নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরে একটা শপথ নিন।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৯



হ্যাপী নিউইয়ার।

(১) আমাদের শিক্ষার নীচু মানকে ক্যাপিটেল করে, ভারতীয়রা যাতে আমাদের দেশ থেকে বছরে ৩/৪ বিলিয়ন ডলার না নিতে পারে, সেজন্য আমাদের তরুণদের দরকারী সব কাজ করার মতো দক্ষ করে তুলবো।
(২) আমাদের ইন্জিনিয়ারেরা বেকার বসে থাকে, এডমিনিষ্ট্রেশানে কাজ করে; আমাদের ৬ বিলিয়ন ডলারের সেতু করে চীনারা, আমাদের ৩ বিলিয়ন ডলারের মেট্রোরেল করে ইতালী, থাইল্যান্ড, ইত্যাদি; ইহা যেন আর না ঘটে। আমাদের সব ইনফ্রাষ্ট্রাকচার করছে চীনারা; ইহার অবসান হওয়ার দরকার, আমরা নিজেরা করবো এসব কাজ।
(৩) আমাদের তিস্তা পানির প্রজেক্ট আমরা করবো।
(৪) আমাদের রাস্তাঘাট করার ১ বছরের মাঝে যেন ভেংগে না পড়ে; আমরা চাই আমাদের ইন্জিনিয়ারেরা যেন জাতির জন্য কাজ করে।
(৫) আমাদের খাদ্যে যেন কেহ বিষাক্ত কেমিকতাল ও ভেজাল না মিশাতে পারে।
(৬) আমাদের দেশের মানুষকে চিকিৎসার জন্য যেন ভারত কিংবা সিংগাপুরে যেতে নয় হয়।
(৭)আমাদের মানুষকে যেন স্ত্রী ও পরিবার দেশে রেখে আরব ও মালয়েশিয়ায় যেতে না হয়।
(৮) আমাদের মানুষকে যেন নৌকায় ভুমধ্য সাগর পাড়ি দিতে না হয়।
(৯) আমাদের মানুষকে যেন পায়ে হেঁটে দ: আফ্রিকায় যেতে না হয়।
(১০) আমাদের ছাত্রদের যেন প্রশ্নফাঁস করতে না হয়।
(১১) ছেলেমেয়ের প্রাইভেট ইউনিভার্সিটির খরচ যোগাতে আমাদের সরকারী কর্মচারীদের যেন ঘুষ খেতে না হয়।
(১২) আাদের ছেলেমেয়েরা যেন পড়ালেখা করে।
(১৩) আমাদের মেয়েরা যেন আমাদের চাকরাণী ও ঝি না হয়; ওরা যেন শিক্ষক, ডাক্তার, ও ভালো মা হয়।

নববর্ষকে সামনে রেখে, আগামী বছর আপনি কিসের উপর কনচেনট্রাইট করতে চান, সেটার ছোট একটা লিষ্ট করতে পারেন; এবং সেটাকে কার্যকরী করার জন্য শপথ নিতে পারেন। ইহার জন্য প্রধান বিচারপতির সামনে শপথনামা হাতে দাঁড়াতে হবে না, আপনি ঘরোয়া পরিবেশে মনে মনে উহাকে কার্যকরী করার জন্য মনস্হির করলেই চলবে।

আমেরিকানরা নববর্ষের দিন একটা শপথ নেয়, ইহাকে ওরা ইংরেজীতে বলে, New Year's Resolution; শপথ কথাটা ইহার ঠিক সরাসরি অনুবাদ নয়, কিন্তু আমি যা বুঝাতে চেয়েছি, আপনি তা নিশ্চয় বুঝতে পারছেন!




মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ছোট্ট, শ্বেত প্রত্যাশায় নতুন বছর I

দুঃখ , গ্লানি ও সমস্ত জটিলতা ভেসে যাক, উঠে যাক । নতুন বছর হোক সুখ ও সুস্থতার। বন্ধ হোক সম্পদ ও মানব পাচার। শিক্ষা পণ্য না হয়ে, হয়ে উঠুক সম্পদহীনদের আসল সম্পদ । বাংলাদেশ হয়ে উঠুক সমস্ত নাগরিকের অকৃত্রিম ভালোবাসার কেন্দ্রবিন্দু। এই প্রত্যাশায় নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা ।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের বর্তমান অবস্হা থেকে বের হতে হলে বিপ্লবী পদক্ষেপের দরকার।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সকলের প্রত্যাশা এমন হওয়া উচিত।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত বাংগালীদের স্বপ্ন থাকতে হবে, তাঁদেরকে জাতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আমরা যেন মরার আগেই মরে না যাই।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:




