নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমার জন্য উপহার

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০


স্টিক্সের স্রোতে তার আকাঙ্খার অবগাহন আজ।
সন্ধ্যার লালিমা যখন তার তপ্ত গালের আলো শুষে নেয়,
আমার ব্যস্ত সময় যায় কাঁকড়ার ডিম খুঁজে।
অতৃপ্ত স্বর্গের নটীদের কোলাহল আমাদের আঙিনায় আসে ক্যারনের বৈঠার ধ্বনি নিয়ে।
আর প্রিয়ার দেহের ভাঁজে উল্লাসে মাতে সার্বেরাসের জিভ।
তার অন্তর্ঘাতী হাসির ঢেউ যখন ছুঁয়ে যায় আমাদের ভঙ্গিল বালুর সৈকত,
আমিও অর্ফিয়ূস হই নরকের পথের সন্ধানে।
হেডিসের ছায়ায় প্রিয়া যখন খুঁজে জোনাকির আলো,
আমি সূর্যের আশীর্বাদের কিরণে সুরের জাল বুনি নিঃশব্দ ক্রন্দনে।
অতঃপর ক্যাসান্ড্রার মতো তার হয় ব্যর্থ বিভ্রম।
স্বপ্নের মতো প্রিয়া হেঁটে আসে আমাদের নগরে।
যেখানে আঁধারের রাজপথে যুগলদের হয় তৃপ্তির সহবাস।
আঁধার পেরিয়ে প্রিয়ার চোখ ডেলফির মন্দিরে অ্যাপোলোকে খুঁজে।
আর নৈবেদ্যের জন্য আমি দুই বাহু প্রসারিত করি।
আমার উন্মুক্ত হাতে অবশেষে উঠে আসে তার জন্য উপযুক্ত উপহার।
নারীর আন্দোলিত স্তন আর পুরুষের উত্থিত শিশ্ন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.