নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

প্রেমের নিষিদ্ধ প্রহর

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

তোমার চরণে মাথা নত করবোনা হে প্রিয়তমা,
কারণ এ মাথার অধিকার ইতোমধ্যেই শাসকের পদতল দখল করেছে।
জীবন সমর্পণেরও দেবোনা কোন প্রতিশ্রুতি,
কেননা জীবন, সেতো এই মৌষলকালে তৃণের মতোই মূল্যহীন।
অশ্রুর অঞ্জলি এনেও কিবা লাভ বলো!
পদ্মা মেঘনায় হয়তো যথেষ্ট অশ্রুই এসে মিশেছে স্বজনহারার।
হয়তো কণ্ঠে ফুটবেনা বৈষ্ণব পদাবলীর গীত,
বাঁশীতে ওঠবেনা মেঠো সুর।
কণ্ঠনালীতে অবরোধ দিয়েছে আইনি ধারা,
আর বাঁশী! ভ্যানগার্ডদের লাঠির কাঁচামাল এখন।
চোখে চোখ রাখার সাধটা অতৃপ্তই না হোক থাক কয়েক শতাব্দীর জন্য,
ভূগর্ভের সেলে কালো কাপড়ে বাঁধা থাকাই তো আজ চোখের নিয়তি।
নিরন্তর কামনার রক্তসঞ্চালনে ধুকপুক করা হৃদয়কেও একটু বিশ্রাম দিয়ো,
বধির শ্রবণেন্দ্রিয় কেবল অক্ষম উৎকণ্ঠায় প্রতীক্ষারত অপরাধবার্তার।
কাঁটাতারে ঘেরা রাজপথ আজ শুধুই নিঃশব্দ মিছিলের অপেক্ষা করে,
হাতে হাত রেখে যুগলবন্দীর নয়।
তাই হে প্রিয়তমা,
হয়তো অব্যক্ত ভালোবাসা আর নাই প্রকাশ করবো।
সম্পর্কের চত্বরে আজ বসেছে চেকপোস্ট।
বিলবোর্ডে লেখা - ১৪৪ ধারা বলবৎ।
প্রেমের নিষিদ্ধ প্রহর চলে।....

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: অশেষ শুভকামনা এবং ধন্যবাদ

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: হয়তো অব্যক্ত ভালোবাসা আর নাই প্রকাশ করবো।
সম্পর্কের চত্বরে আজ বসেছে চেকপোস্ট।
বিলবোর্ডে লেখা - ১৪৪ ধারা বলবৎ।
দারুণ , অনেক অনেক ভাল লাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং নিরন্তর ভালোবাসা রইলো

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন।

শুভেচ্ছা জানবেন...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.