ইউরোপ, জাপান ও কোরিয়ার সাথে তুলনা করলে আমরা মৃত। আামাদের সরকার ও প্রশাসনে জীবিত মানুষ নেই।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

গেঁয়ো ভূত বলেছেন: কিছুই বদলাতে হবে না I
আমাদের শিক্ষা টা যদি বদলে ফেলতে পারি তবে বাকি সব এমনিতেই বদলে যাবে l
এখানেই বড় পরিবর্তন আনতে হবে l
আপনার প্রত্যাশাকে স্যালুট জানাই l
শুভকামনা l

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



শিক্ষাকে এমন যায়গায় নিয়ে গেছে, ব্যাচেলর পাশ করে, কোরিয়ার ১০ম শ্রেণীর বাচ্ছার সমানও জ্ঞান অর্জন করতে পারছে না; কি করা দরকার?

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হ্যাপি নিউ ইয়ার।

বছরের শুরুতে সুন্দর একটি 'টু ডু' লিস্ট।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশ সমস্যায় আছে, এই সমস্যা থেকে বের হতে হলে শক্ত ও দক্ষ বাংগালী হতে হবে।

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৯

নগরবালক বলেছেন: বাংলাদেশের মানুষ মনে মগজে চোর আপনার উপরোক্ত একটা প্রতিজ্ঞাও কেউ করবেনা ।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি করুন।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

হ্যাপী নিউ ইয়ার।
ব্লগারদের নিয়ন্ত্রণে ১৩ টার মধ্যে কয়টা?

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের নিয়ন্ত্রনে এই ১৩টি ও আরো ১৩০টি আছে; যারা ব্লগে আসেছেন, তারা দেশকে বুঝে সুযোগ পাচ্ছেন।

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই শপৎ করলে অন্তত ছোটদের জীবন উপভোগ্য হবে, পরিবেশ হবে আনন্দাদয়ক।

শেষ নিশ্বাস পর্যন্ত আশা থাকে।
সকলের মঙ্গল হোক।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি এগুলো দিয়েছি, এগুলোর আলোকে দেশের অবস্হা বুঝার জন্য

৯| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৬

কালো যাদুকর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
১ ,২ আমরাই শুরু করতে পারি।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



ভারতীয়রা আমাদের থেকে নীচু মনের লোকজন; কিন্তু ওরা আমাদের চেয়ে দক্ষ, আাদের টাকা নিয়ে যাচ্ছে; চীনারা আধামানব, ওরা আমাদের বড় টাকা নিয়ে যাচ্ছে, আর ব্লগে বুয়েটের ইন্জিনিয়ার আমাকে ধর্মের তালিম দিচ্ছে!

১০| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সচিব, আমলা, সরকারী কর্মচারী রেখে, এই রাজনৈতিক দল দিয়ে কোন পরিবর্তন সাধিত হবে না...

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:




এই সচিব, আমলা, সরকারী কর্মচারীরা হাউকাউ, পাকীরা ছিলো ভয়ংকর; আমরা পাকীদের পরাজিত করেছিলাম।

১১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সাসুম বলেছেন: বাংলাদেশের মানুষের মগজে মননে জিনে ডি এন এ তে চোর, বাটপার, ধর্মান্ধতা আর গোড়ামি।

সকালে এই শপথ করে বিকালে আরেক জনের পকেট কাটবে।

এই দেশ আরোগ্যের বাইরে। এখন শুধু সিরিয়া, লিবিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে আর প্রাণের আগফানিস্তান হবার অপেক্ষা। চোর মাফিয়া শুয়োরের দল ছিড়েখুঁড়ে খাচ্ছে।

আগামি বছর দেশের নাম পাল্টে বাংগুস্তান রাখা হবে এই অপেক্ষায় আপাতত।
দেশ নিয়ে কোন আশা নেই। কারন ছাগলের খামার থেকে বাঘ বের হবেনা। চাষ করা হইছে বলদের, আউটপুট হিসাবে বলদ ই বের হবে।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:




সিংগাপুর, মালয়েশিয়া ও কোরিয়াও এই সমস্যায় ভুগেছিলো।

১২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফলাফল জানেন।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



ফলাফল নির্ভর করছে আামার ও আপনার কর্মের মাঝে।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রত্যাশা। শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:




আপনি প্রশাসনে আছেন, আপনি প্রশাসনের কাজ নিয়ে কেমন সন্তুষ্ট?

