![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
“যেটা আমাদের প্রিয় নবী করিম (স.) তার মদীনা সনদ ও বিদায় হজে বলে গেছেন। ঠিক সেভাবেই এই দেশ চলবে,” বলেন শেখ হাসিনা।
৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শাস্তি স্থাপনে হজরত মুহাম্মদ (স.) যে সংবিধান প্রণয়ন করেন, তাই ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত।
মদিনা সনদে বলা হয়েছিল- মুসলিম, খ্রিস্টান, ইহুদিসহ অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণের পর তার বিরোধিতায় হেফাজতে ইসলামের সরব হওয়ার মধ্যে বক্তব্যে মদিনা সনদের কথা বললেন শেখ হাসিনা।
শেখ হাসিনার সরকার ‘নাস্তিকদের’ মদদ দিচ্ছে বলে অভিযোগ হেফাজতের।
অন্যদিকে গণজাগরণ আন্দোলনের সংগঠকরা বলছেন, সরকার হেফাজতের সঙ্গে আপস করে চলছে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: সমর্থন জানালাম।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: পরিবেশ বন্ধুর সাথে একমত।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
জননেতা বলেছেন: পরিবেশ বন্ধুর সাথে একমত।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা যেন শুধূ কথার কথা না হয়!
কিংবা হেফাজতে ইসলামে ঠেকানোর কৌশল না হয়।
তবে সকলের সমর্থনই তিনি পাবেন। নেত্রী ওয়াচে
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
taarokaraawaj বলেছেন: বিদায় হজ্বের ভাষনে কোরআন হাদিস আকড়ে থাকার যে কথাটি বলা হয়েছিলো, সেটি ছিলো সারা দুনিয়ার মুসলিমদের উদ্দেশ্যে। কিন্তু মদিনা সনদের ব্যাপারটি ছিলো শুধুমাত্র মদিনা তথা আরবদের জন্য। আমরা বাংলাদেশীরা সেটি মানতে কেন বাধ্য হবো ? এটি তো বাংলাদেশের সনদ নয়।
মদিনা বা আরবদের সনদ।
তবে সেটি মেনে চললে সকল ধর্মের মানুষের জন্য মঙ্গল হবে নিঃসন্দেহে। কিন্তু বাধ্যগতভাবে মানতে হবে বা করতে হবে, এটি ঠিক নয়।
আর মানতে যদি বাধ্যই হতে হয়, তাহলে পৃথিবীর সকল দেশের ই এটি মানতে বাধ্য হতে হবে। এক দেশ মানবে, অন্য দেশ মানবে না, এটি হওয়া উচিত নয়।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯
এমজামান বলেছেন: সামনে নির্বাচন আর কি !
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
নষ্ট ছেলে বলেছেন: হাসিনার হিজাব আর তসবিহর জন্য বাজেটে আলাদা বরাদ্ধ চাই
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
ম্যানিলা নিশি বলেছেন:
আচ্ছা বলেন তো কোন মুসলিম মহিলার মাথায় সিঁদুর দেয়া জায়েজ আছে?
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
চেনা মুখ বলেছেন: পরিবেশ বন্ধুর সাথে একমত।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৫
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমার বলার কিছু নাই..........
১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
আনোয়ার,চট্টলা বলেছেন: হাসিনার কথা থেকে বুঝা যায়, নির্বাচন আসতাছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: মদিনা সনদের আইন আল্লাহ ও রাছুল সা এর আইন
এর উপর কারও কথা থাকতে পারেনা
প্রধান মন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিৎ ।