আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
দুই দিন আগে ইন্ডিয়ার কর্ণাটকে জিনস,টি-শার্ট পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। আজকে জানলাম এদেশে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসে হেজাব নেকাব নিষিদ্ধ করেছে। তালেবান দেশের মতো আপনার অধিকার নাই তাকে জোর করে বোরখা-হেজাব পড়াবেন এটা আপত্তিকর। আবার পশ্চিম ইউরোপের কতিপয় দেশের মতো টেনে তার বস্ত্র হরণেরও দরকার নাই।
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
রাখালছেলে বলেছেন: ছবিটাতো চমৎকার । তবে মানে বুঝলাম না । আপনার সাথে একমত । যাদের সমস্যা তাকেই তার মত করে সমাধান করা উচিত। চাপিয়ে দেয়া উচিত নয় ।
full version
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
রাখালছেলে বলেছেন: ছবিটাতো চমৎকার । তবে মানে বুঝলাম না । আপনার সাথে একমত । যাদের সমস্যা তাকেই তার মত করে সমাধান করা উচিত। চাপিয়ে দেয়া উচিত নয় ।