নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী রাইসুল ইসলাম

গাজী রাইসুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

টাকাই কি সবকিছু???

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:৪১

আমার মনে হয় টাকাই সবকিছু। এই টাকা ছাড়া কেউ সুখি হতে পারে নাহ। ডাইরেক্ট অথবা ইন্ডাইরেক্ট টাকাই সবকিছু। টাকা ছাড়া বাজার থেকে ভালো খাবার কিনে এনে বাসার সবাই খাওয়া সম্ভব না। যতো টাকা থাকবে ততো ভালো খাবার আসবে। এখন বিশ্বকাপ চলে অনেকে তার বাবাকে বলে একটা জার্সি কিনতে পারে নাহ। কারন সে জানে জার্সি কিনলে বাবার কাছে টাকা শর্ট পরতে পারে। এক ভাই তার বোন কে টাকা দিয়ে বলতে পারে নাহ যা কিছু কিনে নিয়ে আয়।মা তার ছেলেকে বলে টাকা হিসেব করে খরচ করিস এইমাসে একটু টেনে চলা লাগবে। মধ্যবিত্ত দের অনেক ঝামেলা। গরীব হলে আর ধনী হলে কোনো চিন্তা থাকে না।অনেক কিছু হিসাব করে চলা লাগে। টাকাই পারে সব কিছু বদলাতে। আগের দিনের কবি দের কোনো কাজ ছিলো নাহ তারা যদি আজকের সমাজ দেখতো তারা কখনো তাদের কবিতায় লেখত নাহ.।টাকাই সব নয়।।সুখে থাকাই অনেক। এইসব বালছাল সব ভুয়া কথা। তাদের অর্থএর অভাব ছিলো নাহ নিজেরা কি অর্জন করতো??? জমিদারি ভাবে বসে আকাইমা কবিতা লেখত.। মানি ইজ এভরিথিং। ইউ ক্যান্ট বাই এনিথিং উইথআউট মানি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.