নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

বিপন্ন মানুষদের সাথে ধোকাবাজি করেছে আমাদের জামাই ও তার রাস্ট ভারত।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

সিডরের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি (বর্তমান রাস্টপতি) সিডরে ক্ষতবিক্ষত বাগেরহাটের শরণখোলায় গিয়ে ঘোষণা দিয়েছিলেন ১০ গ্রামে গৃহনির্মাণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়ন করবে ভারত সরকার। কিন্তু কথা রাখেনি তার সরকার। প্রণব মুখার্জির ঘোষণার পর সরকার সেই ১০ গ্রামে কোন সাহায্য পাঠায় নাই, কে জানত এই মিথ্যাবাদীর কথা,আজও খোলা আকাশের নিচে প্রতিক্ষায় আছে সেই ১০ গ্রামে মানুষ ।ওই প্রকল্পের কোনো কার্যক্রমই অদ্যাবধি শুরু হয়নি। কিন্তু ভারত সরকারের এ ঘোষণায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট ৩ উপজেলার সব হারানো মানুষ। কারণ ভারত সরকারের ওই ঘোষণায় পাথরঘাটার চরদোয়ানীর ইউপির তাফালবাড়ি এবং সদর ইউনিয়নের পদ্মা স্লুইস ও হারিঘাটা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়। তালিকাভুক্ত ওই পরিবার অন্য কোনো সংস্থা থেকে গৃহনির্মাণ এবং অন্য স্থায়ী কোনো সহযোগিতা পায়নি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

সরলপাঠ বলেছেন: আপনি কি সি্উর যে ওয়াদা রক্ষা করা হয় নাই।

২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

আধারের কবি বলেছেন: প্রনব একটা জাত খবিশ

৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

আদি মানব বলেছেন: দেশের এই পরিস্থিতিতে হালারে কি জামাই আদর খাওয়ানোর জন্য আনছে । ভালোই তো

৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

২০১৩ বলেছেন: হাচিনার জনসংখ্যা নিয়ন্ত্রনে নতুন ভুমিকার প্রশংসা করতে আর একটু তেল মাখতে আসছে উনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.