নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনেপ্রাণে বাংলাদেশী

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে

কাজিম কামাল

স্বপ্ন দেখি এক নতুন পৃথিবীর...... সবাই ভালো থাকুন,..।

কাজিম কামাল › বিস্তারিত পোস্টঃ

রুপসা০০৭ থামলে ভালো লাগে, পেমেন্ট নেন ভালো কথা একটু খেটে খান। X(X(X(

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫



সামুতে আজকাল নিয়মিত লেখা হয় না। মাঝে মাঝে পড়া হয়। কিন্তু রুপসা০০৭ এর কান্ড দেখে থামতে পারছি না। X(X(X(

এই মুহুর্তে তার প্রথম পাতায় পোস্ট সংখ্যা চার ।

উনার যে মেধার বিস্ফোরণ হয়েছে ব্যাপারটা তাও না। সবই কপিপেস্ট।/:)/:)

ব্লগার পরিসংখ্যানঃ



পোস্ট করেছেন: ২১৭টি

মন্তব্য করেছেন: ২৭টি

মন্তব্য পেয়েছেন: ৫৩৮টি

ব্লগ লিখেছেন: ১০ মাস ৩ সপ্তাহ

ব্লগটি মোট ২২৮১৩ বার দেখা হয়েছে





তবে অনেক পোস্টই ড্রাফটে আছে বলে হিট সংখ্যা থেকে সিদ্ধান্তে আসা যায়।

তারা প্রকৃত পোস্ট সংখ্যা ৫০০ এর অধিক হবে বলে মনে করি। এমনকি তা হাজারো ছাড়াতে পারে !!



উনি একটি বিশেষ দলের হয়ে লিখেন। তবে তা উল্লেখ করে রাজনৈতিক বিতর্কে যেতে চাই না। উনার নিজের একটা পছন্দ থাকতেই পারে। :|:|:|



কিন্তু সামুর মডারেশন কিভাবে এটা এলাউ করে এক সাথে ৪ টা পোস্ট ।

অনেকে পুরা সপ্তাহ খেটে একটা পোস্ট বানান আর উনি এখান ওখান থেকে উনার দলের পক্ষে যায় এমন লেখা কপি করে মেরে দেন। /:)/:)



নিকটির একটিভিটি থেকে এই ধারণায় আসা যায় এটি কোন ভাদাইম্যা :P:P চালায়। তবে নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর ব্যাপার এটা না।

উনার কন্টেন্ট এতোই নিম্নমানের যে তা আলোচনায় আনতে মনে সায় দেয় না। বরং ধরেই নেয়া যায় নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে এই অপকম্মটি সে করছে।



একটা প্রস্তাবঃ সারাদিনে কোন ব্লগারকে দুইটির বেশী পোস্ট দেয়ার সুবিধা রহিত করা হোক। আর প্রথম পাতায় কারো যেন একাধিক পোস্ট না থাকে। :-*:-*





[ তাড়াহুড়া করে লেখা, বানান ভুল মার্জনীয় ]

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

কাজিম কামাল বলেছেন: বেকুবটার ব্লগ লিংকঃ

http://www.somewhereinblog.net/blog/rupsa007

২| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

ম্রিয়মাণ বলেছেন: অবশ্যই একমত। সামুর নিরপক্ষতাও আজ প্রশ্নবিদ্ধ। ওরা মনে হয়ে পলিটিক্যালি খুব প্রেসারে আছে।

তবে আপনাকে এই পোস্টের জন্য স্বাধীনতাবিরোধী তকমা দিতে পারে কেউ।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

কাজিম কামাল বলেছেন: ভাই আমি কোন দলের নাম উল্লেখ করিনি।
তাইলে দেশপ্রেমিক বা স্বাধীনতবিরোধি তকমা কেম্নে দিবে?

৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

সবুজ সাথী বলেছেন: আপনি পোস্ট দিয়া ভালই করছেন। এই বলদ মিনিটে দুইটা করে পোস্ট প্রসব করে - এটা মডুদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিতে চাইছিলাম। এমনি এমনি মডুরা দেখতে পাবে বলে মনে হয়না।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

কাজিম কামাল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

তোমোদাচি বলেছেন: উনি যে ৫৩৮ টি মন্তব্য পেয়েছেন একটু ঘুরে আসুন দেখবেন তার গালি বা নেগেটিভ কমেন্ট!!

উতর প্রানী উৎপাদন করে বেশী - কথাটা সম্ভবত হুমায়ুন আজাদের!

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কাজিম কামাল বলেছেন: Great !!
Great Comment.

৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

নির্ভীক আহসান বলেছেন: কোন পোস্ট নির্বাচিত কিংবা স্টিকি হয় নাই এখনও?? X(( X(

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কাজিম কামাল বলেছেন: ;) ;) ;)

৬| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

শাহেদ চট্রগ্রাম বলেছেন: যাকে ভাল লাগে তার বেশি বেশি পোস্টও ভাল লাগে। আর যাকে লাগে না তার পোস্ট বিরক্তিকর মনে হয়।


আপনি কি আওয়ামীলীগার না জামাত-বিম্পি ?

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

কাজিম কামাল বলেছেন: Very IDAEL Comment.
Your Stat:

পোস্ট করেছেন: ২টি
মন্তব্য করেছেন: ৭৮টি
মন্তব্য পেয়েছেন: ২৯টি
ব্লগ লিখেছেন: ৬ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ৪৭৯ বার দেখা হয়েছে


Cant blame you .

