আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
যুগ এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ পুলিশ যেন দিন দিন পিছিয়েই যাচ্ছিলো। যেখানে বিদেশে ৯১১ নম্বরেডায়াল করেই পাওয়া যায় সকল জরুরি সমস্যার সমাধান, সেখানে দুষ্প্রাপ্য এই সুবিধাটি যেন হাতে চাঁদ পাওয়ার মতোই। এবার বাংলাদেশেও চালু হলো অ্যান্ড্রয়েড ফোনে পুলিশি সহায়তা। বাংলাদেশে প্রথমবারের মতো এই ব্যবস্থাটি চালু হলো উত্তরার সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল)মাসরুফ হোসেন (উত্তরা ক্রাইম ডিভিশন) এর হাত ধরে। তার উদ্যোগে এবং বুয়েটের দুই তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ার (দুজনই প্রাক্তন ক্যাডেট এবং বুয়েটিয়ান) মো. তারিক মাহমুদ এবং মো. মনসুর হোসেন তন্ময়ের সহায়তায় চালু হলো এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি।
১| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
সাদা রং- বলেছেন: খুব ভালো উদ্ধ্যোগ
full version
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
সাদা রং- বলেছেন: খুব ভালো উদ্ধ্যোগ