নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

ঝোলাওয়ালা

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৭



উৎসর্গ : অরুণ জেটলি এবং আবুল মাল মুহিত
----------------
ঝোলাওয়ালা আমাদের ঘরে আসে,
বন্ধুর বেশে।
কী এনেছ ঝোলায় তুমি ঝোলাওয়ালা?
এনেছ কি শাসকের নষ্ট প্রহরের অ্যালকোহল,
নাকি রাষ্ট্রের শব ভক্ষণকারী দানবদের জন্য একটুখানি নুন?
এনেছ কি অভিজাত মন্ত্রীপাড়ায় উদ্দাম বেলেল্লাপনার আবহ সংগীত!
নাকি আদালত থেকে শিক্ষালয় পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত দেশকে খুবলে খেতে এসেছো,
ঘষা পয়সার দাম নিয়ে?
তোমার ঝোলায় পয়সার বদলে আমি শুনি ক্ষমতার মূলা ঝনঝন করে ধাতব শব্দে।
শোনা যায় রুদ্ধদ্বার বৈঠকের ফিসফাস - নেক্সট টার্ম আবারো থাকবো কি!
পাগলেরা বলে, তুমি ঝোলাওয়ালা নও, সাপুড়ে।
তোমার ঝোলায় নাকি ক্ষমতার সাপ সহস্র ফণার আলিঙ্গনে আমাদের জড়িয়ে ধরে।
আর লকলকে জিহ্বার বিষনিঃশ্বাসে আমাদের ঘর পুড়ে অবিরাম।
ঢাকা পড়ে কাঁটাতারে ঝুলন্ত মেয়েটির লাশ।
ঝোলাওয়ালা,
তোমার বন্ধুত্বের উত্থিত শিশ্নটি কত বড়ো? কতটা শক্তি তার বীর্যের থলিতে!!
ছেচল্লিশ বছর কেটে গেলো, ধর্ষিতার যোনীতে এখনো হয়নি তোমার বীর্যপাত।
ধর্ষিতার শবের সাথে সমাহিত হওয়ার তারও কি জেগেছে সাধ!
উত্থিত শিশ্নের অধিকারী হে ঝোলাওয়ালা,
তবুও কামনা করি বারবার এসো।
তোমার বীণের শব্দে নগ্ননৃত্য করুক আমাদের দানবের দল।
তবুও যেন সেই ধ্বনিতে মৃতদের ঘুম ভাঙে আরেকবার!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালে লেগেছে তবে বেশি হয়েছে অশ্লীল শব্দের প্রয়োগ।





ভালো থাকুন নিরন্তর । ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.