![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
গ্রামীণফোন-এর ডিজুস বন্ধুদের জন্য একটি অফার! এপ্রিল ০৯, ২০১৩ থেকে ডিজুস প্যাকেজে শুধুমাত্র ৩৩ টাকা রিচার্জ করলেই পাবেন ডিজুস-জিপি এবং ডিজুস-অন্য অপারেটর কলরেটে, সকাল ৮টা- রাত ১২টা পর্যন্ত ৩৩% ডিসকাউন্ট।
অফারটির বিস্তারিত কনডিশন
এই অফারটি শুধুমাত্র গ্রামীণফোনের ডিজুস গ্রাহকের জন্য প্রযোজ্য
এই অফারটি শুধুমাত্র লোকাল ভয়েস কলের ক্ষেত্রে প্রযোজ্য
অফারটি পেতে হলে ডিজুস বন্ধুদের গ্রামীণফোনের যেকোন ফ্লেক্সিলোড পয়েন্ট থেকে শুধুমাত্র ৩৩ টাকা রিচার্জ করতে হবে
শুধুমাত্র ৩৩ টাকা রিচার্জ করলেই সকাল ৮টা-রাত ১২টা পর্যন্ত ডিজুস বন্ধুরা যেকোন ডিজুস-জিপি এবং ডিজুস-অন্য অপারেটর কলে ১.২০ টাকা / মিনিট (২০ পয়সা/১০ সেকেন্ড) কলরেটে কথা বলতে পারবে
একবার রিচার্জ করলে এই কল রেটের মেয়াদ থাকবে ৭ দিন (যেদিন থেকে রিচার্জ করা হবে সেই দিন সহ)
যদি কোন ডিজুস গ্রাহক অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করে ফেলে তাহলে এই কলরেটটি আর প্রযোজ্য হবে না
ডিজুস প্যাকেজের অন্য সব সার্ভিসের চার্জ অপরিবর্তিত থাকবে
অফারটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে
সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে
১৪ মার্চ, ২০১৩ থেকে জমে উঠবে অসংখ্য গল্প, আড্ডা। কারণ গ্রামীণফোন দিচ্ছে ১০০জিপি-জিপি এসএমএস, ৫ টাকায়।
অফারের বিস্তারিত:কনডিশন
অফারটি সকল জিপি প্রিপেইড (জিপিপিপি, ভিপি এবং বিপিও ব্যতীত) গ্রাহকদের জন্য প্রযোজ্য।
অফারটি পেতে গ্রাহককে তাদের মোবাইল থেকে ডায়াল করতে হবে *111*10*6# নম্বরে অথবা মোবাইলের এসএমএস অপশনে গিয়ে START SMS লিখে 9999 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
ডিজুস গ্রাহকদের এই অফারটি পেতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে D SMS লিখে 9999 নম্বরে পাঠিয়ে দিতে হবে।
অফারটি উপভোগ করতে গ্রাহকের অ্যাকাউন্টে কমপক্ষে ৫ টাকা (+ভ্যাট) থাকতে হবে।
বান্ডেল এসএমএস এর মেয়াদ ৩ দিন।
কনফার্মেশন এসএমএস পাবার পরই গ্রাহক অফারটি উপভোগ করতে পারবে।
উপযুক্ত গ্রাহকরা অফার চলাকালীন সময়ে একাধিকবার অফারটি গ্রহণ করতে পারবেন এবং বান্ডেল এসএমএস এর ৩দিনের মেয়াদ শেষ হবার আগেই অফারটি একাধিকবার গ্রহণ করতে পারবেন।
একাধিকবার অফার গ্রহনের ক্ষেত্রে সর্বশেষ বান্ডেল নেয়ার দিন থেকেই মেয়াদকাল নির্ধারিত হবে।
বান্ডেলের মেয়াদ শেষে গ্রাহকদের নিয়মিত এসএমএস চার্জ প্রযোজ্য হবে।
