নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

পুরুষরা কি দিন দিন অক্ষম হয়ে যাচ্ছে? ৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ৬৮০ জনএরমধ্যে ৭৫৭ জন পুরুষ এবং ৯২৩ জন মহিলা।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

৩২তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ হাজার ৬৮০ জন বিভিন্ন ক্যাডারে চাকরির সুপারিশ পেয়েছেন। এরমধ্যে ৭৫৭ জন পুরুষ এবং ৯২৩ জন মহিলা। গতকাল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ওই ফলাফল প্রকাশ করে। পিএসসি জানিয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু তথ্য বিভ্রাট বা প্রশাসনিক কারণে ৯০ জন প্রার্থীর সুপারিশ স্থগিত রেখেছে পিএসসি। যোগ্য প্রার্থী না থাকায় প্রাধিকার কোটার (মুক্তিযোদ্ধা, মহিলা, উপজাতি ও জেলা) বিপরীতে অপূরণকৃত সংরক্ষিত পদের সংখ্যা ১ হাজার ১২৫টি। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ৮১৭, মহিলা ১০ ও উপজাতি ২৯৮ জন।

রাষ্ট্র পরিচালনায় প্রশাসনে মেধাবী ও যোগ্য আমলা নিয়োগের সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। অথচ দলীয় ও আত্মীয়করণ, দুর্নীতি, কোটা পদ্ধতি, ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পদ্ধতির অব্যবস্থাপনার কারণে এ প্রতিষ্ঠান থেকে সিভিল সার্ভিসে (বিসিএস) স্থান পাচ্ছেন না মেধাবী ও যোগ্যরা। সরকারের খড়গ নেমে এসেছে প্রতিষ্ঠানটিতে। দলীয় মেধাহীনদের নিয়োগে নানা কৌশল গ্রহণ করেছে সরকার। পুরো পিএসসি দলীয় ও আত্মীয়করণ করা হয়েছে। সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগে চাপিয়ে দেয়া হচ্ছে কোটা পদ্ধতি এবং ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা। পরীক্ষা পদ্ধতির মানোন্নয়ন করা হচ্ছে না। ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। লেগে আছে পরীক্ষাজট। আর এতে এখন চরম হা-পিত্যেশ করছে মেধাবীরা।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটাই ঠিক!!! পুরুষদের সাহস রয়েছে দুর্নীতিবাজ প্রশাসনের মুখে লাত্থি দিয়ে নিজের মত চালেন্জিং ক্যারিয়ার গড়ে তোলার!! মেয়েরা সেফ অপশন খুঁজবে সেটাই তো স্বাভাবিক!! আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার কোটা আছে, জানি দিলে ভালো সম্ভাবনা আছে হবার, কিন্তু আমি আমার নিজের মত ক্যারিয়ার গড়তে চাই, তাই আমি জানি আমি কোনদিন সরকারের গোলামি করবনা...

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

হাজার বছর ধরে বলেছেন: এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ৮১৭, মহিলা ১০ ও উপজাতি ২৯৮ জন।!!!!!!!

...
পরীক্ষার কোন দরকার আছে ???

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

হাজার বছর ধরে বলেছেন: এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ৮১৭, মহিলা ১০ ও উপজাতি ২৯৮ জন।!!!!!!!

...
পরীক্ষার কোন দরকার আছে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.