নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

প্রমিথিউসের রোদন

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৪


রোরুদ্যমান বিষাদের জলে প্রিয়ার ছায়া হয় স্থির।
প্রিয়ার কেশের রঙ বৈশাখী মেঘ হয় রুদ্ধ শীৎকারের পুলকে।
আর গ্রীকদের মাস্তুল ফেলে বন্ধ্যার দীর্ঘশ্বাস,
তার সঙ্গমের নখরাঘাতে।
ভূমধ্যসাগরের ঢেউ যখন শোনে স্তব্ধ বিস্ময়ে জিউসের বজ্রের ধ্বনি,
আমাদের হৃদয় প্রমিথিউসের মতো কম্পিত হয় প্যান্ডোরার শেষ সম্পদ নিয়ে।
আর প্রিয়ার জোড়া ককেশাস শৃঙ্গে
আমরাও হই সানন্দে শৃঙ্খলিত।
আমাদের শবযাত্রায় তার রৌদ্রোজ্জ্বল চোখ খুঁজে ফেরে জিউসের ঈগলের ডানা।
গলিত হৃৎপিণ্ডের রক্তমাখা ঠোঁটে প্রিয়া ছাড়িয়ে যায় আমাদের শহরের সীমা।
যে শহর ধূলিঝড়ে ঢেকে দেয় আমাদের হৃদয়ের রঙ।
জানালায় অনাদরে পড়ে থাকে বিষণ্ণ বিকেলের রোদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.