নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

নামাজের অনুমতি না পেয়ে মাহমুদুর রহমান দুটো বই ও কোরআন শরীফ নিতে চেয়েছিলেন মাহমুদুর রহমান।

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

‘তোমরা পত্রিকা চালিয়ে যাও। আমাকে নিয়ে ভেবো না।’ আমার দেশ অফিস থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমানকে একথাই বলেছিলেন মাহমুদুর রহমান। সকাল ৯টার দিকে ২০১২ সালের ১৪ই ডিসেম্বর তেজগাঁও থানায় করা একটি মামলায় পুলিশ আমার দেশ অফিস থেকে গ্রেপ্তার করে মাহমুদুর রহমানকে। ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৬ ও ৫৭ ধারায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা ৫০ মিনিটে সাদা পোষাক ও পোষাকধারী অর্ধশতাধিক পুলিশের একটি দল আমার দেশ কার্যালয় কর্ডন করে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে গেট খুলে দিতে বললে তারা বাধা দেন। এসময় নিরাপত্তা বিভাগের সুপারভাইজার আবদুর রহমান ও অফিস পিয়ন মাহমুদকে মারধর করে পুলিশ। পরিচয় জানতে চাইলে জোড় করে পাঞ্চ কার্ড নিয়ে আমারদেশ অফিসে প্রবেশ করে। অফিস স্টাফদের ঠেলে ডিবি পুলিশ সোজা প্রবেশ করে মাহমুদুর রহমানের কক্ষে। লুঙ্গি পরে মাহমুদুর রহমান তখন নাস্তা শেষে চা খাচ্ছিলেন। চা শেষ করার সুযোগ না দিয়েই পুলিশ দশ মিনিটের মধ্যেই অপারেশন শেষ করার তাগিদ দিতে থাকে। তখন মাহমুদুর রহমান তার কক্ষে দু’রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলে পুলিশ রাজি হয়নি। এসময় সেখানে উপস্থিত ছিলেন আমারদেশ পত্রিকার সাংবাদিক মাহবুবুর রহমান। তিনি বলেন, নামাজের অনুমতি না পেয়ে মাহমুদুর রহমান দুটো বই ও কোরআন শরীফ নিতে চান। তখন পুলিশের এক কর্মকর্তা বলেন, আপনি পাক পবিত্র আছেন? মাহমুদুর রহমান বলেন, আমি পাক পবিত্র আছি। তখন তাকে একখানা ছোট কোরআন শরীফ সঙ্গে নেয়ার অনুমতি দেয়া হয়। পরে অস্ত্র তাক করে জোর করে রুমের বাইরে নিয়ে যায়। এর আগে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান পাজামা পড়তে চাইলে পড়তে দেয়া হয় নাই। জুতা পড়তে চাইলেও পারেননি, স্যান্ডেল পরেই তাকে পুলিশের সঙ্গে গাড়িতে উঠতে হয়েছে। পুলিশ এসময় মাহমুদুর রহমানের ব্যাক্তিগত ল্যাপটপ, কম্পিউটার ও সিসি ক্যমেরায় ধারণকৃত ছবি, মেমোরি কার্ড ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। দায়িত্বরত আমারদেশ ফটোগ্রাফার গ্রেপ্তারের ছবি তুলতে চাইলে তাকেও বাধা দেয়া। ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। মাহবুব সাংবাদিকদের আরও বলেন, মাহমুদুর রহমান একান্ত আলাপে আমাদের বলেছেন, আমার কাছে সংবাদ এসেছে, আমাকে গুম ও হত্যার চেষ্টা চলছে।

