নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

যমুনা ফিউচার পার্ক এই এলাকার মানুষের জন্য এক দুর্ভোগ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬







যমুনা ফিউচার পার্ক এই এলাকার মানুষের জন্য এক দুর্ভোগ রাজধানীর প্রগতি সরণিতে শুক্রবার ‘যমুনা ফিউচার পার্ক’ উদ্বোধন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তায় শত শত গাড়ির অবৈধ পার্কিং শুরু হয়েছে। বিকেল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত এ অবৈধ পার্কিংয়ের কারণে অসহনীয় যানজটে পড়ে পথচারীরা। পুলিশ আন্তরিকতার সঙ্গে ব্যাপক তৎপরতা চালিয়েও যানজট কমাতে পারেনি। একপর্যায়ে পুলিশ রেকার নিয়ে এলেও হুমকির মুখে কাজ করতে পারেনি



যমুনা ফিউচার পার্ক এই এলাকার মানুষের জন্য এক দুর্ভোগ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:

কুড়িল ফ্লাইওভার হয়ে জ্যাম নাই হয়ে গেছিল কিন্তু এখন বসুন্ধারার সামনে থেকে ভাল জ্যাম তৈরি হবে

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

রাতুল রেজা বলেছেন: খালি খালি ওইখানে তেরাবেকা ফ্লাইওভার কইরা পেচাইল। যা ছিল তাইত থাকলো।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

েবনিটগ বলেছেন: বহি লয়ে অতীতের সকল বেদনা ,

ক্লান্তি লয়ে , গ্লানি লয়ে , লয়ে মুহূর্তের আবর্জনা ,

লয়ে প্রীতি ,

লয়ে সুখস্মৃতি ,

আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া

এই দেহ যেতেছে সরিয়া

মোর কাছ হতে ।

সেই রিক্ত অবকাশ যে আলোতে

পূর্ণ হয়ে আসে

অনাসক্ত আনন্দ - উদ্ভাসে

নির্মল পরশ তার

খুলি দিল গত রজনীর দ্বার ।

নবজীবনের রেখা

আলোরূপে প্রথম দিতেছে দেখা ;

কোনো চিহ্ন পড়ে নাই তাহে ,

কোনো ভার ; ভাসিতেছে সত্তার প্রবাহে

সৃষ্টির আদিমতারা - সম

এ চৈতন্য মম ।

ক্ষোভ তার নাই দুঃখে সুখে ;

যাত্রার আরম্ভ তার নাহি জানি কোন্‌ লক্ষ্যমুখে ।

পিছনের ডাক

আসিতেছে শীর্ণ হয়ে ; সম্মুখেতে নিস্তব্ধ নির্বাক্‌

ভবিষ্যৎ জ্যোতির্ময়

অশোক অভয় ,

স্বাক্ষর লিখিল তাহে সূর্য অস্তগামী ।

যে মন্ত্র উদাত্ত সুরে উঠে শূন্যে সেই মন্ত্র— ‘ আমি ' ।

রবি ঠাকুর

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবৈধ পার্কিং টাই সমস্যা.....যমুনা ফিউচার পার্ক না।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

খাটাস বলেছেন: ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবৈধ পার্কিং টাই সমস্যা.....যমুনা ফিউচার পার্ক না।
মানুষ গেছে পাগল হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া রুলার কুশটার দেখে। /:)

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: এই জাতির কাছ থেকে এর বেশী কিছু আশা করবেননা। দাড়িয়ে ট্রাফিক জাম করবে, জিজ্ঞেস করলে খাক করে থুথু ফেলে বলবে, আপনার কি, রাস্তাটা কি আপনের বাপের?

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পার্কিঙের যথযথ ব্যবস্থা নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.