৭| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

পরের তরে বলেছেন: এই ধরনের বলদদের ব্লগ থেকে বাহির কইরা দেওয়া দরকার। কারণ এই ধরনের বলদদের জন্য অনেক সুন্দর সুন্দর লেখা পাঠকরা পড়তে পারে না। মডুদের ব্যপারটা দেখা দরকার বলে মনে করি।

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

কাজিম কামাল বলেছেন: অনেকে কত ভালো ভালো লিখা লিখেন আর সে খালি কপি পেস্টায়।

৮| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

একজন ঘূণপোকা বলেছেন: আপ্নার লেখার শিরোনাম টা ভাল লাগছে। আর ও তো একটা আবাল

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

কাজিম কামাল বলেছেন: যাই হোক এটাতো চিড়িয়াখানা না।

৯| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

কিরিটি রায় বলেছেন: মাত্রই একটা পোষ্টে বলে আসলাম!!!

এবং অদ্ভুত বিষয় একই লোকের ৪টা পোষ্ট প্রথম পাতায়!!!!


সামুর ফ্লাডিং নীতিমালা কি বদলে গেছে!!!!!!!

কি জানি অনেক দিন আসিনাতো!!!! সেই সুবর্ণ ক্যাচালের;) সময় ছিল একরকম....:)

তবে আবালদের প্রসব নিয়ে তোমোদাচির কমেন্টে ++++

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কাজিম কামাল বলেছেন: আজকাল কি ব্লগিং কইরা মুজা আছে?

মাঝে মাঝে পড়তে আসি তাও এই গুলার জ্বালায়। X(( X(( X((

১০| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ননদালীনাজ বলেছেন: পে ই ড এর আর একটা উদাহরন এই হালা্য- রুপসা ০০৭ ! গদাম !

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কাজিম কামাল বলেছেন: ছাগু ছাড়া কাউকে গদাম দেওয়া জায়েজ আছে??

১১| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নষ্ট ছেলে বলেছেন: উনার পেমেন্টের কিঞ্চিৎ অংশ মডারেটররা পায় নাকি কে জানে ;)

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কাজিম কামাল বলেছেন: ;) ;) ;) ;)

১২| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শাহ আলম৬৭ বলেছেন: সামুর মডুরা নিরপেক্ষতো নয়ই বরং চরম হিংসুটেও মনে হয়। তাদের মতবিরোধী পোস্ট হলেও ব্যান করে দেয় যদিও বলা থাকে কারন জানানো হবে।

কিন্তু আমাকে একটা পোস্টের ''লিঙ্ক'' কাজ না করায় ভুয়া লিঙ্ক বলে মন্তব্য করায় আমাকে ৭দিনের কমেন্ট ব্যান করে মিছে কথা বলে যে, উপর্যুপরি নিয়ম ভেঙ্গেছি!! ৭দিন পর দেখি আমি নিরাপদ থেকে জেনারেল?

আজ আবার একটা পোস্ট দিলাম-কিন্তু পোস্ট প্রথম পাতা থেকে ড্রাফটে তো গেলোই বিনা নোটিশে আবার আমাকে পোস্ট ব্যান করা হয়েছে ঘোষনা ছাড়াই গোপন নীতিমালার আলোকে, জা আমরা কেউ জানিনে!!

এখন আমি পোস্ট দিয়ে পাবলিশ বাতনে প্রেস করলেও পাব্লিশ হবার অপ্সহন দেখায় কিন্তু প্রথম পাতায় আসেনা? দেখুন কী ভেল্কী!

আর অভিযোগের সুরাহা হবেই না---আপনি একাধিক পোস্ট দেন--ব্যান খাবেন!!!

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কাজিম কামাল বলেছেন: দুনিয়া বড়ই আচানক জায়গা। :( :(

১৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৪

িটউব লাইট বলেছেন: পুং না স্ত্রী ? কোনট :-P :-P

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

কাজিম কামাল বলেছেন: জ্বি টিওব লাইট ক্লীব লিংগ। :P

১৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

শাহ আলম৬৭ বলেছেন: আপনিও যেমন বোকারে ভাই, রূপসা মডুদেরই একজন বলেই প্রথমপাতা তার লেখায় ভরলেই বা কী আর আপনি চিল্লাইলেই বা কী!!

জানার পাছায় গদাম দেন--কাজ হবে।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪

কাজিম কামাল বলেছেন: মডুদেরই একজন ??

B:-) B:-) B:-)

না বেশি কয়ে দিলেন।

১৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

গারো হিল বলেছেন: ওকে জাবর কাটতে দিন :> এই হাম্বাটাকে এবার কুরবানিতে বাজারে তুলা হপে ;)

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

কাজিম কামাল বলেছেন: :-B :-B :-B :-B

১৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১০

বিডি আমিনুর বলেছেন: ও একটা একানিষ্ঠ হাম্বা পেমেন্ট হালাল করে খায়।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

কাজিম কামাল বলেছেন: যাই হোক ব্লগে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত কম করতে চাই।
এই জন্যে একটু ঘুরিয়ে বলতে হয় । /:) /:)

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

পথহারা সৈকত বলেছেন: ননদালীনাজ বলেছেন: পে ই ড এর আর একটা উদাহরন এই হালা্য- রুপসা ০০৭ ! গদাম !

১৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

উড়োজাহাজ বলেছেন: নোটিশ করার উপায় না থাকায় এখানে মন্তব্য করলাম। আপনার যারা আমাকে উষ্টা মেরেছেন, আমাকে ইসলাম বিকৃতকারী বলেছেন তাদের জন্য এই পোষ্টটা করেছি। একটু ঘুরে আসুন এবং উষ্টা ফেরত নিয়ে আসুন। Click This Link

১৯| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: সারাদিনে কোন ব্লগারকে দুইটির বেশী পোস্ট দেয়ার সুবিধা রহিত করা হোক। আর প্রথম পাতায় কারো যেন একাধিক পোস্ট না থাকে ! সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.