![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি ডিএসএলআর ক্যামেরা। আমার আরো অনেক পরিচয় আছে যেমন নাইকন/ক্যানন/সনি এমনকি মডেল নাম্বারও আছে। সবাই আমাকে ডিএসএলআর নামেই ডাকে। যারা ভালো উচ্চ মানের ছবি তুলতে চায় তারা আমাকে ব্যবহার করে। এজন্য প্রফেশনাল এমনকি আনাড়ি প্রায় সবাই আমাকে পছন্দ করে। আমার একজন সাথী আছে যে আমাকে ভালো করে দেখতে সাহায্য করে তার নাম লেন্স! একেক রকম লেন্স আমাকে একেক ধরনের ছবি তুলতে সহযোগিতা করে। আমি ক্যানন, আমার জন্ম জাপানে।
আমি এখন বাংলাদেশের বাসিন্দা। এক ইউনিভার্সিটির ছাত্র আমাকে কিনেছে, অতি যত্নসহকারে আমাকে ব্যবহার করে।ভার্সিটির মেয়েদের ছবিতো আমাকে দিয়েই বেশি তুলা হয়ে থাকে!!! অনেক উপভোগ করি, মানুষ আমার সামনে কতো রকমের পোজ দিয়ে দাড়ায়, বসে, সিগারেট হাতে নিয়ে, পশুপাখি ইত্যাদির ছবি তুলে তার হিসাব নেই। অনেকে আছে যারা প্রথম আসে আমাকে দিয়ে তাদের একটা সুন্দর ছবি তুলে দিতে পারি। এমনি একটি ছোট্ট ঘটনা বলতে চাই, একদিন ক্যাম্পাসে আমার মালিকের এক বড় ভাই এসেছে, তার এক ছোট বোনের ছবি তুলে দিতে। যদিও আমার মালিক প্রফেশনাল নাহ তাও তাকে দিয়ে বলল, সে যেন ওই মেয়ের ছবিটা তুলে দেয়। বড় ভাইয়া আজ ক্যামেরা আনেনি। যাই হোক ভাইয়ার কথা রাখতে আমার বস , মেয়েটার অনেক ছবি তুলে দিলো। তারপর বস মেয়েকে জানাল ছবি কাল্কেই পেয়ে যাবে। মেয়ে টা একটা ম্লান হাসি দিয়ে চলে গেলো। পরে বড় ভাই এসে বসকে বলল, কেনো মেয়েটার ছবি তুলতে বলা হলো। মেয়েটির ক্যান্সার, বেশিদিন বাচঁবে নাহ, অনেক শখ ডিএসএলআর দিয়ে ছবি তুলবে…আসলে আমাকে দিয়ে ছবি তুললে মানুষ অবাক হয়ে যায় কিভাবে এতো সুন্দর হয়?!! আমার বস আফসোস করতে লাগলো, আগে জানলে আরো কয়েকটা ছবি তুলে দিতো… আমার অনেক খারাপ লাগতেছে…আসলে এই ক্যামেরা হয়ে জীবনের নানা রঙের মানুষ দেখা যায়…সবাই আমার ফ্রেমে বন্দি হয়ে যায়…সুখ-শান্তি, আনন্দ-বেদনা সবই দেখতে পারি…
©somewhere in net ltd.