![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
একই আকাশের নিচে নিষ্প্রভ নক্ষত্রালোকে মনে হয় আমি যেন তার।
এইখানে পৃথিবীর সব রঙ, সবটুকু সুখ ভীড় করে।
এইখানে ফিকে হয় বেদনায়, পাতাদের ঘ্রাণ।
এখানেই আমাদের দেখা হয় একই আকাশের নিচে।
নির্বাক গল্পেরা চোখের নীলাভ নীল সমুদ্রে মেশে।
আর যত পৃথিবীর কোলাহল, কলরোল সন্ধ্যার পাখিদের মতো,
নৈঃশব্দ্যের নীড়ে ফেরে ফেলে রেখে সব আলোড়ন।
স্তব্ধ হাওয়ার মাঝে অম্লান অতীতের সাথে
আমি রই। সেও আসে অন্ধকারে গুটিগুটি পায়ে।
আর রয় নক্ষত্রেরা।
যে নক্ষত্র মরে আছে আকাশের গায়ে।
©somewhere in net ltd.