নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা কেন বিশ্ব-মোড়ল?

১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২১



আপনারা খবরে নিশ্চয় দেখছেন যে, পুতিন ইউক্রেন দখলে জন্য সীমান্তে সৈন্য নিয়োগ করেছে! সারা বিশ্ব দেখছে, কিন্তু কেহ পুতিনকে টেলিফোন করে বারণ করছে না কেন? বাংলাদেশ থেকে ব্লগার রাজিব নুর যদি টেলিফোন করেন, পুতিন হয়তো ভয়ে ধরবে না; কিন্তু আমাদের ফরেন মিনিষ্টার বা ফরেন সেক্রেটারী ফোন করে পুতিনকে একটা ঝাড়া দিলে কেমন হয়? কিংবা শেখ হাসিনা পুতিনকে এসব করতে মানা করলে কেমন হয়? ইরানের হোমেনি, তুরস্কের এরদেগান, ভারতের মোদী, কিংবা চীনের শিজিন পিং চুপ করে আছে কেন, মোড়লগিরি করছে না কেন? বিশ্ব থেকে শিষ্ঠাচার কি পালিয়ে গেছে? আজকেই ব্লগার কামারুজ্জমান সাহেব শিষ্ঠাচার নিয়ে পোষ্ট দিয়েছেন; পুতিন মুতিন, পিং মিং, কেহই উহা পড়েনি, আমি পড়েছি; এবং সেইজন্যই এই পোষ্টটা লিখতে পারছি।

বাইডেন টেলিফোন করেছিলো; টেলিফোনে নাকি মোটামুটি ভালো আলোচনা হয়েছে, কিছুটা সফলতা দেখেছে আমেরিকা, ২পক্ষের কথায় আগুন ঝরেনি, শীঘ্রই আরেকবার কথা হবে। কিন্তু টেলিফোনের ২ ঘন্টা পরে, সিএনএন'এ আমেরিকান ফরেন সেক্রেটারী দুনিয়ার দোষ দিচ্ছে পুতিনের উপর ও হাজার ধরণের নিষেধাজ্ঞার কথা বলছে! পুতিন নিষেধাজ্ঞাকে ভয় পাবার মতো লোক? পুতিনের থেকে গ্যাস না পেলে, বৃটেনের রাণী দুপুরের ভাত রান্না করবেন কি দিয়ে, বাংলাদেশের আমের কাঠ দিয়ে? বাংলাদেশে কি এখন আমের কাঠ পাওয়া যায়? বিএনপি'র গয়েশ্বর বাবু মারা গেলে, হয়তো আমের কাঠের বদলে মান্দার কাঁটার কাঠ দিয়ে পোড়াতে হবে!

সামুর লোকজনের অবশ্য ভয় পাবার কিছু নেই, পুতিন দেশটিকে পুরোপুরিভাবে দখল করে রাখবে না, দখল করে সরকার বদলিয়ে দেবে। পুতিন মিয়া ক্ষেপছে কেন? ইউক্রেন চাচ্ছে, ন্যাটোর সদস্য হতে; ইউক্রেনের লোকদের ধারণা, ন্যাটোর সদস্য হতে পারলে, তাদের আর কাজকর্ম করতে হবে না, আমেরিকান ও ইউরোপের টাকায় তাদের জীবন চলে যাবে। ইহাতে পুতিনের সমস্যা কি? পুতিন হলো পুরানা কেজিবি'র লোক, ওরা ন্যাটো শব্দটা শুনতে চাহে না; পুতিন চাচ্ছে, ইউক্রেনের চাষীরা চাষ করুক, মেয়েরা রান্না করুক ও স্বামীর সেবা করুক, ইউরোপে গিয়ে বেশ্যা হওয়ার দরকার নেই; ইহা তো খারাপ কিছু না।

যাক, আমি বলতে চাচ্ছি, আমেরিকা কেন মোড়ল হয়ে যায়, রাজিব নুর কিংবা শেখ হাসিনা কেন মোড়ল হতে পারে না; ইহা পরিস্কার করতে পেরেছি তো?



মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের রূপপুর একটি মিনি রাশিয়া!

