![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
খুলনার রূপসা নদীর তীরে খানজাহান আলী রূপসা সেতুকে ঘিরেই তৈরি হয়েছে এবারের 'ইত্যাদি'র মঞ্চ। এ উপলক্ষে 'ইত্যাদি' তার বিশাল বহর নিয়ে গত ২১ সেপ্টেম্বর যায় খুলনায়। গত ২২ সেপ্টেম্বর ধারণের দিন রূপসা নদীর পূর্ব তীরে আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ করা হয় 'ইত্যাদি'। 'ইত্যাদি'র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। 'ইত্যাদি'র পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হয় ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।
ডাউনলোড লিঙ্ক
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬
যান্ত্রিক বলেছেন: ধন্যবাদ।