নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোডিং

মেঘ নাকি রোদ্দুর

খাই দাই আর ঘুমাই, এর বেশি নিজের সর্ম্পকে জানি না

মেঘ নাকি রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটে দুইটা গপ্পো :) :D

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

১। বিশ্বাস
অবন্তী তার ফোনে মেসেজ লিখল " আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না কেন? তোমার বিশ্বাসী হতে আর কি কি করতে হবে?"
অতঃপর সে মেসেজটা আমাকে এবং আমার বন্ধু শুভ্রকে পাঠালো..!!

২।চিন্তার বিষয়
"লাভ ইউ জান,মিস ইউ " আমি অবন্তীকে মেসেজ দেই।
"লাভ ইউ টু শুভ্র,ইউ আর দি হোল ওয়াল্ড টু মি। আই এ্যলোয়েজ মিস ইউ" অবন্তীর রিপ্লাই পড়ে চিন্তায় নিমগ্ন হয়ে গেলাম যে, কেন যে আমি প্রতিদিন শুভ্রর ফোন থেকে অবন্তীকে মেসেজ দিই? ভেবেই পাই না..!!


হয়তো এইটাই শেষ পর্ব।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

তার আর পর নেই… বলেছেন: দু নাম্বার বড্ড কঠিন হইছে :D

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) ধন্যবাদ

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভেজাল মেয়ে অবন্তী! ভাল্লাগসে!

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: হেঁ হেঁ হেঁ, ধন্যবাদ কবি।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

রিয়াজ সোহাগ বলেছেন: চিন্তার বিষয়
কেন যে প্রতিদিন শুভ্রর ফোন থেকে অবন্তীকে মেসেজ দেন? সমস্যা কি এখানে?

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ইউ হ্যাভ টু বুঝতে হবে ভাইজান :)

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

তাসলিমা আক্তার বলেছেন: সময়ের অস্থিরতাটুকু ধরা পরেছে আপনার লেখায়।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসায় এক সাথে দুইজনের কাছ থেকে বিশ্বাস পাওয়া যায় নাকি!
২ নাম্বার কমেন্ট পড়ে হাসলাম

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: হেঁ হেঁ হেঁ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

ফারজানামিতু বলেছেন: সব জায়গায় ভেজাল হতে হতে এখন সেটা ভালোবাসায়। মজা পেলাম পড়ে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: হুম ঠিকই বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

খোলা মনের কথা বলেছেন: বর্তমান রোমান্টিক গল্প। ভাল লাগলো :#)

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: জ্বী ভায়্যু, "লুমান্টিক" বাশ

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

ভুমিসংকর বলেছেন: বাহ চমৎকার ! আপনার সৌজন্যে একটা ১ মিনিটের একটা গপ্প B-))

একদিন এক কৃষক বাড়ি থেকে ধানের বস্তা কাধে নিয়ে বাজারে বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে বের হল। পথে এক অপরুপা সুন্দরী মেয়ে দেখে তার চোখ আটকে গেল। কি সুন্দর সবুজ রংয়ের সেলোয়ার কামিজ পড়ে হরিণের মত হেটে হেটে যাচ্ছে ! কৃষকটা কাধে বস্তা নিয়ে মন্ত্রমুগ্ধের মত মেয়েটির পেছন পেছনে হাটতে লাগল। কিছুদুর যাবার পর আরেকটি অপরুপা সুন্দরী মেয়ে দেখে তার চোখ আটকে গেল । কি সুন্দর গোলাপী রংয়ের সেলোয়ার কামিজ পরে হরিণের মত হেটে হেটে যাচ্ছে ! কৃষকটা কাধে বস্তা নিয়ে মন্ত্রমুগ্ধের মত মেয়েটির পেছন পেছনে হাটতে লাগল। কিছুদুর যাবার পর আরেকটি অপরুপা সুন্দরী মেয়ে দেখে তার চোখ আটকে গেল । কি সুন্দর কালো রংয়ের সেলোয়ার কামিজ পরে হরিণের মত হেটে হেটে যাচ্ছে ! হটাৎ কোথায় যেন উস্টা খেয়ে কৃষক ধরমড় করে পরে গেল । রাগে ক্ষোভে বলে ওঠলো ধুর !

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: হেঁ হেঁ হেঁ। আন্নের গপ্প পড়ে মগা পাইলাম। গপ্পের জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: :||

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :P :-B

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

অপরিচিত অতিথি বলেছেন: Besh mojar e to silo... Aro porbo diyen. Sorry for banglish

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) :) ধন্যবাদ। চেষ্টা থাকবে।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: কাহিনীর কোথায় যেন ভেজাল আছে?

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ভেজাল নিয়েই তো আমাদের জীবন। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: প্রামানিক বলেছেন: কাহিনীর কোথায় যেন ভেজাল আছে?

ভেজালে দুনিয়া ভরে গেছে !

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ঠিক বলেছেন ভাই, ভাল থাকবেন সবসময়, ধন্যবাদ।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: মেঘ নাকি রোদ্দুর ,




এ সময়ের কঠিন এবং প্রচলিত সত্যটিকে তুলে এনেছেন । এক মিনিটের গল্পে পেছনের আনুমানিক ১০ টি বছর আর সামনের অজানা সংখ্যক বছরের ছবিটাই আঁকলেন । সম্ভবত নিজের অজান্তেই লিখে ফেলেছেন এমনটা !

"বিশ্বাস" জিনিষটি আজ আর মেঘের কোলে রোদ্দুর হয়ে ফুঁটে ওঠেনা । মেঘের জল ঝড়ানোর মতো নর্দমায় গড়িয়ে যায় ।
বরং "অবন্তী" আর " আমি " ই এখন হট ফেভারিট ভালোবাসার ( ?) মাঠে । যে যতো বেশী অবিশ্বাসী তার চাহিদা ততো বেশী ।

শুভেচ্ছান্তে ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: আমি আরার মনের গভীর উপলব্ধিটা অল্প কথায় প্রকাশ করেছি। কিন্তু কথাটির অর্থ অনেক বড়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আহমেদ জী এস বলেছেন
যে যতো বেশী অবিশ্বাসী তার চাহিদা ততো বেশী ।


ভালো লিখেছেন। +

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

তাশমিন নূর বলেছেন: হা হা হা। মজা পেয়েছি।

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) :D

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

টোকাই রাজা বলেছেন: ভেজাল X((

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: রাগ কেন? ভায়্যু B:-)

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: ফেসবুকে দেখা একটি লেখা মনে পরল।
আজকাল কার ছেলে গুলি খুবই সন্দেহ প্রবন
কিভাবে? ৩ জনের সাথে প্রেম করি তিনটাই আমারে সন্দেহ করে :-/

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: হেঁ হেঁ। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

মিথ্যে বল না বলেছেন: স্ত্রী: তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে সে দাজ্জাল। তোমার বন্ধুকে বারণ কর।
স্বামী: কেন আমি তাকে বারণ করব, সে কি আমাকে বারণ করেছিল...

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) :D

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন্দ নয়...............

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: :) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.