নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

এক ক্লিক যমুনা ফিউচার পার্কের সব ছবি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের উদ্বোধন



ভবনটি সারাপৃথিবীর সেরা স্থাপত্যের তালিকায় স্থান করে নিতে চলেছে। রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন ১২০ বিঘা মূল্যবান জমির ওপর যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স। এখানে ৩৩ বিঘা জমির ওপর নির্মাণ করা হয়েছে রাজউক অনুমোদিত যমুনা ফিউচার পার্ক শপিং মল। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম। কেননা ভবনটি নির্মাণকালে সব ধরনের সতর্কতা নিয়মাবলী যথাযথভাবে পালন করা হয়েছে। গুণগতমানে সবচাইতে ভালো ও মজবুত নির্মাণসামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। নির্মাণের সময় গুণগত মানে কোনো ছাড় দেয়া হয়নি। শপিং মলের চারদিকে থাকছে নিজস্ব ৬০-৮০ ফুট প্রশস্ত রিংরোড। পুরো ভবনটিকে সৌন্দর্যম-িত করতে এর চারদিকে বিশাল এলাকা নিয়ে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। মানুষের আকর্ষণ বাড়াতে এই খালি জায়গায় বিনোদনের জন্য এ যাবৎকালে বাংলাদেশের সর্ববৃহৎ থ্রিলিং রাইড নিয়ে থিমপার্ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখন পানির ফোয়ারা ও সবুজবাগান নির্মাণ করা হচ্ছে। ভবনের সামনে থাকবে অভ্যন্তরীণ রাস্তা ও ফ্লাইওভার। বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের উদ্বোধন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

ভোরের সূর্য বলেছেন: আমি কোথাও খুজে পেলাম না যে যমুনা ফিউচার পার্ক শপিংমল বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ।আমি জানিনা এই তথ্য কোথায় থেকে পাওয়া।এভাবে মানুষকে ধোকা দেয়ার মানে কি।লিংকগুলো দেখুন এবং দেখুন বিশ্বের বৃহত্তম শপিংমলগুলো।আর কেউ যদি জানেন তাহলে বলুন কোথায় পেয়েছেন এই তথ্য যে এটা বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ।উকিপিডিয়া হচ্ছে একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া যেখানে সব তথ্য পাওয়া যায়,সেখানেও দেখুন যমুনা শপিং মলের অবস্থান।
উকিপিডিয়া
২৫টি বৃহত্তম শপিং মলের লিস্ট দেখুন

টপ ১০টি শপিং মল

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

নিকোলাস বিপ্‌স বলেছেন: নতুন কোন বিল্ডিং বা শপিং মল হলেই তা কোন না কোন দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এই জাতীয় আজগুবি খবর প্রচার করা হয়।

আমি সাভারে থাকি। এখানের চার তলা বিশিষ্ট নির্মানাধীন নিউ মার্কেট টা নাকি ঢাকার ৩য় বৃহত্তম। আমি অবাক!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

ভোরের সূর্য বলেছেন: আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে এরকম যে বাংলাদেশের অমুক বিশ্বে প্রথম বা দ্বিতীয়। আসলে আমাদের জানার গন্ডি অনেক কম।না জেনেই বা ভেরিফাই না করেই অনেক কিছু বলি।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি যতোদূর জানি ....কথাটা সত্যি।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

বাহিরের মানুষ বলেছেন: 5.45 million sq ft এই হিসেবে এটা বলা হয়েছে।
25 Largest Shopping Malls In The World
আর কোথাও নেই এর কারন হয়তো নির্মাণাধীন ছিল এ জন্য।
আর আমারা বাঙালি তো তাই একটু বাড়িয়ে বলি।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

ভোরের সূর্য বলেছেন: @ইরফান আহমেদ ভাই।আমার দেয়া ৩টা লিনক গুলো দেখুন। @বাইরের মানুষ ভাই এটা কোনকালেই ৩য় ছিলনা।আমার লিনকগুলো দেখুন ওখানে আপনার দেয়া লিনকটাও আছে। বিশেষ করে উইকিপিডিয়া দেখুন।ওখাানে নির্মানকাল ও বর্গমটার সব দেয়া আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.