![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার `সাংবাদিকতা: অফলাইন অনলাইন” শীর্ষক বইটি একুশে বইমেলায় একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল)-এর স্টল নং ২৮১ ও ২৮২ তে (সোহরাওয়ার্দী উদ্যান অংশে) পাওয়া যাচ্ছে। বইটির মোড়ক উন্মোচনের ছবি নিচে যা ডেইলি স্টার পত্রিকায় ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ প্রকাশিত।
বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি:
বইয়ের নাম: সাংবাদিকতা : অফলাইন অনলাইন
লেখক: মাহামুদুল হক
বইয়ের ধরন : সাংবািদকতার ওপর প্রবন্ধ
প্রকাশক : একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল), ঢাকা।
মূল্য: ৩৫০ টাকা
Online Bookshop: http://www.rokomari.com
Cell: +88 01519521971-5
bKash : 01857800513
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২২
ছটিক মাহমুদ বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী আপনাকে। শুধু "উঠতি সাংবাদিকদের" জন্য নয়, বাংলাদেশের সম্পাদকসহ সাংবাদিকতায় যারা পলিসি মেক করে তাদের জন্যও। কেননা, এ বইয়ে বিশ্ব সাংবািদকতার অনেক সফল উদ্ভাবন ও ব্যবসা মডেল রয়েছে যা আমাদের দেশে এসব চিন্তা করাও মুশকিল। আবার এমন কিছু বিষয় রয়েছে যা একজন অডিয়েন্সের জানা প্রয়োজন। সাংবাদিক গোষ্ঠী সম্পকে তার জানার অধিকারও আছে। সাংবাদিকের স্টাটাস কী, পদ কী, বেতন কত পায়, সাংবাদিক কোন স্হানে প্রবেশ করতে পারে, কোথায় পারেননা, কী করতে পারেন, কী পারেন না, আচরণিবিধি লংঘন করলে কীভাবে অভিযোগ দায়ের করতে হবে প্রভৃতি বিষয় জানা দরকার একজন অডিয়েন্সের। বইটি সাধারণ জনগণ, সাংবাদিক, পাঠক, সংবাদ মাধ্যমের নীতিনির্ধারক, গবেষক, বিশ্ববিদ্যালেয়র শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও সৃষ্টিতে সহায়ক হবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৪
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
ছটিক মাহমুদ বলেছেন: ধন্যবাদ বিজন রয় আপনাকে
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: বইটির বিষয়বস্তু খুবই উপকারী বিশেষ করে উঠতি সাংবাদিকদের জন্য ।