নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

পবিত্র ছফর মাস : একটি তাৎপর্যমণ্ডিত বিশেষ ফযীলতপূর্ণ মাস

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আরবী বছরের দ্বিতীয় মাস পবিত্র ছফর; পবিত্র চারটি মাসের একটি মাহে মুহররমুল হারাম শরীফ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় পবিত্র মাহে ছফর। আবার মাহে ছফর শরীফ শেষ হতেই শুরু হয় সৃষ্টির সর্বশ্রেষ্ঠ পবিত্র রবীউল আউয়াল শরীফ মাস। দুটি পবিত্র খাছ মাস উনার মাঝখানে অবস্থান করার কারণে মাহে ছফর-এর গুরুত্ব-তাৎপর্য-মর্যাদাও অত্যধিক।

বিশেষ করে ছফর শরীফ মাস উনার শেষ বুধবার পালিত হয় পবিত্র ‘আখিরী চাহার শোম্বাহ শরীফ’ বিশেষ ফযীলতপূর্ণ দিনটি। এদিকে এ মাসের ২৮ তারিখ শাহাদাতের অমীয় সুধা পান করেন নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, কলিজার টুকরা, আহলে বাইত শরীফ উনাদের সম্মানিত ইমাম, পবিত্র ইসলাম উনার পঞ্চম খলীফা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম। তাছাড়া ২৮শে ছফর পবিত্র সোমবার শরীফ-এ খাছ সুন্নতী বয়স মুবারক ৬৩ বৎসরে বিছাল শরীফ লাভ করেন সম্রাট আকবরের দ্বীনে ইলাহীর ফিতনা সমূলে বিনাশকারী, মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল ওলী, কাইয়্যুমে আউয়াল হযরত শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি তিনি। যিনি সারা বিশ্বে মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি নামে (উপাধিতে) সমধিক মশহুর। তাই এই বরকতপূর্ণ মাসে বেশি বেশি আহলে বাইত শরীফ আলাইহমুস সালাম উনাদের সুমহান শান মুবারক সম্পর্কে আলোচনার জন্য পবিত্র ইসালে সওয়াব ও পবিত্র মীলাদ শরীফ উনার মাহফিলের পাশাপাশি আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের বিশেষ করে মুজাদ্দিদগণ রহমতুল্লাহি আলাইহিম উনাদের আগমনের উদ্দেশ্য এবং উনাদের তাজদীদ মুবাকর উনার বিশেষত্ব সম্পর্কে আলোচনার মাহফিল করা উচিত। এতে করে ফিতনা-ফাসাদগ্রস্ত উম্মাহ’র মাঝে পবিত্র দ্বীন ইসলাম উনার চেতনার পুনর্জাগরণ ঘটবে বলে দৃঢ় আশা করা যায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.