১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকজন শপথ নেওয়ার মতো অবস্থায় নাই। নিউ ইয়ার উপলক্ষে মদ খেয়ে সবাই টাল। নিউ ইয়ারে বাঙ্গালীরা মদ খাওয়াকে আধুনিকতা মনে করে।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



আছে, লোকজন ১৯৭১ সালের মতো বেরিয়ে আসবে।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার শপথের সবগুলো পয়েন্টের বাস্তবায়নের দাওয়াই একটিই - "দুর্নীতিমুক্ত সৎ প্রশাসন এবং সুস্থ মানসিকতা ও নীতিবোধসম্পন্ন জাতি"।

উপরের বিষয়টি ভয়াবহভাবে অনুপস্থিত গোটা জাতির মধ্যেই - এবং এটিই সকল সমস্যার মূল কারণ।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের শিক্ষিতরা এগুলো দেখতে ও অনুধাবন করতে পারছেন?

১৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তা ঠিক, যেমন কর্ম তেমন ফল!

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি লন্ডন থেকে দেশকে কিভাবে দেখছেন?

১৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

নাহল তরকারি বলেছেন: আপনার ইচ্ছা কি পূরণ হবে। আপনি শুধু সপ্নই দেখবেন। আসুন একসাথে হাই স্কুলে যাই।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:




আমি সঠিক মতো হাইস্কুল শেষ করেছি; এখন অনেকে ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়ে শেষ করছে।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

ইমরোজ৭৫ বলেছেন: দেশে ইংরেজ শাসন থাকলে হয়তো আপনার ইচ্ছা পূরন হতো!

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



ইংরেজরা কোন দেশে বাস করে?

১৯| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৯ নং এর রেশ ধরে বলছি- শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক সারা দেশে ওয়াজ করে বেড়ান। কয়েকদিন পরে আমাদের এলাকায় আসবেন।
এটা জাতির অধপতনের এক উতকৃষ্ট উদাহরণ।

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:



বুয়েট হচ্ছে তাবলীগের শক্তিশালী কেন্দ্র।

২০| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য অপেক্ষমাণ মৃত্যু। (সম্পদ আমার জন্য কাল হয়েছে)

০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



প্লীজ, জীবন নিয়ে কথা বলুন; সব মানুষ জীবনে বিশ্বাসী, মৃত্যু নিয়ে কারো ইন্টারেষ্ট নেই।

২১| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি।

ধর্ম শব্দ দেশে বিকৃত হয়েছে। বকধার্মিক এবং বিধর্মীর ভিড়ে দেশের ধার্মিকরা বিভ্রান্ত। ধর্ম সম্বন্ধে বেশির ভাগ অন্ধ। দিনমান ধর্ম জপে ধার্মিক হওয়া যায়।
ধর্ম শব্দের অর্থ সকলে জানে না।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



আপনি ২৫ বছর সাহিত্য সাধনা করেছেন মানুষের জীবন ভাবনা নিয়ে, নাকি ধর্মভাবনাকে তুলে ধরার জন্য? লন্ডন থেকে অনেক ইমিগ্রেন্ট লেখক বিশ্বের সেরা সাহিত্যকে পরিণত হয়েছেন; তাঁরা কি মানুষের জীবনকে তুলে ধরেছেন, নাকি ধর্মই তাঁদের সাহিত্যের মুল বিষয়? আপনি কোনটাকে প্রাধান্য দিয়েছেন, সেটা আপনি জানেন।

২২| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ধর্মে বিশ্বাসী। ধর্ম আমার শেষ রক্ষা করেছে। আমি যা দেখেছি তাতে অবশেষে ধর্মই সর্বহারাকে বুকে টেনেছে।

আমার লেখায় ধর্ম হলো একমাত্র আশ্রয়স্থল।

চোরিচোট্টামি কেউ পছন্দ করে না। সবাই সুখ শান্তি চায়। সবাই সভ্য হতে চায়, কিন্তু বাস্তবে কয়জন প্রকৃতপক্ষে সভ্য?

যাক, আপনাকে ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি আপনার নীতিতে ঠিক আছেন, ধর্মই আপনার আসল ভাবনা, সাহিত্যের স্হান ধর্মের পরে; আপনি শুধু এই মননের পাঠক পাবার সম্ভাবনা।

২৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি তা আমি জানি তাই সময় এবং পয়সা আর নষ্ট না করে কাজে লেগেছি। এসব আমি শুরুতেই বুঝেছিলাম যখন বিবিসি এবং bloomsbury publishing আমাকে বাদ দিয়েছিল।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি 'কোরানকে আশ্রয়স্হল' হিসেবে নেন, আপনি সাহিত্যিক হিসেবে যা পেয়েছেন, তাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে।

২৪| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

কাওসার চৌধুরী বলেছেন:




