আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
চাকরি, পড়াশোনা, ভ্রমণ শেষে বিদেশ থেকে দেশে ফেরার সময় সবাই-ই কম বেশি বিদেশী পণ্য নিয়ে আসেন। একজন যাত্রী নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট কিছু পণ্য বিনা ট্যাক্সে বহন করতে পারেন। অতিরিক্ত বা নির্দিষ্ট পণ্যের বাইরে অন্য কোনো পণ্য হলে তার উপর কাস্টমস কে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পরিশোধ করতে হয়। অনেক সময় অসতর্কতার কারণে অনেককে ক্রয়কৃত পণ্য এয়ারপোর্টে ফেলে আসতে হয়। তাই আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। এই ট্যাক্স এর তালিকা বাণিজ্যিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে এটি প্রযোজ্য।
full version
©somewhere in net ltd.