নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

১ দিনে ১০ লাখ মানুষ ওমিক্রমে আক্রান্ত হবে?

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২



হ্যাপী নিউইয়ার!

আমি এখন ফাইন্যান্সিয়াল খবর দেখছি, আমেরিকান একটা চ্যানেলে; সেখানে ফাইন্যন্সের এক লোক বলছেন, জানুয়ারী মাসের ৯ তারিখের আশেপাশের দিনগুলোতে আমেরিকায় নাকি ১ দিনে ১০ লাখ মানুষের ওমিক্রন ধরা পড়বে! গতকাল ১ দিনে ৬ লাখের কাছাকাছি আক্রান্ত হয়েছে, নিউইয়র্ক শহরে ৭১ হাজার! এসব আমার মাথায় ধরছে না; আজকে টেষ্ট করালে, আমিও কি ওমিক্রন পজেটিভ হবো?

গত কয়েক'সপ্তাহ আমাকে এক ঘনিষ্ট পরিচিতের ব্যবসার লেনদেনটা দেখতে হচ্ছে; এটা দেখতো একজন আমেরিকান মেয়ে; তার ক্যান্সার হয়েছিলো, সার্জারী হয়েছে, এখন রিকোভারী হচ্ছে; সে সপ্তাহে ২/৩ দিন আসে, সে যেইদিন আসে না, আমাকে যেতে হয়, অফিসে ও ব্যাংকে যেতে হয়। সব যায়গায় প্রচুর মানুষ; উনার অফিসে বেশ পরিমাণ তরুণ ছেলেমেয়ে কাজ করে, এরা মাস্ক মুস্কের ধার ধারে না।

গতকাল নিউইয়ার উপলক্ষে দুপুরের খাওয়াদাওয়া হলো, মালিক আমাকে খাওয়াদাওয়ার পর চলে যেতে বললেন; আমি বলতে যাচ্ছিলাম, আমার আর কি আসার দরকার আছে, ঠিক সেই মহুর্তে তিনি আমাকে সোমবারে একটা কাজের অগ্রগতি দেখে কনট্রাক্টরকে একটা পেমেন্ট করতে বললেন; আমার কিছু বলা হলো না। ঘরে ফিরার জন্য দরজা দিয়ে বের হওয়ার সময়, তিনি আমাকে একটা এবভেলাপ হাতে দিয়ে বললেন যে, একটা মহিলাকে এই এনভেলাপটা বাসায় গিয়ে পৌঁছায়ে দিতে হবে; মহিলার স্বামী উনার কর্মচারী ছিলো, কিছুদিন আগে করোনায় মৃত্যু হয়েছে। এনভেলাপে ক্যাশ ডলার ছিলো, সেজন্য আমাকে যেতে হবে; উনি কোথায় এক বিজনেস মিটিং'এ যাচ্ছেন। মহিলার বাসায় গেলাম, মহিলা আমাকে ভেতরে যেতে অনুরোধ করলেন। ছেলেমেয়ে ৩ জন, আমাকে চা খেতে হলো; না'করার উপায় ছিলো না।

আমেরিকায় শতকরা ৭২ জনের মতো টিকা নিয়েছে; এরপরও দৈনিক যদি ৪ লাখের বেশী সংক্রমণ হয়, কিভাবে এখানে মানুষ কাজকর্ম করবে? ৪ লাখ তো ৪ লাখ, এখন বলছে ৮/৯ দিন পর, ১ দিনেই ১০ লাখের সংক্রমণ হবে! আমার মাথা কাজ করছে না, আমেরিকায় সংক্রণের বাহিরে কেহ থাকবে কিনা! বড় শয়তানকে শক্তহাতে ধরছে বড়মিয়া?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৯

তানভির জুমার বলেছেন: বড় শয়তান কে এইটা বুঝলাম। বড় মিয়া কে এইটা বুঝবার পারলাম না।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনার আশেপাশে করোনা নাই, মনে হয়; করোনা বাড়লে বড়মিয়াকে চিনতে পারবেন, তিনি হলেন আমাদের পুরানো আল্লাহ'তায়ালা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১

সাজিদ! বলেছেন: ওইখানে দুই ডোজ আর বুস্টার দিয়েও আক্রান্ত হচ্ছে, এইটা খুবই অবাক করার।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:




টিকা ওমিক্রোনের বেলায় কাজ করছে না।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

একলব্য২১ বলেছেন: আপনি বুস্টার ডোজ দিয়েছেন। আর সেটা কি মিশ্র ডোজ ছিল।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


বুষ্টার নিয়েছি, আমি সবগুলো মডের্না নিয়েছি।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৮

সিগনেচার নসিব বলেছেন: টিকা নেওয়ার পরেও এমন পরিস্থিতি সত্যি ই হতাশাজনক ।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



হ্যাপী নিউইয়ার।

ভয়ংকর অবস্হা।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার কোনো মিঞা বাদ যাবে না। সাবধানে থাকবেন।

আমি এখন কাজে যাব, কেউ কাশি দিলে অথবা নিজে কাশি দিল চমকে উঠতে হয়।

সোমবারে আসল খবর প্রকাশ হবে।

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



আমি ২ বছর পালিয়ে ছিলাম; এখন দেখছি সমস্যা; বন্ধু মানুষ সমস্যায় আছেন, তাঁকে না বলতে হবে কিভাবে, সেটা ভাবছি।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৮

সেডরিক বলেছেন: করোনায় ট্রাম্প তো গুরুত্ব দেয় নাই, হেলা ফেলা করেছে। ফলে পতন হইলো।
তো ওমিক্রন ঠেকাতে বাইডেন কি করছে? লকডাউন দিবে?

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



বাইডেনের াজেটে ভুল আছে, মানুষ কাজ না করে টাকা আয় করছে; ট্রাম্প আবার আসার পথ রচনা হচ্ছে।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:১০

সোবুজ বলেছেন: গতকাল মলে ছিলাম অনেকক্ষন।জুতা কিনব বলে।জুতা কেনা হল না,মাঝ খান থেকে করনা কিনে নিয়ে আসছি মনে হয়।নব বর্ষের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



কোন শহরের মলে?

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার তাজা খবর হলো, গাড়িতে গিয়ে দেখি বেটারি ডেড! এ এ ডাকলাম ওরা এসে ঠিক করেছিল। কাজে যাওয়ার পর তো বুকের ভিতর ধক ধক, কিছু মানুষ অন্যের নিরাপত্তার চিন্তা করে না। কয় ঘন্টা কাজ করে চলে এসেছি।

বছর শুভ হোক।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আমি গতকাল দরকারে গাড়ী চালিয়েছি, অনেকেই ড্রাংক অবস্হায় গাড়ি চালাচ্ছিলো।

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি উভার করি, কিছু মানুষ সত্যি এখনো অসভ্য!

সাবধানে থাকবেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, খুবই দরকার না'হলে আমি গাড়ী চালাই না; নিউইয়র্ক হলো ট্রেনের শহর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.