নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

তোমার অতল নীল চোখ

১৯ শে মে, ২০১৮ রাত ২:৪৯

তোমার অতল নীল চোখ কাঁকড়ার ডিম খুঁজে ফেরে সমুদ্রতীরে,
যেখানে নোঙর ফেলে বিধ্বস্ত আমার নাও বিষাদের যাত্রার শেষে।
নিথর বালুর মাঝে পদচিহ্ন ফেলে তুমি হেঁটে চলো, বিভ্রান্ত নাবিক যেন এক
স্বপ্নের ফেরি করে ভূমধ্যসাগরের বন্দরে বন্দরে।
তেমনি তোমার মতো উড়ে আসে শঙ্খচিল, বসে ভাঙা মাস্তুলের পর।
আমার ক্লান্ত চোখ, তোমার পায়ের নিচে বালুর কণার মতো তেমনি নিথর।
বিকেলের স্তব্ধ আলোয় আমি চেয়ে দেখি তুমি চলে যাও বালুরাশি ভেঙে,
তোমার পিছনে থাকে অযুত কষ্টের সেই নিস্তব্ধ সমুদ্রতট,
যেখানে বিষাদ শেষে বিরহ বোঝাই করে আমার জাহাজ।
আর তোমার অতল নীল চোখে শিশিরের মতো জমে নিঃশব্দ কান্নার জল,
গোধূলির ক্যানভাস উদাস মেঘের গায়ে মেখে দেয় আমাদের জাগ্রত স্বপ্নের রঙ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.