বান্ডেল এসএমএস এর ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *566*2#
অব্যবহৃত বান্ডেল এসএমএস সর্বশেষ ক্রয়ক্রিত বান্ডেলের সাথে যুক্ত হবে।
কনডিশন
উচ্ছাসে ভরা আনন্দময় বিকেল এখন স্টার গ্রাহকদের জন্য। গ্রামীনফোন নিয়ে এসেছে শুধুমাত্র স্টার গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার, যেখানে গ্রামীনফোন স্টার গ্রাহকরা শুক্রবার দুপুর ১২ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোন জিপি নম্বরে কথা বলতে পারবেন ২৫ পয়সা প্রতি মিনিট।
প্রি-পেইড স্টার গ্রাহক রেজিস্টার করতে 'HF' লিখে SMS করুন 9999 নম্বরে (ফ্রি)
পোস্ট পেইড স্টার গ্রাহক রেজিস্টার করতে ডায়াল করুন *999*2# নম্বরে (ফ্রি)
পোস্ট পেইড স্টার গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিলের সাথে এই কল চার্জ সমন্বয় করা হবে
শুক্রবার দুপুর ১২ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট এই কল রেট প্রযোজ্য
আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ২৫ পয়সা কল রেট প্রযোজ্য নয়
কনডিশন
সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল (ই-ভাউচার, পিসিও, এসএমই ৫০০, বিজনেস ৫০০, ৬ পয়সা অফার এবং ফেব্রুয়ারি ’১৩ রি-অ্যাক্টিভেশন ব্যতীত) গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য।
বোনাস টকটাইম যে কোন বাংলালিংক (এফএনএফ ব্যতীত) নাম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে, যার মেয়াদ ৭ দিন।
প্রতি কিস্তিতে ১০০ মিনিট করে ১০টি সমান কিস্তিতে ১০০০ মিনিট বোনাস পাওয়া যাবে।
একবারে ৫৮ টাকা রিচার্জ করার ৪ থেকে ১২ ঘণ্টার মধ্যে গ্রাহক প্রথম বোনাস পাবেন। একজন গ্রাহক শুধুমাত্র একবারই এই অফারটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ ক্যাম্পেইন চলাকালীন সময় গ্রাহক একাধিকবার ৫৮ টাকা রিচার্জে একাধিকবার বোনাস পাবেন না। প্রথম মাসে ১০০ মিনিটের সমপরিমাণ ৭০ টাকা পাওয়া যাবে, বাকী ৯০০ মিনিট প্রতি ৩০ দিন পরপর ৯টি সমান কিস্তিতে পাবেন।
প্রতিটি কিস্তি পাবার জন্য পূর্বের কিস্তিটি পাবার ৩০ দিনের মধ্যে গ্রাহকের মোট ৫৮ টাকা রিচার্জ থাকতে হবে।
৫৮ টাকা রিচার্জ না করার কারণে গ্রাহক কোন কিস্তির বোনাস পেতে ব্যর্থ হলে পরবর্তীতে আর কোন বোনাসের জন্য বিবেচিত হবেননা।
নতুন সংযোগে রিচার্জ বোনাস অফার উপভোগকারীরা এই অফার পেতে উক্ত অফারটি থেকে ডি-অ্যাকটিভেট করতে হবে।
১০০% রিচার্জ বোনাস উপভোগকারীরা এই অফার উপভোগ করলে ১০০% রিচার্জ বোনাসের জন্য বিবেচিত হবেন না।
৬ পয়সা অফার এবং ফেব্রুয়ারি ’১৩ রি-অ্যাক্টিভেশন অফার উপভোগকারীরা এই অফার পেতে অন্য প্যাকেজে মাইগ্রেট করতে হবে।
