![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
চোখ বন্ধ করলেই একটি দৃশ্য ভাসে - পৃথিবীর গ্রাসে নিপতিত রথের বামচক্র আঁকড়ে ধরে উঠানোর চেষ্টা করছে এক মহারথী। আর তারই সামনে তার বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক লেপন করছে তথাকথিত ভগবান বাসুদেব। যাতে অর্জুন তাকে নিরস্ত্র ও অসহায় অবস্থায় খুন করতে দ্বিধাবোধ না করে।
অবশেষে ক্রোধে ও অপমানে উঠে দাঁড়ালেন মহারথী। হাতে তুলে নিলেন অমোঘ এক অস্ত্র রুদ্রাস্ত্র। সেই অস্ত্র অর্জুনের বাহু বিদ্ধ করলো। তার হাত থেকে পরে গেলো গাণ্ডীব নামক দিব্য ধনুক। অচেতন অর্জুনকে দ্বিতীয় প্রহার না করে মহারথী তার রথের চক্র উত্তোলনের প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। আর সংজ্ঞা ফিরে পেয়ে অর্জুন তাকে নিরস্ত্র নিরথ অবস্থায় পেছন থেকে খুন করলো। মৃত্যুর মধ্য দিয়েই সেই মহারথী জীবনকে জয় করলেন। মৃত্যুঞ্জয়ীও হলেন।
তিনি কর্ণ। আমার জীবনদেবতা.....
(চলবে)
©somewhere in net ltd.