![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎস্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চ ণকাত্মজঃ। দ্রামিলঃ পক্ষিলস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ।।
অন্ধকারে প্রোথিত সূর্য তার তাপ ছড়িয়ে দিয়ে যায় মশালের শিখায়।
জিনবিহীন উটের পিঠে সওয়ার হে আবু যর,
অতএব আপনি আবার মৃত্যুবরণ করুন!
আর আপনার উত্তাপ অগ্নিশিখা রূপে জ্বলুক আমাদের বিবেকের মশালে।
যুগের রাব আল খালির কাঁটাঝোপে আমাদের প্রাণময় মৃতদেহ ছিঁড়ে খায় শকুনের ঝাঁক।
আর আমরা উটের দল গলা লম্বা করে যাই অবিরত,
প্রতিবাদের ওঙ্কার চেপে রাখার চেষ্টায়।
আজো অতৃপ্ত পেটমোটা দানব গোগ্রাসে গিলে যায় সজীব খর্জুর্বীথি।
ত্রিশ উমাইয়া আজ ত্রিশ হাজার কি তিন লক্ষ হয়ে উদ্যত তরবারি হাতে,
ফোরাত ও নীলের স্বচ্ছজল রঙিন করবে বলে।
আজো মিম্বারে শুভ্র শ্মশ্রু মুখোশ পড়ে আমাদের দলিত করে উসমান।
আর আমরা ষোলকোটি কাফন হাতে প্রতীক্ষা করি আপনার মৃত্যুর।
অতএব হে আবু যর আপনি আবার মৃত্যুবরণ করুন!
আর আপনার প্রতিবাদের সূর্যের উত্তাপে মরুময় করে যান বাংলার শ্যামল প্রান্তর।
যাতে আমাদের মশালে ত্রাসের অন্ধকার বিদীর্ণ করে জ্বলে ওঠে প্রতিশোধের শিখা।
আর প্রতিশোধের শিখা তো কেবল রক্তেই নির্বাপিত হয়।
©somewhere in net ltd.