![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ৭ ই নভেম্বর বিপ্লবের ৯৫ তম বার্ষিকী। ভ্লাদিমির ইলিচ লেনিন আজ সারা দুনিয়ার সামনে হাজির করলেন একটা নতুন শাসন ব্যবস্থা যার নাম মার্ক্সিজম, সোজা বাংলায় মার্ক্সবাদ। রাষ্টড় চালনার একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি। পুরো দশ দিন ধরে চলে তান্ডব। বলশেভিক বিপ্লব। একটা নতুন শব্দে কেঁপে উঠে পুরো রাশিয়া। কমরেড! কি জাদু আছে এই শব্দ টিতে। কিন্তু সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলো এই শব্দ। লক্ষ লক্ষ সর্বহারা শ্রমিক শ্রেনীর মনে আশা জাগানির এক গান আজকের দিনে লিখা শুরু হয়েছিলো। জন্মেছিলো সোভিয়েত রাশিয়া। এবং তার থেকে সোভিয়েত ইউনিয়ন। যে সোভিয়েত ডাক দিয়েছিলো বিশ্ব বিপ্লবের , অত্যাচারিত গণ মানুষের কথার। সেই সোভিয়েতের আজ অঙ্কুর রোপিত হয়েছিলো।
পুরো দশ দিন ধরে চলে এই বিপ্লব। পতন ঘটে অত্যাচারী জার দের। পতন ঘটে জার দ্বিতীয় নিকোলাসের। রাশান ক্যলেন্ডার অনুসারে এটা অক্টবর মাস ছিলো। তাই ইতিহাস একে অক্টবরের বিপ্লব বলে চিহ্নিত করে এসেছে। এই দুনিয়া কাঁপানো দশ দিনে পরিবর্তন আসে মানুষের ভাবনায় , মানুষের চিন্তায় এর পর সোভিয়েত ঘৃহযুদ্ধ ও শেষ বুর্জোয়া শাসকের পতন হয় ধীরে ধীরে। মহান যোদ্ধা ট্রটস্কি আর স্ট্যলিনের হাত ধরেই বদলে যায় গণ মানুষের ইতিহাস। সাইবেরিয়া থেকে ককেশাস ভলগা থেকে ভনকান রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত কাপন ধরিয়ে দেয় শ্রমিকের শক্তি।
হোক এই গল্প ১৯১৭ সালের কিন্তু এই চিৎকার কি মিথ্যা? অবশ্যই না। আজও ধনীক শ্রেনীর রাশিয়ান ক্রেমলিনের বুকে চিৎকার করে উঠে সেই সব বিপ্লবীর চিৎকার সাম্য , শান্তি , ভ্রাতিত্ব বোধের কথা। সে দিন বিপ্লবীদের স্লোগান ছিলো শান্তি , খাদ্য , ভুমি, সকল ক্ষমতার উৎস যোভিয়েত (Peace, Bread, Land’ and ‘All Power to the Soviets’). সে দিন লেলিন প্রমাণ করে গেছেন মনে প্রাণে চাইলে সব কিছুই সম্ভব। যে বংশের শাসন ক্ষমতার মালিক ছিলেন রানী ক্যাথরিন, জার পিটার দ্যা টেরিবলের মতো রক্ত পিপাসু শাসক জার নিকোলাস, জার উইলিয়াম, জা পিটার দ্যা গ্রেটের মতো বিলাসী শাসক সেই রাজ বংশকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে পেরেছিলেন লেনিন। তিনি বলেছিলেন সে দিন তাঁর এক মাত্র উদ্দেশ ছিলো সরকার পতন করা আর সারা দেশে সোভিয়েতের শাসন প্রয়োগ করা। লিনিন তা করে দেখিয়েছেন। যদি লেনিন আর ১০ টা বছর ক্ষমতায় ত্থাকতেন ইতিহাস পালটে যেতো এটা আমি নিশ্বয়তা দিতে পারি, আজ এ রকম নির্লজ্জ্ব উত্থান ঘটতো না মার্কিন বুর্জোয়াবাদের।
