![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
আমার অস্থি থেকে একখন্ড পাখির পালক
ঘুরে আসে সিংহরাশির চারটি নক্ষত্রের ঠোঁট।
আর তুমি অনভ্যস্ত ব্যগ্রতায় লুফে নাও তারাদের রঙ।
এবং তোমার বুকে মিশে থাকা গমের ঘ্রাণে
মিশে যায় সতেজ রুটির গন্ধ অবলীলায়।
তারাদের রঙ মাখা তুমি যেন পোষা পাখি এক
মেসোপটেমিয়ান মিনারে খুঁজে ফের গমের দানা আরও।
আর তোমার পালক যত আমার অস্থিতে গাঁথা
ছিড়ে নেয় নেবুচাদনেজারেরা পঙ্কিল হাতে।
সেই সব কিছু আমাদের মনে নেই।
ভরা নদীর মতো তোমার অবয়ব ব্যাবিলন ভেঙে
মুছে দেয় আমাদের স্মৃতির কুহক।
কাঁচের স্ফটিকে রাখা এই নিঃশব্দ রাজপথে তাই
নগ্ন হয়ে এসো উষ্ণতার কিরণ ছড়িয়ে।
আর এই ইঁট পাথরের শহরে অসময়ে শীত নামুক।
হৃদয়ের উষ্ণতা পাওয়ার অবকাশ হয়নি বহুদিন!!
©somewhere in net ltd.