মাহবুব বলেন, ‘আমি পুলিশ কর্মকর্তার কাছে জানতে চেয়েছি কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশ কর্মকর্তা বলেন, উপরের নির্দেশেই। আমার দেশে’র সাংবাদিকদের লাঞ্ছিত করার বিষয়ে জানতে জাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ক্ষমতা থাকলে সবই করা যায়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আরও জানান, নানা ধরনের সমস্যা ও তদন্তের কারণে তাঁকে এতদিন গ্রেপ্তার করা যায়নি। শিগগিরই তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তারা এ গ্রেপ্তারকে গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি বলে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে। এদিকে, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজে প্রতিবাদ সমাবেশ করেছে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: এখন যে কথাগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে সেগুলো নিন্মরুপঃ

১.গ্রেফতার করার সময় তিনি দুরাকাত নফল নামাজ পড়তে চাইছিলেন।

২.জেলখানায় যায়নামাজ নিয়ে যেতে চেয়েছিলেন।

৩.গ্রেফতারের সময় তিনি তসবিহ জপতেছিলেন।

৪.তিনি আগেই জানতেন আজকে গ্রেফতার হবেন, গায়েবি শক্তির বলে জেনেছিলেন।

৫.গ্রেফতারের সময় তিনি মুনাজাত করতেছিলেন।

৬.গ্রেফতারের সময় সাঈদি হুজুরের ওয়াজ শুনতেছিলেন।

৭.আইজকা তিনি রোযা রাখছেন।

৮.ইসলামের এই বীর সৈনিক তখন নামায পড়ে উঠেছিলেন মাত্র।

প্রস্তুত থাকেন। উপরের কথাগুলো শুনার জন্য। :P

আলশাহরিয়ার শিহাব

২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

কোবির বলেছেন: আগামীকালের খবর: মাহমুদুর রহমানের গ্রেফতারে সামুতে একপাল ছাগলের ম্যাতকার।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

কোবির বলেছেন: দায়িত্ববান নাগরিক, ভালো বলছেন। দেখবেন ঠিক এই রকম বানী আউড়াবে ছাগলগুলো। আর Mental Masturbation-এ মেতে উঠবে পিয়াস করিম, ফরহাদ আর মাহমুদুরের রেখে যাওয়া কিছু চ্যালারা।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

শিরোনাম বলেছেন: এক পোস্টে দায়িত্ববান নাগরিকরে দেখলাম চিটাগাংয়ের যুবলীগের সন্ত্রাসের পক্ষ নিতে।

আত্নীয় নাকি?

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

আঠারো বছর বয়স বলেছেন: ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আর কত?

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

কাফের বলেছেন: মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই পশুটার জন্য সহমর্মিতা আদায়ের চেষ্টা!

তোরা মানুষের ধর্মীয় অনুভূতি নিয়া নিজেদের স্বার্থে আর কত নোংড়ামি করবি?

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

অলিভার বলেছেন: আপাদ মস্তক পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, দাড়ি টুপি বিহীন এই লোকটি কিভাবে বাংলাদেশের ইসলাম রক্ষার কান্ডারী হয় বুঝলাম না।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

পলাতক আসামী বলেছেন: গরম খবরঃ ''মহাচদুরবদুর'' রাহমান গ্রেফতার!!

সম্পূরক খবরঃ বাজারে আজ সকাল থেকে ডিমের দাম আকাশচুম্বী।।

আসছে খবরঃ সবার চোখ সূর্যের দিকে।।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

সুপারনোভা ০০৭ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: এখন যে কথাগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে সেগুলো নিন্মরুপঃ

১.গ্রেফতার করার সময় তিনি দুরাকাত নফল নামাজ পড়তে চাইছিলেন।

২.জেলখানায় যায়নামাজ নিয়ে যেতে চেয়েছিলেন।

৩.গ্রেফতারের সময় তিনি তসবিহ জপতেছিলেন।

৪.তিনি আগেই জানতেন আজকে গ্রেফতার হবেন, গায়েবি শক্তির বলে জেনেছিলেন।

৫.গ্রেফতারের সময় তিনি মুনাজাত করতেছিলেন।

৬.গ্রেফতারের সময় সাঈদি হুজুরের ওয়াজ শুনতেছিলেন।

৭.আইজকা তিনি রোযা রাখছেন।

৮.ইসলামের এই বীর সৈনিক তখন নামায পড়ে উঠেছিলেন মাত্র।

প্রস্তুত থাকেন। উপরের কথাগুলো শুনার জন্য।

আলশাহরিয়ার শিহা


১০| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

সুপারনোভা ০০৭ বলেছেন: পলাতক আসামী বলেছেন: গরম খবরঃ ''মহাচদুরবদুর'' রাহমান গ্রেফতার!!

