নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

সকল পোস্টঃ

সেই সব কিছু আমাদের মনে নেই

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮

আমার অস্থি থেকে একখন্ড পাখির পালক
ঘুরে আসে সিংহরাশির চারটি নক্ষত্রের ঠোঁট।
আর তুমি অনভ্যস্ত ব্যগ্রতায় লুফে নাও তারাদের রঙ।
এবং তোমার বুকে মিশে থাকা গমের ঘ্রাণে
মিশে যায় সতেজ রুটির গন্ধ অবলীলায়।
তারাদের রঙ...

মন্তব্য০ টি রেটিং+০

একই আকাশের নিচে

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

একই আকাশের নিচে নিষ্প্রভ নক্ষত্রালোকে মনে হয় আমি যেন তার।
এইখানে পৃথিবীর সব রঙ, সবটুকু সুখ ভীড় করে।
এইখানে ফিকে হয় বেদনায়, পাতাদের ঘ্রাণ।
এখানেই আমাদের দেখা হয় একই আকাশের নিচে।
নির্বাক গল্পেরা চোখের...

মন্তব্য০ টি রেটিং+০

সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে চলে যাবো

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

একটি সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে আমি চলে যাবো,
যে সূর্যোদয় নিত্যকার ভয় বয়ে আনবেনা লোকালয়ে।
শোনা যাবেনা কোন নিখোঁজ সংবাদ।
জলার ধারে গুলির ছড়ানো খোসার পাশে পড়ে থাকা শবের হবেনা ব্যবচ্ছেদ।
যে সূর্যোদয়ে কেউ হাহাকার...

মন্তব্য০ টি রেটিং+০

তোমার অতল নীল চোখ

১৯ শে মে, ২০১৮ রাত ২:৪৯

তোমার অতল নীল চোখ কাঁকড়ার ডিম খুঁজে ফেরে সমুদ্রতীরে,
যেখানে নোঙর ফেলে বিধ্বস্ত আমার নাও বিষাদের যাত্রার শেষে।
নিথর বালুর মাঝে পদচিহ্ন ফেলে তুমি হেঁটে চলো, বিভ্রান্ত নাবিক যেন এক
স্বপ্নের ফেরি করে...

মন্তব্য০ টি রেটিং+০

নিঃসঙ্গতার কাব্য

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কল্পনার ঘোরে তার হস্তমৈথুনে রত একাকী ঈশ্বর!
যেখানে বিবর্ণ চোখে অলস বিলাপে কাঁদে কুয়াশার রাত
ঝড়ের বেগের সাথে যেখানে তৃণের মতো গল্পেরা বিবস্ত্র হঠাৎ
আমার উঠান জুড়ে সেখানে বিষাদ নামে নির্ঘুম স্বপ্নের পর।
বিস্মৃত...

মন্তব্য০ টি রেটিং+০

প্রিয়তমার জন্য উপহার

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০


স্টিক্সের স্রোতে তার আকাঙ্খার অবগাহন আজ।
সন্ধ্যার লালিমা যখন তার তপ্ত গালের আলো শুষে নেয়,
আমার ব্যস্ত সময় যায় কাঁকড়ার ডিম খুঁজে।
অতৃপ্ত স্বর্গের নটীদের কোলাহল আমাদের আঙিনায় আসে ক্যারনের বৈঠার ধ্বনি নিয়ে।
আর...

মন্তব্য০ টি রেটিং+০

প্রমিথিউসের রোদন

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪


রোরুদ্যমান বিষাদের জলে প্রিয়ার ছায়া হয় স্থির।
প্রিয়ার কেশের রঙ বৈশাখী মেঘ হয় রুদ্ধ শীৎকারের পুলকে।
আর গ্রীকদের মাস্তুল ফেলে বন্ধ্যার দীর্ঘশ্বাস,
তার সঙ্গমের নখরাঘাতে।
ভূমধ্যসাগরের ঢেউ যখন শোনে স্তব্ধ বিস্ময়ে জিউসের বজ্রের ধ্বনি,
আমাদের...

