আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
গীতিকার ও সুরকার প্রথমবারের মতো হিসেবে আত্মপ্রকাশ করলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। শুধু লেখা এবং সুর নয়, এসব গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ঈদের মোট ৪টি টেলিফিল্ম ও নাটকে ৭টি গানে কণ্ঠ দিয়েছেন মাহফুজুর রহমান।
১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
ডরোথী সুমী বলেছেন: জামাই শুনে চমকে উঠেছিলাম। জামাই মানেতো মেয়ের স্বামী। মনে মনে বলে ফেলেছিলাম 'নাউজুবিল্লাহ' পরে বুঝলাম অনেক জায়গায় নিজের স্বামীকেও জামাই বলে। না জানি কেমন হয় অনুষ্ঠানটি। ভয়েই আছি।
full version
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭
ডরোথী সুমী বলেছেন: জামাই শুনে চমকে উঠেছিলাম। জামাই মানেতো মেয়ের স্বামী। মনে মনে বলে ফেলেছিলাম 'নাউজুবিল্লাহ' পরে বুঝলাম অনেক জায়গায় নিজের স্বামীকেও জামাই বলে। না জানি কেমন হয় অনুষ্ঠানটি। ভয়েই আছি।