো বাড়ান উচিত।

আর আমি মোটামুটি FED, Treasury, BOE, IMF, WB, WHO, CRYPTOCURRENCY, WEB 3.0, METAVERSE ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যা জানি/খবর রাখি আমার মনে হয় তার সিকিভাগও আপনি রাখেন না। তাই বুঝতে পারতেছি খুবই ফাও কথা বলেন আপনি।

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনার অনেক জ্ঞান, তালেবানরা আফগানিস্তান নিয়ে সমস্যায় আছে; ওদের সাহায্য করার চেষ্টা করেন।

২০| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

জ্যাকেল বলেছেন: জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:
আপনার চিন্তাভাবনা খুবই সীমিত; আমি জানি সক্রেটিস কি চেয়েছিলেন, আমি উনাকে দেখিনি; আমি জানি খলীফা ওমর আততায়ীর হাতে প্রাণ হারাতে চায়নি, উনার সাথে আমার দেখা হয়নি; আমি জানি আপনি ব্লগে কি লিখতে চাচ্ছেন, আমি আপনাকে দেখিনি। আপনার ভাবনাশক্তি সীমিত, তাই আপনি কোন কিছু দেখতে পাচ্ছেন না।


অকে,
সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো। কতটুকু জানতে পেরেছেন?

আপনি নিজের সীমিত চিন্তাভাবনাকে বুঝতে পারছেন না। অহেতুক সব প্রশ্ন করেছেন আমাকে আটকানোর জন্য। বুদ্ধিবৃত্তির চর্চা হিসাবে এইগুলা ঠিক হইতে পারে তবে জ্ঞান অর্জন যদি লক্ষ্য হয় তাহা হইলে এইসব-ই হইতেছে হাউকাউ।

আপনি যেখানে নিজেই আল্লাহকে অবিশ্বাস করেন সেইখানে আমি আর কি বলব। আপনার ভাবনার পরিধি আরো বাড়ান উচিত।

আর আমি মোটামুটি FED, Treasury, BOE, IMF, WB, WHO, CRYPTOCURRENCY, WEB 3.0, METAVERSE ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যা জানি/খবর রাখি আমার মনে হয় তার সিকিভাগও আপনি রাখেন না। তাই বুঝতে পারতেছি খুবই ফাও কথা বলেন আপনি।


আগের মন্তব্যে সামান্য সমস্যা হইয়াছে, ডিলিট করে দিলেই ভাল।

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



শুধু আগের মন্তব্যে নয়, আপনার সব মন্তব্যে সব সময় সমস্যা থাকবে।

২১| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

জ্যাকেল বলেছেন: ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫০

লেখক বলেছেন:
আপনার অনেক জ্ঞান, তালেবানরা আফগানিস্তান নিয়ে সমস্যায় আছে; ওদের সাহায্য করার চেষ্টা করেন।


ওদের সাহায্য করতে গেলে আমার কল্লা কাটা যাবে। আপনি কি ইহা চান?

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথা আছে?

২২| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

জ্যাকেল বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬০
লেখক বলেছেন:
শুধু আগের মন্তব্যে নয়, আপনার সব মন্তব্যে সব সময় সমস্যা থাকবে।


মাত্র একটি মন্তব্যে ভুল হয়েছে আর তাতেই আপনি ইহাকে সব সময় বলে মিথ্যাচার করলেন? খারাপ।

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩০

লেখক বলেছেন:
আপনার মাথা আছে?


হাঃহাঃহাঃ আপনার হিউমরই আপনাকে এই ব্লগে টিকাই রাখিতেছে।

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




আপনি যা লিখছেন, যা বলার চেষ্টা করছেন, এগুলো অপ্রয়োজনীয় বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.