নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

জলকেলিরত মহিষদের কাব্য

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

যেখানে নিঃশব্দ বালুচরে মহিষেরা জলকেলি করে,
আর চকোরের নীরব কণ্ঠ মৃত্যুর অতলস্পর্শী সুরে আহ্বান জানায় জোছনা অবলোকনের।
স্তব্ধ হাওয়ারা আমাদের আঙিনায় ফিরে ফিরে আসে
অব্যক্ত উল্লাসে তারই সমাধি রচনায়।
অতঃপর আমরা সতর্ক পদচারণে জোছনার সিঁড়ি গড়ে যাই নির্ঘুম চোখে।
আর অবরুদ্ধ রাত্রির অন্ধকার রাজপথ স্পন্দিত করি,
একটুখানি ঘুম কিনবো বলে।
আমাদের স্বপ্নেরা লাশ হয়ে ভাসে লিলুয়া বাতাসের স্রোতে,
আর আমরা জোছনার গান গেয়ে যাই ঘুমের ফেরিওয়ালা আসবে বলে।
তবু উৎকণ্ঠ প্রতীক্ষারা সুখ খুঁজে সংজ্ঞার নির্মোহ অন্তরালে।
তবু ফেরিওয়ালা লাল নীল সুতোয় ঘুম নয়, কষ্টের গাথা নিয়ে ফেরে।
আর স্তব্ধ হাওয়ারা আমাদের ফিরিয়ে নিয়ে যায় মৃত্যুর অতলস্পর্শী সুরে চকোরের অভিসারস্থলে।
যেখানে নিঃশব্দ বালুচরে মহিষেরা জলকেলি করে।
তবুও তো মহিষেরা ভালোবাসতে জানে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগতম !!!!!
সুন্দর শব্দ চয়ন , একেবারেই অনন্য বিষয়বস্তু ,লেখায় ভালোলাগা

আপনার ব্লগ জীবন আনন্দময় হোক ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: অশেষ ধন্যবাদ। ব্লগযাত্রায় অনুপ্রেরণা ও সহযোগিতা কাম্য রইলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.