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আনবিক বিস্ফোরণের পর, উহা চোরণাবিলে পরিণত হবে; ডাকাতেরা ওভারবিল করার জন্য ঐ বাজে জিনিষ কিনেছে

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

বঙ্গদুলাল বলেছেন: চীন ন্যাটোর সদস্য নয়,এটিও একটি কারণ হতে পারে।এশীয়,প্রশান্ত মহাসাগরীয় এলাকায় হলে চীন কিছু একটা রিয়েকশান করতো,হয়তো।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



চীনারা আমেরিকাকে দখল করবে একদিন, তারপর থেকে বাকীদের খেয়ে ফেলবে।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুতিন চাচ্ছে, ইউক্রেনের চাষীরা চাষ করুক, মেয়েরা রান্না করুক
ও স্বামীর সেবা করুক; ইহা তো খারাপ কিছু না।

...........................................................................................
মোড়লরা দেশ জনগন বা বিশ্বের কার ভালো করেছে ?
আমেরিকার মােড়লপনা আগের মতো নেই ।
রাশা যা করছে তা তার প্রতিবেশী বিধায় নিজ নিরাপত্তার কারনে করছে,
লিখে রাখুন আগামী ৫ বৎসর পর বিশ্বে মোড়লপনা চীন করবে ।
অথচ চীন নিজ দেশে উইঘুর মুসলমিদের পিষে মারছে তার প্রতিকার করতে
কারতে কার কি ভুমিকা আছে ???

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমি লিখে রাখছি, আগামী ৫০০ বছরেও বিশ্বের একজন লোকও কোন চীনাকে সালাম করবে না।

আপনার সামনে দিয়ে ১ জন আমেরিকান হেঁটে গেলে ও ১ জন চীনা হেঁটে গেলে, আপনি কাকে সালাম দেবেন?

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



চীনারা বিশ্বের খারাপ দেশের প্রশাসনদের চুরি বিদ্যা শেখায় , সেজন্য আপনার কাছে ওরা বড়

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তবতা কি ?
যে আমেরিকা বলেছে চীন তাদের বানিজ্য নিতে পারবে না !
চীনকে নানা ফাঁদে ফেলা হচ্ছে, যে ভারত আমেরিকা ভক্ত, চীনের পণ্য নেবেনা !!!
.................................................................................................................
সবাই চীনের পণ্য আর পলিসির কাছে মার খাচ্ছে, আবার জনগন চীনের পণ্য লুফে নিচ্ছে ।
কলকাতার বাজারে চীনের পণ্য ছাড়া কিছুই মিলেনা
তাহলে বাজিমাৎ কে করছে ???
ধর্মীয় বা নৈতিকতার প্রশ্নে অনেকেই চীনকে ভােট দেবে না তবে তার পণ্য তো বর্জন করছে না ?

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



পণ্য বিক্রয় করে তারা সওদাগর হবে, বিশ্বের মোড়ল হবে না; সবাই জানে যে, ওরা অসৎ, জীবনযাত্রার মান নীচু ও মানবতা বলতে কিছু নেই।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৯

বঙ্গদুলাল বলেছেন: ইতিহাসের অটোমান শাসন কেমন ছিল?(ঐ যুগের হিসেবে)
কোনো ভালো ও খারাপ দিক?

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



রাজতন্ত্র হিসেবে সেই সময়ের জন্য খারপ ছিলো না; তবে, ওরা দুষ্ট লোক ছিলো, তুর্কি নাগরিকেরা অন্যদের হত্যা করে সব দখল করতো, রাহাজনি চালায়েছে! অটোম্যানদের কারণে, এখন ইউরোপে তুর্কিদের জীবন ভয়ংকর খারাপ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

বঙ্গদুলাল বলেছেন: আমাদের উপমহাদেশে ভালো ও খারাপ সম্রাটের তালিকা করা যাবে? কাদের নাম অগ্রাধিকার পাবে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের রাজাদের ইতিহাস যারা লিখেছেন, তারা অর্থনীতি বুঝতেন না, তারা রাজা ও সম্রটদের কথা লিখেছেন; মানুষ বা প্রজা যারা ছিলো তাদের কথা লেখেননি; আজও মানুষের নাম নেই: স্বাধীনতা এনেছেন শেখ সাহবে, দেশের ভালো করছে শেখ হাসিনা, এসব হচ্ছে আলোচনার বিষয়; মানুষের ভুমিকা লেখার মতো লোকজন নেই।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

বঙ্গদুলাল বলেছেন: পৃথিবীকে সোজা উত্তর দক্ষিণে ভাগ করলে আমি দেখতে পাই উত্তরাংশের দেশগুলোতে তুলনামূলক জনসংখ্যা কম এবং ধনী,শিক্ষিত, ন্যাচারালি সাদা(সূর্যের প্রভাব?) এবং দক্ষিণাংশের দেশগুলোতে (আফ্রিকা, লাতিন আমেরিকা) জনসংখ্যা তুলনামূলক বেশি, গরীব, কম শিক্ষিত,কালো (ব্যতিক্রম নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া )।নৃতাত্ত্বিক, রাজনৈতিক,ধর্মীয় অথবা অন্য কোনো কারণ আছে?