এই অফার সীমিত সময়ের জন্য।
[img|http://ciu.somewherein.net/ciu/image/120160/small/?token_id=df66c90b33451ecc33acdc1ff4d3eaab
অফারটির বিস্তারিত কনডিশন
সকল প্রিপেইড (ই-ভাউচার, ডিসেম্বর ’১২ রি-অ্যাক্টিভেশন, ৬ পয়সা অফার এবং ফেব্রুয়ারি ’১৩ রি-অ্যাক্টিভেশন ব্যতীত) এবং কল অ্যান্ড কন্ট্রোল (পিসিও, এসএমই ৫০০, বিজনেস ৫০০, ডিসেম্বর ’১২ রি-অ্যাক্টিভেশন, ৬ পয়সা অফার এবং ফেব্রুয়ারি ’১৩ রি-অ্যাক্টিভেশন ব্যতীত) গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য।
ক্যাম্পেইন চলাকালে এই অফারের আওতাধীন গ্রাহক প্রতিবার ৪০ টাকা বা তার বেশি রিচার্জের উপর ১০০% বোনাস উপভোগ করবেন।
এই অফারটি উপভোগের জন্য গ্রাহককে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। এর জন্য start লিখে ৭৩২৩ নাম্বারে ফ্রি এসএমএস করুন। এরপর ৪০ টাকা বা তার বেশি রিচার্জ করুন।
সম্পূর্ণ বোনাসটি গ্রাহক দুটি সমান কিস্তিতে পাবেন। প্রথম কিস্তিটি পাবেন রিচার্জ করার ৪ ঘণ্টার মধ্যে এবং ২য় কিস্তিটি পাবেন প্রথম কিস্তি পাওয়ার দিন হতে পরবর্তী ৩১তম দিনে।
২য় কিস্তির বোনাস পেতে প্রথম কিস্তির বোনাস পাওয়ার ৩০ দিনের মধ্যে যে কোন পরিমাণ রিচার্জ করতে হবে।
বোনাস যে কোন বাংলালিংক নাম্বারে (এফএনএফ ব্যতীত) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে, যার মেয়াদ ২ দিন।
অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকার বোনাস পাবেন।
বোনাসের পরিমাণ জানতে ডায়াল করুন *১২৪*৩#।
১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
নতুন বাংলালিংক সংযোগ ব্যবহারকারীরা এই অফারটি উপভোগ করতে হলে রিচার্জ বোনাস অফার থেকে ডি-রেজিষ্ট্রেশন করতে হবে। ডি-রেজিষ্ট্রেশন-এর জন্য stop লিখে ১২৮০ নাম্বারে ফ্রি এসএমএস করুন।
রিচার্জ-এ স্পেশাল ট্যারিফ অফার (৬ পয়সা), ডিসেম্বর ’১২ রি-অ্যাক্টিভেশন এবং ফেব্রুয়ারি ’১৩ রি-অ্যাক্টিভেশন (সব বাংলালিংক নাম্বারে ৪.৫ পয়সা এবং অন্য অপারেটরে ১০ পয়সা) অফার
উপভোগকারীরা এই অফার পেতে অন্য প্যাকেজে মাইগ্রেট করতে হবে।
ডি-রেজিষ্ট্রেশন-এর জন্য stop লিখে ফ্রি এসএমএস করুন ৭৩২৩ নাম্বারে।
এই অফার সীমিত সময়ের জন্য
সম্মানিত গ্রাহকদের জন্যে বাংলাদেশে প্রথমবারের মত রবি চালু করলো দৈনিক ব্যবহার ভিত্তিক ঘ্যাচাং কল রেট
ঘ্যাচাং কল রেট মৌলিক বৈশিষ্ট্য: দৈনিক বেশি কথা বলার জন্যে দেশের সর্বোত্তম ফ্ল্যাট রেট
অফার পাওয়ার যোগ্যতা: উদ্যোক্তা, ইজিলোড, কর্পোরেট ও উইনব্যাক বাদে সকল রবি প্রিপেইড গ্রাহক এই অফারের জন্যে যোগ্য হবেন।
