নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুল ইসলাম

chhayful

আমি আপনারে জানতে চাই .................................................

chhayful › বিস্তারিত পোস্টঃ

ক্লাসে সিগারেট।

০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮



১৯৯৬ সাল আমি তখন ১০ম শ্রেণীর ছাত্র। বন্ধুদের সাথে বেড লাগলাম আজ ক্লাস রুমে সিগারেট খেতে হবে। আমি তখন অপশন খুঝতে লাগলাম কোন স্যার এর ক্লাসে এ কাজ করা যায়। মাথায় একটা বুদ্ধি আসলো। আমাদের একটা মজার স্যার ছিল। নাম ভবেশ স্যার খুব ভালো স্যার কিন্তু সে চশমা ছাড়া চোখে দেখেনা। আমি সেই স্যার এর ক্লাসে চাঞ্চ নিলাম। কিন্তু মাথায় এটা এলোনা যে দেখতে না পেলেও গন্ধ যাবে স্যার এর নাকে। যা কথা সেই কাজ স্যার ক্লাসে আসলেন ক্লাস শুরু করলেন। একটু পরে চশমা খুলে কথা বলতে লাগলেন। সে ফাকে সিগারেট জ্বালায়ে দিলাম। বাস বান্ধবী গুলো হাঁসতে লাগলো। স্যার কিছুখন পরে টের পেয়ে গেলো। তার নাকে গন্ধ চলে গেছে।

একটা বান্ধবী আমার খুব শত্রু ছিল সে আমারে সহ্য করতে পারেনা। তখন আমারা সবাই এক সাথে ক্লাস করতাম মেয়ে ছেলে এক সাথে ক্লাস শেষে তারা কমন রুমে চলে যেত। স্যার চিল্লায়ে বলতে লাগলো কে, কে রে, কে সিগারেট খায় কেউ কিছু বলে না স্যার রেগে বম। এর ফাঁকে সে বান্ধবী বলে বসলো স্যার ছয়ফুল আর কই যাই সাথে সাথে স্যার বাসের বেত বলি সেটা নিয়ে মার শুরু করলো আর বলতে লাগলো ছয়ফুল না সাত ফুল আমার সাথে বেদবি ক্লাসে সিগারেট খাস। কিন্তু একটা ব্যাপার অবাক হলাম মার আমার উপর পরে না আমার পাশে একরামুল নামে একটা বন্ধু ছিল তাকে মারছে আমি মার দেখে পিছনে দরজা দিয়ে সেই দৌড়। তখন আমাদের ইস্কুল খোলা ছিল কোন বাউন্ডারী দেওয়াল ছিল না। স্যার কে সবাই বলতে লাগলো স্যার কাকে মারছেন সে পাইলছে। ও একরামুল তার পরে স্যার ক্লাস তেগ করে আমায় খুঁজতে লাগলো আমি ত পগার পাড় সাত দিন আর ইস্কুলে আসিনাই। তার পরে আমারে না পেয়ে বাড়িতে জানালো কি আর করার পরে স্যার এর কাছে মাফ চেয়ে আবার ইস্কুলে আসতে লাগলাম, স্যার কে বললাম সার বন্ধুদের সাথে বাজি লেগে কাজ টা করেছি।

যদিও দুষ্টমি করে কাজ টা করেছি তার পরে বুঝতে পারলাম আমার কাজ টা করা ঠিক হয়নি।

বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম। লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

আব্দুল্যাহ বলেছেন: ছয়ফুল না সাতফুল, মার খেল একরামুল

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৫

chhayful বলেছেন: হা হা হা মজাটা এখানে পাইছি ভাইয়া

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১০

জ্যাকেল বলেছেন: হা:হা:হা: মজার ঘটনা।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

chhayful বলেছেন: জি ভাইয়া এ জন্য শেয়ার করলাম ধন্যবাদ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ওই সময় আমিও দশম এ পড়তাম । সিগারেটের কথাই চিন্তা করতে পারতামনা ।
আপনি যথেষ্ট বদ মাইশ ছিলে ভায়া ।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮

chhayful বলেছেন: সবাই কি এক রকম হয় ভায়া। বদ মাইশ ছিলাম না ভাইয়া দুষ্ট ছিলাম। ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এরকম মজা আমরাও করেছি।
আমি ছিলাম মজা করার ওস্তাদ। প্রচুর মজা করতাম আমি। আমি ছিলাম আমার স্কুলের হিরো।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯

chhayful বলেছেন: ধন্যবাদ হিরো ভাইয়া।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভার্সিটিতে পড়াকালীন এক শিক্ষকের ক্লাসে আমি চুইংগাম চাবাইতাম। স্যার খুব চেততেন। একদিন ক্লাসে এসে দেখেন সবাই চু্ইংগাম চাবাচ্ছে!

স্যার কোন কিছু জিজ্ঞাসা না করেই আমাকে ক্লাস থেকে বের করে দিলেন! পরে স্যারের কাছে গিয়ে মাফ চাইলাম; স্যার জিজ্ঞাসা করলেন, সবার জন্য চুইংগাম কিনছো, আমারটা কই? :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪০

chhayful বলেছেন: আপনে স্যার কে ফাঁকি দিছেন? হা হা হা । ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.