নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

খলীফাতুল মুসলিমীন, আমিরুল মুমিনীন, ৩য় খলীফা, হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনার কিছু নছীহত মুবারক

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

(১) চাকচিক্য পোশাকের লোভ যাদের অন্তরে, তাদের কাফনের কথা স্মরণ করা উচিত। জাঁকজমক বাড়ির আকাঙ্খা যাদের অন্তরে, তাদের উচিত কবরের ছোট্ট গর্তটির কথা স্মরণ করা। যারা সবসময় সুস্বাদু খাবারের লোভ করে তাদের কর্তব্য হচ্ছে- নিজের লাশটি যে শেষ পর্যন্ত কীটের খোরাক হবে তা স্মরণ করা।

(২) যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগা আর কেউই হতে পারে না।

(৩) বছরান্তেও যে ব্যক্তি দুঃখ-কষ্টের সম্মুখীন হয় না, তার চিন্তা করা উচিত যে, মহান আল্লাহ পাক তিনি তার উপর সন্তুষ্ট কিনা।

(৪) যে ব্যক্তি চোখের ভাষা বুঝে না, তার সামনে মুখ খোলা নিজেকে লাঞ্ছিত করার নামান্তর।

৫) তরবারির আঘাত মানুষের শরীর আহত করে, কিন্তু কটুকথা দ্বারা মানুষের অন্তর রক্তাক্ত হয়।

(৬) মুমিন বান্দার নিজের ঘর যদি তার যবান, বদনজর ও লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার মাধ্যম হয়, তবে সেটাই তার জন্য সর্বোত্তম ইবাদতগাহে পরিণত হয়ে যায়।

(৭) দারিদ্র্য কোনো মুসলমানকে বেইজ্জত করতে পারেনা। মুসলমান যখন দ্বীন থেকে দূরে সরতে থাকে, তখনই পদে পদে বেইজ্জতির সম্মুখীন হয়।

(৮) গুনাহ কোনো না কোনোভাবে মনের শান্তি বিনষ্ট করে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

নওরীন ইশা বলেছেন: Sikkhonio post.post a+++

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

মাটির কথা বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

অপরিচিত অতিথি বলেছেন: কয়কটা জানতাম। কয়েকটা নতুন জানলাম। ধন্যবাদ পোষ্টের জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

মাটির কথা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭

রাজ হাসান বলেছেন: ++++++++

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

মাটির কথা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.