মন্তব্য০ টি রেটিং+০

আমার জ্বরতপ্ত ঠোঁট

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

আমার জ্বরতপ্ত ঠোঁট বৃথাই খুঁজে ফেরে প্রিয়ার শরীরের উষ্ণতা।
সূচীভেদ্য অন্ধকারে প্রিয়াও হয় ফিনিক্স পাখি।
রক্তিম পাখায় ভর করে তার অপসৃয়মাণ ছায়া আমরা মিলাতে দেখি দিগন্তের ওপাশে।
আর দিগন্ত তার সন্ধ্যার লালিমা মেখে...

মন্তব্য০ টি রেটিং+০

ঝোলাওয়ালা

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭



উৎসর্গ : অরুণ জেটলি এবং আবুল মাল মুহিত
----------------
ঝোলাওয়ালা আমাদের ঘরে আসে,
বন্ধুর বেশে।
কী এনেছ ঝোলায় তুমি ঝোলাওয়ালা?
এনেছ কি শাসকের নষ্ট প্রহরের অ্যালকোহল,
নাকি রাষ্ট্রের শব ভক্ষণকারী দানবদের জন্য একটুখানি নুন?
এনেছ কি...

মন্তব্য২ টি রেটিং+০

প্রসঙ্গ আশুরা

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

মুহাম্মদ (সা) এর জীবনের শেষ পর্যায়ে ইসলামের যে ঢালাও রাজনীতিকীকরণ হয় তার পরিণতি হিসেবে প্রথম বাঁশটা খায় তারই বংশধররা। কারবালা তারই শেষ অধ্যায়। মৃত্যুর আগে সম্ভবত নিজের ঘনিষ্ঠ সহযোগী আবু...

মন্তব্য১ টি রেটিং+০

ইশতেহার

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩


নিষিদ্ধ নগরীর রাজপথে আমি নিষিদ্ধ ইশতেহার,
বোবা কণ্ঠের চাপা গোঙানীতে কথা বলি অবিরাম।
হে পথিক শোন!
আমারও বলার মতো একটি গল্প আছে।
রাহুর গ্রাসে নিহত প্রভাত সূর্যের গল্প।
যে গল্পের বাণী কেড়ে নিতে উদ্যত...

মন্তব্য০ টি রেটিং+০

শাড়ির কথা, নারীর কথা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতীয় উপমহাদেশ বিশ্বের অন্যতম প্রধান ধর্ম, দর্শন, সভ্যতা ও সংস্কৃতি সমূহের মিলনস্থল। ভিন্ন ভিন্ন নদী যেমন একই সমুদ্রে এসে পতিত হয় তেমনি ভারতের জনজীবনের মহাসমুদ্রে একেকটি নদীর...

মন্তব্য৩ টি রেটিং+০

কর্ণকথা (ভূমিকা)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

চোখ বন্ধ করলেই একটি দৃশ্য ভাসে - পৃথিবীর গ্রাসে নিপতিত রথের বামচক্র আঁকড়ে ধরে উঠানোর চেষ্টা করছে এক মহারথী। আর তারই সামনে তার বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক লেপন করছে তথাকথিত ভগবান...

মন্তব্য০ টি রেটিং+০

প্রেমের নিষিদ্ধ প্রহর

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

তোমার চরণে মাথা নত করবোনা হে প্রিয়তমা,
কারণ এ মাথার অধিকার ইতোমধ্যেই শাসকের পদতল দখল করেছে।
জীবন সমর্পণেরও দেবোনা কোন প্রতিশ্রুতি,
কেননা জীবন, সেতো এই মৌষলকালে তৃণের মতোই মূল্যহীন।
অশ্রুর অঞ্জলি এনেও কিবা লাভ...

মন্তব্য৬ টি রেটিং+১

বিনিদ্র বিষাদেরা

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

বিনিদ্র বিষাদেরা জানালার গরাদের ফাঁকে,
অর্থহীন বিভ্রান্ত দৃষ্টির দ্বার খুলে রাখে।
সে পথেই লোনা জল ঢেউ তুলে ছুটে আসে আমাদের অস্তিত্বের সৈকতে,
জানে তবু ব্যর্থ সে যান্ত্রিক জীবনের বাস্তব ক্যানভাসে।
আমাদের জাদুকর অন্তহীন অন্ধকার...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.