কীভাবে অফারটি পাবেন: ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহককে একবার ৪৩ টাকা রিচার্জ করতে হবে।
বিশেষ বৈশিষ্ট্য:
একবার রিচার্জ করেই উপভোগ করতে পারবেন দৈনিক ব্যবহার ভিত্তিক ঘ্যাচাং কল রেট
এই অফারটি পাওয়ার জন্যে কোন জটিল প্যাকেজ পরিবর্তন বা নিবন্ধনের প্রয়োজন পড়বে না
ঘ্যাচাং কল রেট
১১ পয়সা / ১০সেকেন্ড- দৈনিক রবি-রবি কিংবা রবি-অন্যান্য অপারেটরে লোকাল ভয়েস কলের জন্যে ৫ টাকা (ভ্যাটসহ) খরচ করার পরে নিচের ঘ্যাচাং কল রেট পাবেন।
রবি নম্বরে ১১পয়সা/১০সেকেন্ড।
অন্যান্য অপারেটরে ১১পয়সা/১০সেকেন্ড।
১০ পয়সা /১০সেকেন্ড- দৈনিক রবি-রবি কিংবা রবি-অন্যান্য অপারেটরে লোকাল ভয়েস কলের জন্যে ১০ টাকা (ভ্যাটসহ) খরচ করার পরে নিচের ঘ্যাচাং কল রেট পাবেন।
রবি নম্বরে ১০ পয়সা / ১০সেকেন্ড।
অন্যান্য অপারেটরে ১০ পয়সা / ১০সেকেন্ড।
৫ পয়সা /১০সেকেন্ড- দৈনিক রবি-রবি কিংবা রবি-অন্যান্য অপারেটরে লোকাল ভয়েস কলের জন্যে ২০ টাকা (ভ্যাটসহ) খরচ করার পরে নিচের ঘ্যাচাং কল রেট পাবেন।
রবি নম্বরে ৫ পয়সা / ১০সেকেন্ড।
অন্যান্য অপারেটরে ১০ পয়সা / ১০সেকেন্ড।
সকল কল রেটের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
মেয়াদ ও অন্যান্য বৈশিষ্ট্য:
ঘ্যাচাং কল রেট প্রতি ক্যালেন্ডার দিনের ২৩:৫৯:৫৯ ঘন্টা পর্যন্ত কার্যকর হবে।
দৈনিক ০ থেকে ৪.৯৯ টাকা ব্যবহার করেই গ্রাহক সংশিৱষ্ট প্যাকেজ কল রেট উপভোগ করবেন।
এফএনএফ, প্রিয় কিংবা নিয়মিত কল রেট ঘ্যাচাং কল রেটের চেয়ে কম হলে, গ্রাহক উক্ত কম কল রেট পাবেন।
দৈনিক ব্যবহার চেক করতে *৪৪৪*৪৩# (ফ্রি) ডায়াল কর্বন।
বিস্তারিত জানতে দেখুন: জিজ্ঞাসা
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
শিপু ভাই বলেছেন:
এই বিষয়ে (মোবাইল অপারেটর অফার প্যাকেজ)বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু করা উচিত!!! শালারা!!!
মোবাইল ফোন কিঞ্ছি, কল করি, কল রিসিভ করি, মেসেজ পাঠাই- কোন প্যাকেজের (শুরুতেই যেটা ছিল সেটাই ব্যাবহার করছি- প্রতি সেকেন্ড পালস) ধার ধারি না।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮
মাহতাব সমুদ্র বলেছেন: এটা ধানবাজি
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩
এই আমি রবীন বলেছেন: আমরা হীরক রাজার দেশে আছি, এইসব দেখার কেউ নেই!
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
ঢাকাবাসী বলেছেন: আসলেই এই মোবাইল অপারেটরদের চাপা আর ভন্ডামী অসহ্য। ভাল লাগল আপনার লেখা।