![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: সময়ের এতোই সাহসী পুরুষ যে পুলিসের ভয়ে অফিস থেকেই বের হয় নাই।
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
গেস্টাপো বলেছেন: মাহমুদুর রহমানকে গ্রেফতারের তিব্র নিন্দা জানাই
সমস্ত সরকার বিরোধী লোকের এখনি উচিৎ সরকার পতনের ডাক দেওয়া।এখনি
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
আকাবাকা বলেছেন: আমার দেশ দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের খবর তাত্ক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
গ্রেফতারের পরপরই ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, বিবিসি, এএফপি, এপিসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
এএফপির খবরে বলা হয়, দেশব্যাপী বিরোধী দলের ২ শতাধিক নেতাকে গ্রেফতারের পরেই মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আমার দেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে আমার দেশ-এর সার্কুলেশন বেড়ে ২ লাখে উন্নীত হয়েছে। (প্রকৃতপক্ষে ২ লাখ ছাড়িয়ে গেছে)। বাংলাদেশের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েসাইটের মধ্যে আমার দেশ-এর ওয়েবসাইট অন্যতম।
আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে বলা হয়, আমার দেশ সরকার বিরোধী শীর্ষস্থানীয় দৈনিক। সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও সরকার বিরোধী অবস্থানে কারণে পত্রিকাটির প্রচারসংখ্যা এবং ওয়েবসাইট পাঠক উল্লেখযোগ্যহারে বেড়েছে।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, সহিংসতায় উসকানিসহ বিভিন্ন অভিযোগে বিরোধী দলের সমর্থক আমার দেশ সম্পাদককে গ্রেফতার করা হয়।
বিবিসি বাংলাও তাত্ক্ষণিকভাবে গ্রেফতারের খবর অনলাইন সংস্করণে প্রকাশ করে
মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
লীনা জািম্বল বলেছেন: পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়--------
৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
স্টেনটোরিয়ান বলেছেন: গ্রেফতারকৃত নাস্তিক ব্লগার এবং উস্কানিদাতা মাহমুদুর রহমান, সবার পাছায় উটপাখির সিদ্ধ গরম ডিম দেয়া হোক।
৮| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
জ্যাক রুশো বলেছেন: হাইরে আমার সত্যবাদী সংগ্রামী সৈনিক, বাংলার জুলিয়াস এশেণজ !
কাবা শরীফের ছবি দিয়া মিথ্যা খবর প্রকাশ করলেও সত্য হইয়া যায়।
এতো বড় মাওলানা যার মুখে এক মূষ্ঠী দাঁড়িও নাই,
অথচ বাংলার কিছু কুসংস্কার প্রিয় মানুষ টাকে পীড় মানে !
সে সব সত্যি ঘটনার উদ্ভাবক ! যা বিটিআরছি ও পারেনা !
আরবের ইমামরা নাকি যুদ্ধাপরাধীদের ছেড়ে দেবার জন্য একটা মিটিং করছে এইরূপ একটা পিক যখন দেওয়া হৈলো তখন কেও কিছু বলল না।
এখন সাকার সাথে ঘুমাইতে পাড়লেই তার অনেক দিনের আশা পূরণ হবে আর কি !!!
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশে ইসলাম ও সত্যের একমাত্র ইজারাদার, মাওলানাদের গুরু ও ইসলামের বাগানের ফুটন্ত গোলাপ মাহমুদুর রহমানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
Click This Link