চমৎকার কিছু আহ্বান।
জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে এই শপথ নিতে হবে। আপনার সমাজ ভাবনা, দেশপ্রেম আর ইতিবাচক মানসিকতা নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয়। অফ লাইনে আপনার লেখা পড়া হয়, সময়ের অভাবে কমেন্ট করা সম্ভব হয় না। নতুন বছরটি আপনার জন্য শুভ হোক, জীবন হোক সুন্দর ও আনন্দময়।

শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আবারো নববর্ষের শুভেচ্ছা, আপনি লেখার মাঝে আননন্দ খুঁজে পেয়েছেন, এটা একটি বড় বিষয়।

২৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমি যথেষ্ট সন্তুষ্ট এবং তা করছি যা করতে চেয়েছিলাম।

আপনি আসলে খুব কঠিন সাংবাদি এবং উপস্থাপক!

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি যখন জানতে চেয়েছেন, কঠিন হলেও আমাকে আামার মতামত জানাতে হবে।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে খুব কঠিন সাংবাদিক এবং উপস্থাপক। ×

আমি অন্যের ভিতরে কী তা জানতে চাই না , তার হাবভাবে আমি বুঝতে পারি সে আমাকে কী ভাবে। যে আমাকে অবহেলা করে আমি তার সাথে দূরত্ব বজায় রাখি। আমার বিশেষ সমস্যা আছে, আমি বিশ্বাস করি পানি থেকে সব সৃষ্টি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



লেখকেরা পাঠকের ভাবনা ও ভাষাকে কন্ঠ দিয়ে থাকেন। আপনার ভাবনায় পাঠক কি অবস্হানে আছেন?

২৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২

আখেনাটেন বলেছেন: হাউকাউ জনগণ এসব শপথ পাঠ করলে নেতাদের মাথায় বাড়ি পড়বে। আার দেশপ্রমিক নেতারা যখন জানবে তাদের মাথায় বাড়ি পড়ার উপক্রম হয়েছে, তারা বীর বিক্রমে জনগণের হালুয়া টাইট করার জন্য রেডি...। ফলে এ চক্র শেষ হবার নয়। তারচেয়ে এসব শপথ বাক্য সরাসরি নেত্রীকে পড়ান। রাজমাতা পড়ে দেশের শিক্ষা ব্যবস্থার খোলনলচে পাল্টে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক রাজনীতি ঝেঁটিয়ে বিদায় করুক। এরপর বছর পাঁচেকের মধ্যে গবেষণা ও উদ্ভাবনে ধাপে ধাপে জিডিপির ১ শতাংশ থেকে ৩ তিন শতাংশে উন্নিত করলেই গোটা দেশের চেহারা পাল্টে যাবে। শুধু একজনকে শপথ পড়ান। শুধু একজনকে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



মানুষকে ভেঁড়ায় পরিণত করেছে মিলিটারী, বিএনপি-জামাত ও আওয়ামী লীগ।

২৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

সাসুম বলেছেন: আখেনটানেন বলেছেন- এরপর বছর পাঁচেকের মধ্যে গবেষণা ও উদ্ভাবনে ধাপে ধাপে জিডিপির ১ শতাংশ থেকে ৩ তিন শতাংশে উন্নিত করলেই গোটা দেশের চেহারা পাল্টে যাবে। শুধু একজনকে শপথ পড়ান। শুধু একজনকে



এটাই আসল কথা। জিডিপির ৩-৫ শতাংশ শিক্ষা আর গবেষণায় ব্যায় করলে আর শিক্ষক নিয়োগ টা একদম পই পই করে বুঝিয়ে দিলে- এই দেশের উন্নতি কেউ ঠেকাতে পারবেনা।


বিঃদ্রঃ সরকার এটা বুঝে বলেই জীবনেও এই কাম করবেনা। কারন গাধা আর বলদের দল সার্টিফিকেট নির্ভর কুশিক্ষিত জাতিকে রুল করা ইজি। সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি কে রুল করা টাফ। তখন জবাব চাইবে উঠতে বসতে

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



সাইফুর রহমান, কিবরিয়া সাহেব, মুহিত ও লোটাস কামাল সাহেব আধুনিক অর্থনীতি ও ফাইন্যান্স কোনদিনও বুঝার মতো বিদ্যান ছিলো না।

২৯| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল ।
সুন্দর ভাবনা । সকলের মনে নব বর্ষে এই
প্রত্যয় ও প্রত্যাশা জাগুক ও তার সফল
বাস্তবায়ন হোক ।

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার চাঁদগাজী কে আবারও লেখার সুয়োগ দেয়া হোক তার ব্যন তুলে নেয়ার জোড়দাবী জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.