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকা, আরব ও দ: আমেরিকার মুল সমস্যা ছিলো গোত্র; এক গোত্র অন্য গোত্রের বালাই চাই তো না।

সাদারা প্রতিকুল অবস্হায় ছিলো, পরস্পরকে সাহায্য করতো; ওরা ধর্ম থেকে মানুষের ভাবনাকে মুল্য দিতো, আজও দেয়।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫০

ডঃ এম এ আলী বলেছেন:


খুবই সহজ হিসাব,আমিরিকা যুক্তরাষ্ট্র
বিশ্ব-মোড়ল হওয়ার মত যোগ্যতা অর্জন
করেছে, তাই বিশ্ব মোড়লের ভুমিকায়।
এখন পর্যন্ত তার বিশ্ব মোড়লগিরি
হারানোর তেমন জোড়ালো কোন
সম্ভাবনা দেখা যাচ্ছেনা । অনেকেই
চীনের কথা বলেন , তবে অনেকেই
হয়তবা এটা অনুধাবন করেননা যে
চীন ও আমিরিকান করপোরেট জগত
মুদ্রার এপিঠ ওপিঠ , করপোরেট
জগতের স্বার্থ বজায় রাখতে সকলেই
একজোট ।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



চীনের মানুষ ব্যক্তিত্ব কম। চীনারা ও বাংগালীরা ব্যক্তিত্বের গুরুত্ব বুঝে না। ক্যাপিটেলিজমের দিক থেকে আমেরিকা বুনিয়াদী, চীনারা নতুন, ওরা সবেমাত্র শুরু করেছে, ইহার জন্য এরা মরিয়া।


আপনার ব্যথার খবর কি, কিছু লিখছেন না?

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আজ গ্রামের বাড়ি গিয়েছিলাম আব্বার মৃত্যুর এক বছর হবে আগামীকাল। আজ গ্রামে মিলাদ মাহফিল হয়েছে। আগামীকাল ঢাকায় এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হবে।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:



ভালো করেছেন; আপনাদের গ্রামটা কি উন্নত? আপনি ওখানে কিছু ব্যবসা করতে পারবেন বলে আমার ধারণা। ওখনে সপ্থে ২/৩ দিন থাকুন; কিছু একটা করা যায় কিনা দেখেন।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অর্থনৈতিক ও সামরিক শক্তিতে সর্বশ্রেষ্ঠ বলে।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



চীন এখন ১ নং অর্থনীতি।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ বিশ্ব দিবস(১০ ই ডিসেন্ভর ) হলো,
সেখানে ও বিশ্ব মোড়লদের হাতে মানবতা
বিপন্ন বলে মতামত আসল ।

........................................................................
বিশ্ব মোড়লরা তাদের আধিপত্য বিস্তার করে নিজ স্বার্থর
জন্য, তাই তাদের কখনো সৎ বলা যায় না ।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


এখন একা ইরান পুরো মিডলইষ্টে সবাইকে অস্ত্র দিচ্ছে; চীন উত্তর কোরিয়াকে সামরিক অস্ত্রের ডিজাইন দিচ্ছে, দ: কোরিয়া ও জাপান কাঁপছে; পুটিন ইউক্রেন, মলদোবা চাপে রাখছে, আসদকে সাহায্য করছে।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: আমেরিকার মাথায় গ্রে ম্যাটার বেশি তাই ।

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



ইয়েমেন কিংবা বাংলাদেশ তো রাশিয়াকে থামাতে পারবে না।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

নগরবালক বলেছেন: উক্রেনের মেয়েরা বাংলাদেশের মেয়েদের চেয়ে ভালো, মন অনেক নরম। বাংলাদেশের মেয়েদের ছিনিমিনি বেশী।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতির পারিবারিক স্ংস্কৃতি হলো, অভাব ও দু:খ কষ্টের সংস্কৃতি; আমাদের সমাজে মেয়েদের মুল্য নেই বললেই চলে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন: ইয়েমেন কিংবা বাংলাদেশ এদের মাথায় গ্রে ম্যটার কম ।


নগরবালক @ কখনো ইউক্রেনের ছেলেদের জিজ্ঞাসা করেছেন তাদের দেশের মেয়েদের মন কেমন ?

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা বিশ্ব-মোড়ল থাকাতে বিশ্ব সায়েন্স ও টেকনোলোজী শিখতে পারছে; অন্যরা হলে কিছুই শিখতে দিতো না।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

পুলক ঢালী বলেছেন: গাজী ভাই কেমন আছেন ?
আপনার এই মোড়লীপানা বিষয়ক পোষ্টে উদাহরনগুলি দেখে অনেকক্ষণ হাসলাম। সবার মন্তব্য আপনার উত্তরগুলি দেখে ভাবলাম আমিও একটু জ্ঞানীর ভেক ধরিনা কেন!!!!? :D

