![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
নিষিদ্ধ নগরীর রাজপথে আমি নিষিদ্ধ ইশতেহার,
বোবা কণ্ঠের চাপা গোঙানীতে কথা বলি অবিরাম।
হে পথিক শোন!
আমারও বলার মতো একটি গল্প আছে।
রাহুর গ্রাসে নিহত প্রভাত সূর্যের গল্প।
যে গল্পের বাণী কেড়ে নিতে উদ্যত জারজ দানবেরা নিরন্তর।
পা চাটা শিকারী কুকুরের হর্ষধ্বনিতে স্তব্ধ সিংহ শাবকের গল্প,
দিগন্তবিদারী গর্জনের অপেক্ষায় রত।
আমার রক্ত রঞ্জিত বুকের গল্প।
যার রঙে মিশে গেছে সহস্র বিশ্বজিতের শেষ নিশ্বাস ঘৃণিত ঘাতকের অস্ত্রে।
আজ ঘাতকেরা ফিরে ফিরে আসে নগরীর রাজপথে।
আর মুমূর্ষু আর্তনাদে আমার স্তব্ধ কণ্ঠ ফেনা তুলে উটের ন্যায়।
এসো পথিক!
আজ আমার চাপা কণ্ঠ সঞ্চারিত হোক তোমার কণ্ঠের প্রতিবাদে।
লোকালয়, চরাচর বিদীর্ণ করে ঘাতকের বুকে আঘাত হানুক প্রলয়ের ওঁঙ্কার-
বিপ্লব দীর্ঘজীবী হোক!!!
©somewhere in net ltd.