![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
আমার জ্বরতপ্ত ঠোঁট বৃথাই খুঁজে ফেরে প্রিয়ার শরীরের উষ্ণতা।
সূচীভেদ্য অন্ধকারে প্রিয়াও হয় ফিনিক্স পাখি।
রক্তিম পাখায় ভর করে তার অপসৃয়মাণ ছায়া আমরা মিলাতে দেখি দিগন্তের ওপাশে।
আর দিগন্ত তার সন্ধ্যার লালিমা মেখে দেয় আমার হৃদয়ের দেয়ালে।
সঙ্গমের মতো অনিঃশেষ প্রতীক্ষায় হরিণেরাও সুখী হয় মৃগয়াক্ষেত্রে।
সেখানেই প্রিয়া আর্টেমিসের মতো শরসন্ধান করে বিমর্ষ শীৎকারে।
ঈশ্বরের মৃতদেহ যখন বাতাসে ছড়ায় তার পূতিগন্ধ,
আমাদের মাংসখণ্ড তৃতীয় নয়নে গোলাপ পাপড়িতে আর্টেমিস নয় আফ্রোদিতিকে আহবান করে নগ্ন সৌন্দর্য উন্মোচনের জন্য।
তবুও ইঁট পাথরের নগরীর দেয়াল প্রিয়ার বর্ম সজ্জিত করে।
আর প্রিয়ার বুকে শঙ্কার দোদুল্যমান স্পন্দন দেখে আমাদের জ্বরতপ্ত ঠোঁট ফিনিক্স পাখির মতো পাখা বিস্তার করে।
নিকোটিনের ধূম্রজালে আমাদের হৃদয়েও হয় সুখের চাষবাস।
©somewhere in net ltd.