আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
রাজধানীর মোহাম্মদপুর থেকে বাসে করে প্রেসক্লাবের দিকে আসছিলাম। তখন ছিল ভর দুপুর। ভ্যাপসা গরম। ডিইউজে এবং বিএফইউজে নির্বাচনকে কেন্দ্র করে ছিলাম একটু অন্যমনস্ক। বাসে হঠাৎ নামাজ শিক্ষা বই বিক্রেতা একটি নারী কণ্ঠ শুনে চমকে উঠলাম। তার দিকে তাকাতেই দেখলাম পুরো শরীর বোরখায় ঢাকা। শুধু মুখের নেকাবটা সরানো। কণ্ঠটি খুব পরিচিত মনে হলেও চেহারা তেমন একটা মিলাতে পারছিলাম না। কে এই নারী? তিনি খুব মনোযোগের সঙ্গে বই বিক্রয়ের যাবতীয় কথা আওড়িয়ে যাচ্ছিলেন। এক সময় তার চোখ পড়ল আমার ওপর। এগিয়ে এসে বললেন, ‘হ্যাঁ আমি বনশ্রী।’ একথা বলেই মুহূর্ত মাত্র বিলম্ব না করে তিনি চলে গেলেন। ঘটনার আকস্মিকতায় পাশের লোকজন আমার দিকে তাকিয়ে থাকলেও আমি চলে গেলাম বেশ কয়েক বছর পেছনে।
১| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
হ্যারিয়ার-৩ বলেছেন: সুধু লিঙ্ক ?
full version
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
হ্যারিয়ার-৩ বলেছেন:
সুধু লিঙ্ক ?