সে যাই হোক এই বিপ্লব সারা বিশ্বকে দিয়েছিলো নতুন করে ভাবার শক্তি, স্ট্যালিনের মতো অসাধারণ এক সেনা নায়ক, ট্রটস্কির মতো এক থিঙ্কিং মেশিন, ম্যক্সিম গোর্কি , নিকোলাই অস্ত্রভস্কির মতো লেখকদের। আর এই সোভিয়েতের প্রছন্ন সহায়তায় স্বাধীন হয় কিউবা, বংলাদেশ বিপ্লব ঘটে আধুনিক আরব বিশ্বের, জন্ম নেন চে, ফিদেল , ইন্দিরা, মুজিব , গাদ্দাফি, খালেদ মোশারফের মতো বিশ্ব বরেন্য রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব। আমি মার্ক্সবাদের ছাত্র বলেই আমি সোভিয়েত কে ধোয়া তুলসী পাতা বলবো না। সোভিয়েত গণ মানুষের শক্তি এটা অস্বীকার যে করবে সে হয় ইতিহাস মানে না অথবা বদ্ধ উন্মাদ। কিন্তু তাই মার্কিনিদের সাথে প্রতিযোগীতা করে হাজার হাজার রুবল খরচ করে মহাকাশ যান পাঠানো অস্ত্রের গুদাম বানানো, গুপ্ত হত্যা, হাজার হাজার অভিজাত পরিবার কে পথে বসানো আমি সমর্থন করি না। আমার বিপ্লবী সত্তা সমর্থন করে না। কিন্তু সোভিয়েতের দান অসীম। হাজার বছর ধরে মানুষের শোষনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছিলো এই বিপ্লব। আজ ৯৫ বছর পর আবার লাল সালাম সেই কমরেড দের যাদের রক্তের বিনিময়ে আমরা আজো বেঁচে থাকার শক্তি পাই। ভাবি কালকে আরেক টা নতুন দিন নতুন একটা যুদ্ধ। নতুন করে মানুষের মিছিলে পালটে দেবার দিন। বিপ্লব ধির্ঘজীবি হোক।
মুক্তির এই কঠিন কাটাতারে যদের দেহ আজো রয়িয়াছে ঝুলিয়া
যে মানুষের রক্তে আজ ও শ্বাস নেয় আমার বুকের উন্মাদ হাপর
সেই মানুষের গানে আবার নতুন করে গরবো এই মানুষের দুনিয়া
অত্যাচারী বুর্জোয়ার মুখে আবার আসছে এগিয়ে বিপ্লবীর রক্তাক্ত থাপর
কাপণ ধরিয়ে দেয়া হিম রক্ত শ্রোত পেরিয়ে এসেছি তোমাদের কাছে বন্ধু
নেবে না আমায় আপন করে শামিল করে তাদের দলে
যারা দিয়ে গেলো রক্ত অকাতরে।
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:২৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ওটা বাংলার দুর্ভাগ্য
২| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২০
ঘুমন্ত আমি বলেছেন: আমি এখন ইংরেজীর বিষয় এর একটা বিষয় এই বিপ্লব নিয়ে পড়ছি !দেখি কতটুকু বুঝতে পারি
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩১
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: বুঝবেন। সংগ্রাম চালান বুঝবেন
৩| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১১
হাফিজুর রহমান মাসুম বলেছেন:
...আজও মেলেনি মুক্তি কারও
মিলবে কী কোনদিন?
মিলবে কি রে বন্ধু
ছিনিয়ে আনতে হবে।
হায়েনারা বেঁধেছে জোট
প্রতিনিয়ত করছে ভোট
কৃষকের-শ্রমিকের বজ্র মুষ্টি
আর কী থাকবে নিস্ক্রিয়?
এবার আয় বন্ধু ছুটে আয়
দল বেধে আয় চলে
ঐ বুঁর্জোয়া শকুনিদের দুর্গে
আঘাত আজ হানতেই হবে।
তোরা ছাড়া কে আর পারবে
এই পৃথিবীর সরাতে জজ্ঞাল?
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:৩১
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: বিপ্লব দীর্ঘজীবী হোক
৪| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৬
কবুতর সন্ধানী বলেছেন: গ্রুপ মেম্বার/সদস্য চাই http://www.somewhereinblog.net/group/accident
০৯ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০৬
ত্রিশোনকু বলেছেন: আমি তো ভাবছিলাম আজ সেনাবাহিনীর অফিসার হত্যা দিবস।