নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ।দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য

বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।

বিষ্ণুগুপ্ত চাণক্য › বিস্তারিত পোস্টঃ

শূয়োরেরা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

আমাদের নগরে,
শূয়োরেরা আনাগোনা করে দূষিত গলির পথ ধরে।
ভূমির তপ্তশ্বাস যেখানে একাকার সুঠাম পেশির ঘামের সাথে,
আমি শুনি সেখানে মত্ত শূয়োরের চিৎকার - রক্তের স্বাদ চমৎকার হে!
সেখানে আজো দিনের মৃতদেহের রক্ত মুছে হয় রাত্রির আগমন,
বিষ্টায় পুষ্ট শূয়োরেরা জীবন্ত চামড়ার গদি খুবলে খাবে বলে।
আজো অন্ধ শূয়োরেরা উপড়ে নেয় স্বপ্নচারী ঈগলের দিগন্তভেদী তেজোদৃপ্ত চোখ।
আজো দাঁতাল শূয়োরেরা বিদীর্ণ করে বনদেবতার স্পন্দিত সবুজ হৃৎপিণ্ড।
আমি শুনি ভদ্রকুকুরমণ্ডলীর লালা নিঃসৃত কণ্ঠের উচ্চ নান্দীপাঠ,
শূয়োরের উচ্ছিষ্ট চর্বিতে ঘি জবজবে।
আমি শুনি রাজপথে শূয়োরের জয়জয়কার,
চেতনার নষ্ট মাইক্রোফোনে।
বেদীতে দাঁড়িয়ে ঘোঁৎ ঘোঁৎ শব্দে জাবর কাটে ধর্মশূয়োরের দল।
আমাদের নগরে,
শত সহস্র শূয়োরের ভিড়ে
শুধু শোনা যায়না মাংসলোভী শূয়োরের শিকার
ধর্ষিতার মর্মভেদী আর্তনাদ।
আজো গুমরে গুমরে মরে কালের গভীরে প্রোথিত জীবন্ত প্রাণ।
দেখিনা কিভাবে আমাদের ঘিরে ধরে শূয়োরের ছায়া দানবের রূপে।
আজো শূয়োরের পদতলে পিষ্ট সিংহশাবকদের আর্তনাদ চাপা পড়ে
ময়দানের খেলার জয়োল্লাসে।
আজো আমরা নিশ্চিন্ত সঙ্গমে লিপ্ত হই শূয়োরে রূপান্তরিত হওয়ার আশা নিয়ে।
আমাদের নগরে,
নিষিদ্ধ রাতের প্রহরে অশরীরী আত্মারা এসে ফিরে যায়।
ফিসফিসিয়ে বলে- এখানে সবই তো শূয়োর।
মানুষ কি কেউ নেই হে!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: thank you :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.