নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর খিলক্ষেত-এ ঢাকা রিজেন্সি হোটেল-এর সামনে ফুটওভার ব্রিজ টি যদি সম্প্রসারণ করে একেবারে রেললাইন পার করে মান্নান প্লাজার সাথে লাগিয়ে দেওয়া হয় তবে আমার মনে হয় খিলক্ষেত বাসী একটু হলেও শান্তিতে রাস্তা পারাপার করতে পারবেন। কেননা গত কিছুদিন আগে এয়ারপপোর্ট এর পুরাতন ফুট ওভার ব্রিজ টি ক্র্যাচ করে নতুন সম্প্রসারিত ব্রিজ করা হয়েছে। তবে এয়ারপোর্ট এর ব্রিজ টি যদি আশকোনা হাজীক্যাম্প পর্যন্ত করা হতো তবে কতই না সুন্দর্য হতো। এই কথা তারাই অনুধাবন করতে পারেন যারা সুন্দরগঞ্জের মানুষ।
আমার মতামত আমি পেশ করলাম। কি হবে আমি জানি না। তবে আমার মনে হলো বাস্তবায়িত হলে কম খারাপ হবে না। জয় হোক মানবতার-জয় হোক বাংলাবাসির। সকলের জয় হোক। ধন্যবাদ। জয়তু ধনবং সব্বেত কালাকার।
©somewhere in net ltd.