নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝবেন আপনি মরা মুরগীর গ্রীল/শর্মা খাচ্ছেনঃ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

১) যখন দেখবেন গ্রীল/ শর্মাতে গোলাপ জলের গন্ধ পাচ্ছেন। ২) যখন গ্রীল / শর্মাতে অতিরিক্ত ঝাল এবং জিরা ব্যবহার হচ্ছে। ৩) মুরগীর মাংস কামড় দিয়ে যখন দেখবেন কিছুটা রুক্ষ ভাব আছে এবং তুলনামুলক ভাবে শক্ত ৪) যখন দেখবেন মুরগীর হাড্ডির ভিতরের মজ্জাটা অতিরিক্ত কালো। সকল সর্তকতা স্বত্তেও যদি কেউ মরা মুরগীই খেয়েই ফেলেন তাহলে নিজেকে এক দিনের জন্য বেয়ার গ্রীল ভেবে পুলকিত হওয়া ছাড়া সান্তনা পাবার কোন উপায় নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

শ্রীঘর বলেছেন: মানুষ ত মরাই খা্য়। তবে মেক সিউর হওয়া উচিত যেন মরাটা খাওয়ার উপযুক্ত।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মুরগী যদি শর্মার মধ্যে নড়াচড়া না করে তাহলেই বুঝবো এই মুরগী মরা।এটা ছাড়া আর কোন উপায় দেখিনা :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

মেহেদী হাসান মানিক বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মুরগী যদি শর্মার মধ্যে নড়াচড়া না করে তাহলেই বুঝবো এই মুরগী মরা।এটা ছাড়া আর কোন উপায় দেখিন

:)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

সাউন্ডবক্স বলেছেন: কেন যে মিয়া মনে করাই দেন এই সব.।।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

স্বপনচারিণী বলেছেন: বাইরে খাওয়ার দরকার কি? টাকা নষ্ট, স্বাস্থ্য নষ্ট। একটু কষ্ট করে ঘরেই বানিয়ে খাওয়া ভাল। গ্রিল না হলে মুরগী ভাজা খাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.