নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

❐❐❐❐কসাই কাদের মোল্লা এখন বাগানের মালী। আর খাবে মোটা চালের ভাত❐❐❐❐

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

‘মিরপুরের কসাই’ হিসেবে পরিচিত আব্দুল কাদের মোল্লা কারাগারে বাগানে মালীর কাজ করবে।





কয়েদি হিসেবে এই যুদ্ধাপরাধীকে এই কাজ দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাশিমপুরের এক কারা কর্মকর্তা।

যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন সাজার আদেশ হওয়ার পর বৃহস্পতিবার এই জামায়াত নেতাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। তাকে রাখা হয়েছে গাজীপুরে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এ সাধারণ কয়েদির সেলে, যা ‘ষাট সেল’ নামে পরিচিত।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কাদের মোল্লাকে ফুল বাগান পরিচর্যার কাজ দেয়া হয়েছে। ‘ষাট সেল’র ভেতরে ফুল বাগানে মালীর কাজ করবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। কাদের মোল্লা মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়ার পর ২০১০ সালের ১৯ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখান থেকে ২০১১ সালের ২৪ জুন তাকে কাশিমপুর পাঠানো হয়। রায়ের আগে তাকে ঢাকায় নেয়া হয়। রায়ের দুদিন পর পুনরায় তাকে কাশিমপুরে ফেরত পাঠানো হয়।



সাজা হওয়ার পর কাদের মোল্লাকে কয়েদির পোশাক পরিয়ে সাধারণ সেলে রাখা হয়েছে। রায়ের আগে ডিভিশন পাওয়া বন্দি হিসেবে খাট, লেপ-তোষক, চেয়ার-টেবিল, একটি জাতীয় দৈনিক পত্রিকা পেতো কাদের মোল্লা।



এছাড়া চিকন চালের ভাত, মাছ ও গোস্ত তখন সরবরাহ করা হত তাকে।



কারাবিধি অনুয়ায়ী ‘ষাট সেলে’ মোটা চালের ভাত পাচ্ছে এই যুদ্ধাপরাধী।

মাছ-গোস্তের পরিমাণও কমেছে বলে জানায় কারা কর্মকর্তারা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডিভিশনে আছে শুইনা খুব রাগ হইতেছিল, এই শাস্তি হইলে আমারেও দিত? X( X( X( X(

এখন আরাম পাইতেছি।
!:#P !:#P !:#P

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

রাইসুল সাগর বলেছেন: ভাই হেরে দিয়া গু ছাফ করাইলে ভালা হইতো, আর মোটা চালের ভাতের জায়গায় কাঁকর যুক্ত বাশি আটার রুটি আর শুকনা গু। যে কয়দিন আছে সেই কয়দিন এই কয়দিন এই খাবার চলবে।



ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

রাইসুল সাগর বলেছেন: কয়কি হেরেতো গু সাফ করতে দেওয়া দরকার । আর মোটা ভাতের পরিবর্তে বাসি কঁক্কর যুক্ত লাল আটা রুটি আর গু। ঝুলানোর আগ পর্যন্ত। X(( X(( X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.