![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২ বছর বেশি হবে কোনো রিলেশন করিনা.।ভাবছিলাম বিয়ের আগে আর এসবে জড়াবো না..কিন্তু যা হবার হয়ে গেলো, মেয়েটির নওশীন। নওশীনের পরিচয় আমার বন্ধুর মাধ্যমে। সেই মেয়ের পরিচয় দিয়ে দিছে। অনেকদিন বেকার থাকার পর ভাবছিলাম যাই একটু দেখি কি করা যায়। মেয়ে রুয়েট এ পড়ে। এইটা শুনেই আমি পিছায় গেলাম। আকাশের চাঁদ পেতে গেলে হাজার পথ পাড়ি দিতে হবে।নওশীনকে পাবার জন্য করতে হবে। যাই হোক তাকে কয়েকদিন যাচাই করলাম , সে কেমন , আমি কি তার সাথে চলতে পারবো?? অবশেষে নওশীন কে জানানো হলো।এখনো রেজাল্ট মিলেনি।হয়তো মিলবেও নাহ। আসলে সারাহ মারা যাবার পর থেকে এসবে আর যাবার ইচ্ছা ছিলো নাহ.।কিন্তু কি করবো একা থাকাটাই আমার জন্য অভিশাপ।
©somewhere in net ltd.