মোড়লীপানা শুধুু টাকা থাাকলেই অর্জন করা যাবেনা সেই অর্থকে ব্যয় করে সামরিক শক্তি অর্জন করতে হবে। পরিবেশ সামিটের
নেটে দেখেছিলাম যে আমেরিকা যদি তার সামরিক ব্যয় ১৫% কমিয়ে সেই টাকা পরিবেশ রক্ষার কাজে ব্যয় করে তাহলে খুব বেশী সময় লাগবেনা পরিবেশ বাঁচাতে। সেখানে একটা তুলনা দেওয়া ছিল আমেরিকা যদি তার প্রতিরক্ষা বাজেট ৫০% হ্রাস করে তাহলেও তা বাৎসরিক রাশিয়া এবং চীনের মোট প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশী। :D
২০২০ সালে চীনের বাজেট হচ্ছে ২৪৫ বিলিয়ন, রাশিয়া ৬৭ বিলিয়ন, মোট ৩১২ বিলিয়ন, এবং আমেরিকার বাজেট হচ্ছে ৭৬৭ বিলিয়ন, ৫০% = ৩৮৩.৫ বিলিয়ন। ;) এবার বলুন কে মোড়লগিরি করবে ??

সামু লিঙ্ক নিচ্ছেনা defence budget of USA, China and Russia at the year of 2021 এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।

সামু মনে হয় অসুস্থ তাই view this link আসছেনা। :)

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



পরিবেশের জন্য যত টাকা দেয়া হবে, শেষমেষ টাকা আমেরিকাকেই দিতে হবে; চীন, ভারত ও রাশিয়া জলবায়ুর বেশী ক্ষতি করছে আজকে; তারা ১ পয়সা দিবে? ভারত কি টাকা দিবে, নাকি চাইবে?

১৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩০

পুলক ঢালী বলেছেন: বিলিয়ন ডলার :D

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



বুঝেছি।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো করেছেন; আপনাদের গ্রামটা কি উন্নত? আপনি ওখানে কিছু ব্যবসা করতে পারবেন বলে আমার ধারণা। ওখনে সপ্থে ২/৩ দিন থাকুন; কিছু একটা করা যায় কিনা দেখেন।

আমাদের গ্রাম খুব উন্নত। এলাকার চেয়ারম্যান অটিস্টিক শিশুদের জন্য একটা স্কুল পর্যন্ত খুলেছে।
গ্রামে ব্যবসা করতে পারবো না। আমার চাচা ফুপুরা দুষ্টলোক। তবে চাচারা যদি আব্বার জায়গা আমাদের বুঝিয়ে দেয়, তাহলে বড় ভাই সেখানে একটা তিনতলা বাড়ি করতে চায়।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনাদের গ্রাম, আশপাশের গ্রামের লোকদের অনেক কিছুর দরকার হয়, দেখেন সেগুলোর ব্যবস্হা করতে পারেন কিনা; সেটাই একটা ব্যবসা।

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৮

রংবাজপোলা বলেছেন: আইজার দিনে মোড়ল হইতে পাত্তি লাগে স্যার। এহন চিনের পাত্তি বাড়ছে। দেহা যাক হে কি করে। তয় হেইখানে চিনের বেশী মজা নাই। দুই রাজায় ঠুকাঠুকি আর মাঝখানে ইউক্রেন পইরা গেল।

তয় রাজিব স্যার রে আপার কাতারে বসাইয়্যা দিলেন। স্যারের তো সিনা ফুইল্যা ফাইট্যা যাইবো।

লেহাটা জব্বর হইছে। কদমবুছি লইয়েন।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার সাথে রাস্তায় যদি ১ জন আমেরিকান ও ১ জন চীনার সাথে দেখা হয়, কে আপনাকে সালাম দেয়ার সম্ভাবনা?

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪০

রংবাজপোলা বলেছেন: << আপনার সাথে রাস্তায় যদি ১ জন আমেরিকান ও ১ জন চীনার সাথে দেখা হয়, কে আপনাকে সালাম দেয়ার সম্ভাবনা?

এম্মেরিকায় আমি থাইক্কা আইছি। তেনারা হামগো জানুক কি না জানুক হাই বলতে ওস্তাদ। চিনের বেইজিং ও গেছি। তারা কথাই কয়না, সক্কলে দৌড়ের উপর আছে।

আমার সাথে একই রাস্তায় দুইজনের দেহা হয়নাই। তাই কইতে পারি না। মাগার মনে হয় হামেরিকানই আমারে সালাম (হাই) দিবে।

আপনে তো ওস্তাদ মানুষ। আপনের অভিজ্ঞতা কি?

কদমবুছি লইয়েন।

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



১ জন চীনা ও ১ জন আমেরিকানের সাথে যদি পরিচয় হয়, আমেরিকানটাকে আপনি পছন্দ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.