![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস জাতির দর্পন। মেরুদন্ড সম্পন্ন জাতি সত্ত্বাকে ভঙ্গুর করে দিতে পারে ইতিহাসের বড় নির্দয়-নিষ্ঠুর ছড়ি। মেরুদন্ডহীন জাতিসত্ত্বাকে পুন:স্থাপনের জন্য চাই নির্মল-নিষ্কলুষ জাতিস্বত্ত্বার ইতিহাস। মজার বিষয় এইযে, আমাদের রয়েছে গৌরবউজ্জ্বল ইতহাস। পৃথিবীর সবখানেই আমরা বিজয়ী ঘোড়া দাবড়িয়েছি এক সময়। পিরোনিজের সুউচ্চ পর্বতমালা থেকে রোম সাগরের উত্তাল উর্মি মালা একসময় ধন্য হয়েছে এ জাতির জয়ী ঘোড়ার পা চুম্বনে। রোম-ইরানের দম্ভের সুউচ্চ চুড়া কেঁপে ওঠেছে জাতির দৃঢ় ইচ্ছার সম্মুখে। আরল, জাইছন, নিশাপুর থেকে সুবিশাল ভারতের ভূ-ভাগও বাদ যায়নি এ থেকে। হিমালয়েল আকাশচুম্বি উথ্থানের মত অতিউঁচু আমাদের উপাখ্যান। ভারত মহাসাগরের ঢেউ ঝুঁটি আজো গেয়ে চলেছে আমাদের যশোগাথা। সিন্ধু, মালাবার, নিরুন, তারাইন কালের সাক্ষী হয়ে আছে। আমাদের স্বর্ণালী ঐতিহ্য আমরা হারিয়েছি নিজের দোষেই। ভঙ্গুর সেই সত্ত্বাকে বলীয়ান করতে দরকার আজ কিছু মর্দে মুমিন সিংহ-সার্দুল পালোয়ান। দরকার কিছু মুহাম্মদ ঘুরী, আইবেক, হাম্মাদ, মতিউর, ক্যাপ্টেন জাহাঙ্গীরের মত দু:সাহসিক যোদ্ধা। জাতি তাকিয়ে আছে কবে আসবে আবার সে সুদিন? কবে আবার তারাইনের রাণাঙ্গনে তলোয়ারের ঝংকার ওঠবে? যুগের পৃথ্বিরাজ আর ইয়াহিয়াদের প্রমোদমহলে কারা কাঁপন ধরাবে? আছে কি এমন অমিত তেজা কোন ঘুরী কিংবা আইবেক অথবা মোস্তফা কামাল? থাকলে তারা কৈ? কোথায়?
©somewhere in net ltd.