নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে চলে যাবো

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

একটি সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে আমি চলে যাবো,
যে সূর্যোদয় নিত্যকার ভয় বয়ে আনবেনা লোকালয়ে।
শোনা যাবেনা কোন নিখোঁজ সংবাদ।
জলার ধারে গুলির ছড়ানো খোসার পাশে পড়ে থাকা শবের হবেনা ব্যবচ্ছেদ।
যে সূর্যোদয়ে কেউ হাহাকার করে বলবেনা - দানবেরা রাতে কড়া নেড়েছিল দরোজায়।
দুঃস্বপ্নের রাত্রি মুছে ফেলা সে সূর্যোদয় হয়তো কেউ আমাকে এনে দেবেনা হে প্রিয়তমা!
তখনও রাজপথে যন্ত্রনায় কুঁকড়ে পড়ে থাকবে দৃপ্ত তরুণের হাতুড়িপেটা হৃদয়।
শহীদ মিনারের চত্বরে চত্বরে শূয়োরেরা ছিঁড়ে খাবে আমাদের বোনেদের স্তন।
গজদন্ত মিনারে তখনও হুঙ্কার দেবে কালরাত্রির আঁধারের মতো শূকরধাত্রী।
আর কামতৃপ্তের মতো উল্লাসে ফেটে জোরসে হাততালি দেবে,
উচ্ছিষ্টখেকো বিদ্বান কুকুরের দল বিদ্বৎসভায়।
তবুও আমি সূর্যোদয়ের স্বপ্ন নিয়েই চলে যাবো স্বপ্নাবিষ্টের মতো।
আমার পেছনে রবে নষ্ট রাষ্ট্র সমাজ, সংসদ।
নষ্টনীড়ের মতো নষ্ট আমার প্রিয় দেশ,
যেখানে প্রতিদিন হয় উর্বর ঘৃণার চাষবাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.