সম্পূরক খবরঃ বাজারে আজ সকাল থেকে ডিমের দাম আকাশচুম্বী।।

আসছে খবরঃ সবার চোখ সূর্যের দিকে।। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

ফ্রিঞ্জ বলেছেন: আমি তো শুনলামঃ
গ্রেফতারের সময় তিনি সাদা পায়জামা পাঞ্জাবী পড়ে ছিলেন।
এসময় পাঞ্জাবির নিচের দিকে হলুদ আভা লক্ষ করা যায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

এস আর সজল বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: এখন যে কথাগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে সেগুলো নিন্মরুপঃ

১.গ্রেফতার করার সময় তিনি দুরাকাত নফল নামাজ পড়তে চাইছিলেন।

২.জেলখানায় যায়নামাজ নিয়ে যেতে চেয়েছিলেন।

৩.গ্রেফতারের সময় তিনি তসবিহ জপতেছিলেন।

৪.তিনি আগেই জানতেন আজকে গ্রেফতার হবেন, গায়েবি শক্তির বলে জেনেছিলেন।

৫.গ্রেফতারের সময় তিনি মুনাজাত করতেছিলেন।

৬.গ্রেফতারের সময় সাঈদি হুজুরের ওয়াজ শুনতেছিলেন।

৭.আইজকা তিনি রোযা রাখছেন।

৮.ইসলামের এই বীর সৈনিক তখন নামায পড়ে উঠেছিলেন মাত্র।

প্রস্তুত থাকেন। উপরের কথাগুলো শুনার জন্য।


হা হা লু খু প গে :P :P :P :P :P :-P :-P :-P :-P :-P :-P

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

বিশ্বাস০০৭ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: এখন যে কথাগুলো আপনাকে বেশি বেশি শুনতে হবে সেগুলো নিন্মরুপ

:) :) :) :) :) :) :) :) :) :)
ভাইরে আরে কতো হাসাইবেন । ছাগু গুলা লেদানি সরু করসে ।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

সৈয়দ ফয়সল রেজা বলেছেন: আগে নামায পড়তে পারে নাই? নাকি পুলিশ দেখে নামাযের কথা মনে পড়সে? শালা ভন্ড।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

জাহাঙ্গীর জান বলেছেন: দেশে গৃহ যুদ্ধ বাঁধানোর সব চেষ্টা এই লোকটা করেছিলেন কিন্তু সফলতা আসে নাই । তাঁর শাস্তি হওয়া উচিত ।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

আশফাক সুমন বলেছেন: শিরোনাম বলেছেন: এক পোস্টে দায়িত্ববান নাগরিকরে দেখলাম চিটাগাংয়ের যুবলীগের সন্ত্রাসের পক্ষ নিতে।

আত্নীয় নাকি?
=p~ =p~ =p~ =p~

বাক স্বাধীনতার ভণ্ড প তাকা বহনকারীরা এই পোস্টে নিজেদের মুখোশ খূলে দিয়েছে দেখছি ।




১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

রুদ্র মানব বলেছেন: ছাগুরা এখন আরো কত কি বলবে :P :P

এখন মাওলানা আল্লামা বানানোর চেষ্টা করা হইবে মাহমুদুর রহমানকে :) :) :)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

আস্তবাবা বলেছেন: আম্বা লিগকে ন্যংটো করা শুরু করেছিল, তাই আজ ধরেছে
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.