নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতার কাব্য

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কল্পনার ঘোরে তার হস্তমৈথুনে রত একাকী ঈশ্বর!
যেখানে বিবর্ণ চোখে অলস বিলাপে কাঁদে কুয়াশার রাত
ঝড়ের বেগের সাথে যেখানে তৃণের মতো গল্পেরা বিবস্ত্র হঠাৎ
আমার উঠান জুড়ে সেখানে বিষাদ নামে নির্ঘুম স্বপ্নের পর।
বিস্মৃত সঙ্গমে তবু কামুক পশুর মুখে প্রিয়ারাও মেলে ধরে স্তন,
আসঙ্গ কামনায় কামুকী জ্যোৎস্নার সম যখন অশ্রু ফেলে চাঁদ।
আমার প্রগাঢ় চোখে অতন্দ্র তারার মতো নিভৃতে জাগে অবসাদ।
তখন বনের মাঝে ইকোর কান্নামাখা হাওয়ারাও ঘাতক ভীষণ।
নিপুণ ব্যাধের মতো এখানে শিকার খুঁজে প্রিয়ার আরক্ত শীৎকার,
যখন জঙ্ঘার ঢেউ খোদার চোখেও আনে কামনার রক্তিম জল।
অবশ কালের মতো তবুও স্তব্ধ আমি ছুঁড়ে চলি সব কোলাহল।
আমার শিশ্নের মতো, নিঃসঙ্গতা সে তো আমার একান্ত অধিকার।
নির্লিপ্ত তৃষ্ণার শেষে আমার বিম্বের মাঝে এঁকে দিই অনন্ত চুম্বন,
বিষণ্ণ কথার জলে ছায়াও জীবন্ত হয়, জড়ায় আমারে সুনিবিড়।
অতঃপর বসন ফেলে উলঙ্গ আমি হই অটল শৃঙ্গের মতো স্থির।
আমার শরীর জুড়ে লেপ্টে রয় নগ্নতার ধ্রুব আভরণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.